ETV Bharat / sitara

Preity Zinta: যমজ সন্তান এল প্রীতি-জিনের কোলে - সারোগেসি

ভক্তদের চমকে দিয়ে প্রীতি জিন্টা (Preity Zinta) জানালেন যে, যমজ সন্তান এসেছে তাঁর ও তাঁর হাবি জিন গুডএনাফের (Gene Goodenough) কোলে ৷ সারোগেসির (Surrogacy) মাধ্যমে জন্মেছে তাঁদের সন্তান জয় ও গিয়া ৷

Actress Preity Zinta And her husband Gene Goodenough Welcome Twins Via Surrogacy
যমজ সন্তান এল প্রীতি-জিনের কোলে, সৌজন্যে সারোগেসি
author img

By

Published : Nov 18, 2021, 1:04 PM IST

Updated : Nov 18, 2021, 3:41 PM IST

মুম্বই, 18 নভেম্বর: সুখবর দিলেন বলিউডের অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta)৷ ভক্তদের চমকে দিয়ে তিনি ঘোষণা করলেন যে, যমজ সন্তান এসেছে তাঁর ও তাঁর হাবি জিন গুডএনাফের (Gene Goodenough) কোলে ৷ সারোগেসির (Surrogacy) মাধ্যমে জন্ম নিয়েছে তাঁদের সন্তান জয় ও গিয়া ৷

তাঁর ও জিনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে 46 বছরের অভিনেত্রী লিখেছেন, "আজ আপনাদের সবার সঙ্গে আমাদের একটা দারুণ খবর শেয়ার করতে চাই ৷ আমি আর জিন আজ খুব খুশি আর আমাদের হৃদয়ও ভালবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ ৷ কারণ আমরা আমাদের পরিবারে আমাদের যমজ সন্তান জয় জিন্টা গুডএনাফ ও গিয়া জিন্টা গুডএনাফকে স্বাগত জানিয়েছি ৷ জীবনের এই নয়া অধ্যায়ে আমরা আপ্লুত ৷"

"এই অবিশ্বাস্য সফরের অংশ হওয়ার জন্য" ডাক্তার ও সারোগেটকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ তিনি লিখেছেন, "ডাক্তার, নার্স ও আমাদের সারোগেটকে এই অবিশ্বাস্য সফরের অংশ হওয়ার জন্য হার্দিক ধন্যবাদ জানাই ৷ অনেক অনেক ভালবাসা ---জিন, প্রীতি, জয় ও গিয়া ৷"

আরও পড়ুন: Salman Khan: সামনে বাঁদর, কোলে ভাগ্নি আয়াত ! সলমনের ভিডিয়োয় আপ্লুত নেটপাড়া

2016 সালের 29 ফেব্রুয়ারি জিন গুডএনাফের সঙ্গে বিয়ে হয় বীর জারার স্টার প্রীতি জিন্টার ৷ এরপর তাঁরা চলে যান লস অ্যাঞ্জেলেসে ৷ হাবির সঙ্গে তাঁর নানা ভাল মুহূর্তের ছবি পোস্ট করে নিয়মিত নিজেদের আপডেট দিয়ে থাকেন সোলজার গার্ল ৷ তবে আচমকা তাঁদের যমজ সন্তান হওয়ার খবর চমকে দিয়েছে প্রীতির ভক্তদের ৷

আরও পড়ুন: Mimi Chakraborty: ফোনের 7000 ছবি, 500 ভিডিয়ো উধাও ! ক্ষেপে লাল মিমি

1998 সালে মণিরত্নমের দিল সে ফিল্ম দিয়ে বলিউডে অভিষেক ঘটে প্রীতি জিন্টার ৷ দুটি জাতীয় পুরস্কার, সাতটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-সহ বেশকয়েকটি পুরস্কার জিতেছে এই ছবি ৷ এরপর কাল হো না হো, বীর জারা, কভি আলভিদা না কহেনা, কেয়া কহেনা, সংঘর্ষ, দিল চাহতা হ্যায়, ফর্জ-সহ বহু ফিল্মে অভিনয় করেছেন প্রীতি ৷

আরও পড়ুন: Nusrat Jahan: নুসরতের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত, নিখিলের পক্ষেই রায় আদালতের

মুম্বই, 18 নভেম্বর: সুখবর দিলেন বলিউডের অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta)৷ ভক্তদের চমকে দিয়ে তিনি ঘোষণা করলেন যে, যমজ সন্তান এসেছে তাঁর ও তাঁর হাবি জিন গুডএনাফের (Gene Goodenough) কোলে ৷ সারোগেসির (Surrogacy) মাধ্যমে জন্ম নিয়েছে তাঁদের সন্তান জয় ও গিয়া ৷

তাঁর ও জিনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে 46 বছরের অভিনেত্রী লিখেছেন, "আজ আপনাদের সবার সঙ্গে আমাদের একটা দারুণ খবর শেয়ার করতে চাই ৷ আমি আর জিন আজ খুব খুশি আর আমাদের হৃদয়ও ভালবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ ৷ কারণ আমরা আমাদের পরিবারে আমাদের যমজ সন্তান জয় জিন্টা গুডএনাফ ও গিয়া জিন্টা গুডএনাফকে স্বাগত জানিয়েছি ৷ জীবনের এই নয়া অধ্যায়ে আমরা আপ্লুত ৷"

"এই অবিশ্বাস্য সফরের অংশ হওয়ার জন্য" ডাক্তার ও সারোগেটকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ তিনি লিখেছেন, "ডাক্তার, নার্স ও আমাদের সারোগেটকে এই অবিশ্বাস্য সফরের অংশ হওয়ার জন্য হার্দিক ধন্যবাদ জানাই ৷ অনেক অনেক ভালবাসা ---জিন, প্রীতি, জয় ও গিয়া ৷"

আরও পড়ুন: Salman Khan: সামনে বাঁদর, কোলে ভাগ্নি আয়াত ! সলমনের ভিডিয়োয় আপ্লুত নেটপাড়া

2016 সালের 29 ফেব্রুয়ারি জিন গুডএনাফের সঙ্গে বিয়ে হয় বীর জারার স্টার প্রীতি জিন্টার ৷ এরপর তাঁরা চলে যান লস অ্যাঞ্জেলেসে ৷ হাবির সঙ্গে তাঁর নানা ভাল মুহূর্তের ছবি পোস্ট করে নিয়মিত নিজেদের আপডেট দিয়ে থাকেন সোলজার গার্ল ৷ তবে আচমকা তাঁদের যমজ সন্তান হওয়ার খবর চমকে দিয়েছে প্রীতির ভক্তদের ৷

আরও পড়ুন: Mimi Chakraborty: ফোনের 7000 ছবি, 500 ভিডিয়ো উধাও ! ক্ষেপে লাল মিমি

1998 সালে মণিরত্নমের দিল সে ফিল্ম দিয়ে বলিউডে অভিষেক ঘটে প্রীতি জিন্টার ৷ দুটি জাতীয় পুরস্কার, সাতটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-সহ বেশকয়েকটি পুরস্কার জিতেছে এই ছবি ৷ এরপর কাল হো না হো, বীর জারা, কভি আলভিদা না কহেনা, কেয়া কহেনা, সংঘর্ষ, দিল চাহতা হ্যায়, ফর্জ-সহ বহু ফিল্মে অভিনয় করেছেন প্রীতি ৷

আরও পড়ুন: Nusrat Jahan: নুসরতের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত, নিখিলের পক্ষেই রায় আদালতের

Last Updated : Nov 18, 2021, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.