কলকাতা : কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এবার একসঙ্গে কাজ করছেন প্রসেনজিৎ-অর্পিতা। বেশ কয়েক বছর পর প্রসেনজিৎ ও তাঁর স্ত্রী অর্পিতার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। ২০১৪ সালে রাজা চন্দর 'ফোর্স' ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গেছিল।
স্বাভাবিকভাবেই কৌতূহল তো হবে, কী সেই নতুন ছবি, যা কৌশিক পরিচালনা করতে চলেছেন। এত বছর পর সেই ছবিতে ফের জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ-অর্পিতা? আসলে এটি কোনও পূর্ণদৈর্ঘ্যের বা স্বল্পদৈর্ঘ্যের ছবি নয়। এটি একটি বিজ্ঞাপন।
বিজ্ঞাপনটি পরিচালনা করছেন কৌশিক গাঙ্গুলি। সাম্প্রতিককালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে বেশ কয়েকটি ছবি তৈরি করলেন কৌশিক। কৌশিকের পরিচালনায় প্রসেনজিতের প্রথম ছবি 'দৃষ্টিকোণ' মুক্তি পায় গত বছর। তারপর গত পুজোয় মুক্তি পেল 'কিশোর কুমার জুনিয়র'। এবং আজই মুক্তি পেল কৌশিক-প্রসেনজিতের তৃতীয় যৌথ ছবি 'জ্যেষ্ঠপুত্র'। 'জ্যেষ্ঠপুত্র' নিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে। তার মাঝেই প্রসেনজিৎ এবং অর্পিতা একটি অ্যাড শুট সেরে ফেললেন কৌশিক। তাহলে কী অদূর ভবিষ্যতে প্রসেনজিৎ-অর্পিতা একসঙ্গে কৌশিকের ছবিতে কাজ করতে চলেছেন? সেটাই এবার দেখার।