ETV Bharat / sitara

অমিতাভের অর্থে তৈরি কোভিড কেয়ার সেন্টারের যাত্রা শুরু মুম্বইয়ে

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের অর্থে তৈরি কোভিড কেয়ার সেন্টারের যাত্রা শুরু হল মুম্বইয়ে ৷ 25 আসনের এই কেন্দ্রে থাকবে অক্সিজেনের ব্যবস্থাও ৷

Amitabh Bachchan-funded Covid-19 facility in Mumbai starts operation
অমিতাভের অর্থে তৈরি কোভিড কেয়ার সেন্টারের যাত্রা শুরু মুম্বইয়ে
author img

By

Published : May 18, 2021, 7:34 PM IST

মুম্বই, 18 মে: কোভিড দুর্গতদের পাশে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ মুম্বইয়ে আগেই একটি কোভিড কেয়ার সেন্টার তৈরির কথা বলেছিলেন তিনি ৷ আজ থেকে কাজ করা শুরু করল 25 আসন বিশিষ্ট ও অক্সিজেন পরিষেবা-সহ সেই কেন্দ্র ৷

চিত্রনির্মাতা আনন্দ পণ্ডিত জানিয়েছেন, জুহুর রীতাম্ভর বিশ্ব বিদ্যাপীঠে ফেসিলিটি সেন্টারটি তৈরি করা হয়েছে ৷ একটি বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, "ট্রায়াল রানের পর মঙ্গলবার সকাল 10টা থেকে এই কেন্দ্র কাজ করা শুরু করেছে ৷ মি. বচ্চন এখানকার সরঞ্জাম, পরিকাঠামো ও প্রয়োজনীয় সব জিনিস কেনার জন্য অর্থ দান করেছেন ৷"

আরও পড়ুন: কোভিড মোকাবিলায় 2 কোটি সাহায্য বিগ বি'র

এর আগে, দিল্লির রাকাবগঞ্জ গুরুদ্বারে নবনির্মিত কোভিড কেয়ার সেন্টারে 2 কোটি টাকা দান করেন অমিতাভ বচ্চন ৷ দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মঞ্জিনদার শিখ সিরসা জানান, 300 শয্যা, অক্সিজেন কনসেনট্রেটর, চিকিৎসক, প্যারামেডিক এবং অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে এই সেন্টার শুরু হয়েছে ৷ সেখানেই এই অর্থ সাহায্য করেছেন বিগ বি ৷

মুম্বই, 18 মে: কোভিড দুর্গতদের পাশে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ মুম্বইয়ে আগেই একটি কোভিড কেয়ার সেন্টার তৈরির কথা বলেছিলেন তিনি ৷ আজ থেকে কাজ করা শুরু করল 25 আসন বিশিষ্ট ও অক্সিজেন পরিষেবা-সহ সেই কেন্দ্র ৷

চিত্রনির্মাতা আনন্দ পণ্ডিত জানিয়েছেন, জুহুর রীতাম্ভর বিশ্ব বিদ্যাপীঠে ফেসিলিটি সেন্টারটি তৈরি করা হয়েছে ৷ একটি বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, "ট্রায়াল রানের পর মঙ্গলবার সকাল 10টা থেকে এই কেন্দ্র কাজ করা শুরু করেছে ৷ মি. বচ্চন এখানকার সরঞ্জাম, পরিকাঠামো ও প্রয়োজনীয় সব জিনিস কেনার জন্য অর্থ দান করেছেন ৷"

আরও পড়ুন: কোভিড মোকাবিলায় 2 কোটি সাহায্য বিগ বি'র

এর আগে, দিল্লির রাকাবগঞ্জ গুরুদ্বারে নবনির্মিত কোভিড কেয়ার সেন্টারে 2 কোটি টাকা দান করেন অমিতাভ বচ্চন ৷ দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মঞ্জিনদার শিখ সিরসা জানান, 300 শয্যা, অক্সিজেন কনসেনট্রেটর, চিকিৎসক, প্যারামেডিক এবং অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে এই সেন্টার শুরু হয়েছে ৷ সেখানেই এই অর্থ সাহায্য করেছেন বিগ বি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.