কলকাতা : ইন্দ্রদীপ দাশগুপ্তের দ্বিতীয় ছবি 'আগন্তুক' । শহরের বিভিন্ন প্রান্তে থাকা নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধারা যে কতটা নিরপত্তাহীনতায় ভোগেন, সেই বাস্তব চিত্রকে ফুটিয়ে তুলেছেন পরিচালক । সঙ্গে রয়েছে একটা রহস্যের টুইস্ট, যা দর্শককে আটকে রাখবে টানটান উত্তেজনায় ।
ছবির সবথেকে বড় চমক হল কাস্টিং । মুখ্য চরিত্র বৃদ্ধা শোভারানীর ভূমিকায় রয়েছেন সোহিনী সরকার । তবে টিজ়ার দেখে অভিনেত্রীর আসল বয়স বোঝার উপায় নেই । কথা বলা, হাঁটা চলা, অভিব্যক্তি সবকিছুর মধ্যেই সোহিনী তাঁর রিল লাইফ বয়সকে বেশ ভালোমতোই ফুটিয়ে তুলেছেন ।
রয়েছেন আবির চ্যাটার্জি, যিনি এই শোভারানীর স্বামীর চরিত্রে অভিনয় করছেন । তবে আবির তাঁর নিজের বয়সেই ধরা দিয়েছেন স্ক্রিনে । দীর্ঘদিন স্বামী নিশীথের সঙ্গে থাকার পর বৃদ্ধ বয়সে এসে একা আর পেরে উঠছেন না শোভারানী । আর এদিকে তার বাড়ির দিকে শকুনের দৃষ্টি দিয়ে তাকিয়ে বসে ভাড়াটেরা । অনেকেই শোভার মৃত্যু কামনা করে চলেছেন ।
এরই মধ্য়ে শোভারানীর দরজায় কেউ ধাক্কা দেয় । মৃত্যুভয়ে ভুগতে থাকেন তিনি । বারবার বলতে থাকেন, "ভয় করে আমার" । কিন্তু, নিঃসঙ্গ শোভার ডাকে কেউ সাড়া দেয় না । এভাবে চলতে চলতে একদিন অচৈতন্য় অবস্থায় বাড়িতে পাওয়া যায় শোভারানীকে । তারপর ?
টানটান উত্তেজনায় ভরা সেই টিজ়ার দেখে নিন..
- " class="align-text-top noRightClick twitterSection" data="">