কলকাতা, 1 মে : কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গে । একের পর এক সেলিব্রেটিদের কোভিড আক্রান্ত হওয়ার খবর আসা শুরু করেছে । এরই মাঝে খবর ছড়ায় অভিনেত্রী গার্গী রায়চৌধুরী কোভিড পজিটিভ । অভিনেত্রীর সঙ্গে ইটিভি ভারতের প্রতিনিধি যোগাযোগ করলে তিনি জানান, এই খবর সম্পূর্ণ ভুল ৷ তিনি একেবারে সুস্থ রয়েছে ।
এদিন সকাল থেকেই কয়েকটি নিউজ পোর্টালে দেখানো হয় যে গার্গী করোনা আক্রান্ত ৷ এমন কথাও বলা হয় যে তাঁকে ফোন করে পাওয়া যায়নি ৷ ক্ষোভ উগরে দিয়ে গার্গী বলেন, "আমার কাছে কোনও ফোনই আসেনি ৷ সত্যতা যাচাই না করেই এই খবর ছাপিয়ে দেওয়া হয়েছে৷"
এই ধররেন ভুয়ো খবরে কার্যত বিরক্ত অভিনেত্রী । সামনে পরিচালক অরিন্দম শীলের "মহানন্দা"-র শুটিং শুরু হওয়ার কথা ছিল ৷ তবে এই মাস থেকে শুটিংয়ের সম্ভাবনা আর নেই ৷ শুটিং শুরু হলে জুন মাসে শুরু হবে । অভিনেত্রী জানিয়েছেন, তিনি সুস্থই আছেন ৷ স্বাভাবিক ভাবেই রোজকার কাজকর্ম করছেন ৷ তবে প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোচ্ছেন না ৷
আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা বিক্রমজিৎ কানওয়ারপাল