ETV Bharat / sitara

Bangla short film Saraswati releases:বাগদেবীর আরাধনার দিনই মুক্তি পেল নতুন শর্ট ফিল্ম 'সরস্বতী' - Short Film Saraswati releases

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী অভিনীত বাংলা শর্ট ফিল্ম 'সরস্বতী' মুক্তি পেল চলতি বছরের সরস্বতী পুজোর দিনেই (Sudipta Chakraborty is Coming the Screens with her new Short Film) ৷ পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় । নিজের ভিতরে পরিস্থিতির চাপে ঘুম পাড়িয়ে রাখা 'আমি'টাকে ফের একবার ভালবেসে জাগিয়ে তোলারই গল্প বলবে এই ছবি ৷

Bangla short film Saraswati releases
সরস্বতী পুজোর আমেজের মধ্যেই মুক্তি পেল নতুন ছোট ছবি 'সরস্বতী'
author img

By

Published : Feb 5, 2022, 11:51 AM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: সংসারের যাঁতাকলে পড়ে অনেক প্রতিভারই অকাল মৃত্যু ঘটে । কখনও আবার স্বামী, সন্তানের মুখ চেয়ে নিজের ইচ্ছেপূরণের সাধকে বিসর্জন দিয়ে দিতে হয় অনেককেই । তাঁরা হারিয়ে ফেলেন নিজের মধ্যে লুকিয়ে থাকা 'আমি'-কে । দেখতে দেখতে সময় এগিয়ে যায় । শরীর মনে বাসা বাঁধে বার্ধক্য । কিন্তু এমনটাই কি চলবে? বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইচ্ছেপূরণের গল্পে নতুন করে কি শান দেওয়া যায় না? আরেক বার নতুন করে জাগিয়ে তোলা যায় না নিজের মধ্যে ঘুমিয়ে থাকা প্রকৃত 'আমি' টাকে?

এসব প্রশ্নের উত্তর মিলবে অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত নতুন শর্ট ফিল্ম 'সরস্বতী'-তে ৷ সরস্বতী পুুজোর আমেজের মাঝেই মুক্তি পেল এই ছবি (Short Film Saraswati releases )। মুখ্য় চরিত্রে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ৷ নিজের এই নতুন প্রয়াস সম্পর্কে কথা বলতে গিয়ে অনিলাভ বলেন, "সরস্বতী আসলে এক মহিলার তাঁর ভালবাসাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প । এই ছবির মধ্যে দিয়ে আমরা যে বিষয়টি তুলে ধরতে চেয়েছি সেটি হল, প্রত্যেকটি মানুষ ছোট থেকে কিছু একটা ভালবেসে বড় হয় ৷ তারপর ধীরে ধীরে সেই বিষয়টি থেকে হয়তো তাঁকে বিচ্ছিন্ন হতে হয় ৷ কিন্তু তারপরও সেই ভালবাসাটাকে নিয়ে মানুষ যদি বেচেঁ থাকতে পারে, তবে সেটাও একটা মানুষের জন্য অনেক কিছু । সেই ভালবাসা নিয়ে বেঁচে থাকার গল্পই সরস্বতী।"

আরও পড়ুন : গ্রীষ্মে প্রেক্ষাগৃহে আসছে 'মিনি', ডাবিংয়ে খোশমেজাজে মিমি-অয়ন্না

অন্য়দিকে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কথায়, "আমি অনেক শর্ট ফিল্মের অফার পাই, কিন্তু কোনও না কোনও কারণে তা হয়ে ওঠে না । সত্যি বলতে অনিলাভদার সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক এবং আমার চরিত্রটিও খুব ভাল । তাই আমি রাজি হই । গল্পটি খুব সহজ এবং সূক্ষ্মভাবে বলা হয়েছে । একজন মহিলা বা বৃদ্ধ হওয়া কিছুই নয় এবং একজন ব্যক্তির জীবনে সে যা করতে চায় তাতেই সে যাতে সক্ষম হয়, সেই গল্প নিয়েই শর্ট ফিল্মটি তৈরি করা।" সুদীপ্তা চক্রবর্তী ছাড়াও এই ছবিতে রয়েছেন অভিরূপ চৌধুরী-সহ আরও অনেকে। গ্রেমাইন্ড ফিল্মস-এর প্রযোজনায় তাঁদের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং আড্ডা টাইমস-এ স্ট্রিমিং হবে ছবিটি।

কলকাতা, 5 ফেব্রুয়ারি: সংসারের যাঁতাকলে পড়ে অনেক প্রতিভারই অকাল মৃত্যু ঘটে । কখনও আবার স্বামী, সন্তানের মুখ চেয়ে নিজের ইচ্ছেপূরণের সাধকে বিসর্জন দিয়ে দিতে হয় অনেককেই । তাঁরা হারিয়ে ফেলেন নিজের মধ্যে লুকিয়ে থাকা 'আমি'-কে । দেখতে দেখতে সময় এগিয়ে যায় । শরীর মনে বাসা বাঁধে বার্ধক্য । কিন্তু এমনটাই কি চলবে? বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইচ্ছেপূরণের গল্পে নতুন করে কি শান দেওয়া যায় না? আরেক বার নতুন করে জাগিয়ে তোলা যায় না নিজের মধ্যে ঘুমিয়ে থাকা প্রকৃত 'আমি' টাকে?

এসব প্রশ্নের উত্তর মিলবে অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত নতুন শর্ট ফিল্ম 'সরস্বতী'-তে ৷ সরস্বতী পুুজোর আমেজের মাঝেই মুক্তি পেল এই ছবি (Short Film Saraswati releases )। মুখ্য় চরিত্রে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ৷ নিজের এই নতুন প্রয়াস সম্পর্কে কথা বলতে গিয়ে অনিলাভ বলেন, "সরস্বতী আসলে এক মহিলার তাঁর ভালবাসাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প । এই ছবির মধ্যে দিয়ে আমরা যে বিষয়টি তুলে ধরতে চেয়েছি সেটি হল, প্রত্যেকটি মানুষ ছোট থেকে কিছু একটা ভালবেসে বড় হয় ৷ তারপর ধীরে ধীরে সেই বিষয়টি থেকে হয়তো তাঁকে বিচ্ছিন্ন হতে হয় ৷ কিন্তু তারপরও সেই ভালবাসাটাকে নিয়ে মানুষ যদি বেচেঁ থাকতে পারে, তবে সেটাও একটা মানুষের জন্য অনেক কিছু । সেই ভালবাসা নিয়ে বেঁচে থাকার গল্পই সরস্বতী।"

আরও পড়ুন : গ্রীষ্মে প্রেক্ষাগৃহে আসছে 'মিনি', ডাবিংয়ে খোশমেজাজে মিমি-অয়ন্না

অন্য়দিকে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কথায়, "আমি অনেক শর্ট ফিল্মের অফার পাই, কিন্তু কোনও না কোনও কারণে তা হয়ে ওঠে না । সত্যি বলতে অনিলাভদার সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক এবং আমার চরিত্রটিও খুব ভাল । তাই আমি রাজি হই । গল্পটি খুব সহজ এবং সূক্ষ্মভাবে বলা হয়েছে । একজন মহিলা বা বৃদ্ধ হওয়া কিছুই নয় এবং একজন ব্যক্তির জীবনে সে যা করতে চায় তাতেই সে যাতে সক্ষম হয়, সেই গল্প নিয়েই শর্ট ফিল্মটি তৈরি করা।" সুদীপ্তা চক্রবর্তী ছাড়াও এই ছবিতে রয়েছেন অভিরূপ চৌধুরী-সহ আরও অনেকে। গ্রেমাইন্ড ফিল্মস-এর প্রযোজনায় তাঁদের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং আড্ডা টাইমস-এ স্ট্রিমিং হবে ছবিটি।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.