ETV Bharat / sitara

গা ভর্তি মৌমাছি নিয়ে অ্যাঞ্জেলিনার দুঃসাহসিক ফোটোশুট - গা ভর্তি মৌমাছি নিয়ে অ্যাঞ্জেলিনা

ফসলের পরাগসংযোগে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মৌমাছির । কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ইতিমধ্যেই বিশ্বে মৌমাছির প্রায় আটটি প্রজাতি লুপ্তপ্রায় । এই নিয়ে সচেতনতা বাড়াতেই গত 20 মে, ওয়ার্ল্ড বি ডে বা বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষ্যে ন্যাশনাল জিয়োগ্রাফির সঙ্গে এই অভিনব প্রয়াস অভিনেত্রীর ।

গা ভর্তি মৌমাছি নিয়ে অ্যাঞ্জেলিনার দুঃসাহসিক ফোটোশুট
গা ভর্তি মৌমাছি নিয়ে অ্যাঞ্জেলিনার দুঃসাহসিক ফোটোশুট
author img

By

Published : May 22, 2021, 3:27 PM IST

গা ভর্তি মৌমাছি নিয়ে কয়েক মুহূর্ত ক্যামেরায় অপলক দৃষ্টিতে তাকিয়ে অ্যাঞ্জেলিনা ! দেখলেই শিউরে উঠবেন যে কেউ । অল্পবিস্তার মৌমাছির কামড় আমরা অনেকেই খেয়েছি । তাই বলে এতগুলো জ্যান্ত মৌমাছি নিয়ে ফোটোশুট । একসঙ্গে এতগুলো মৌমাছি হুল ফোটালে রয়েছে জীবননাশের সম্ভাবনাও !

এদিকে অভিনেত্রীর মুখে আতঙ্কের লেশ মাত্র নেই । বরং, শান্ত-স্নিগ্ধ অবিচলিত অ্যাঞ্জেলিনাকে দেখে মনে হবে মৌমাছিগুলির সঙ্গে এক নিবিড় বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি ।

কী কারণে এই ফোটোশুট?

না কোনও হঠকারিতা নয়, তবে করোনা আবহে এটি অভিনেত্রীর এক অভিনব প্রয়াস । 1981-র রিচার্ড এভেডনের বিশ্বখ্যাত ছবি দ্য বিকিপারে অনুপ্রাণিত হয়ে তাঁর এই ফোটোশুট । লক্ষ্য একটাই, বিকিপারের আদলে ছবি তুলে ইউনেস্কোর উইমেন ফর বিজ়স-উদ্যোগকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া ।

‘গডমাদার’ অ্যাঞ্জেলিনা

অভিনয়, প্রযোজনার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংগঠনগুলির কাজে দীর্ঘদিন ধরে যুক্ত অভিনেত্রী । ইউএনএইচসিআর বিশেষ দূতের পর এবার গডমাদার হিসেবে ইউনেস্কোর উইমেন ফর বিজ়-এর দায়িত্বে হলিউডের অস্কার জয়ী এই অভিনেত্রী ।

ফসলের পরাগসংযোগে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মৌমাছির । কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ইতিমধ্যেই বিশ্বে মৌমাছির প্রায় আটটি প্রজাতি লুপ্তপ্রায় । এই নিয়ে সচেতনতা বাড়াতেই গত 20 মে, ওয়ার্ল্ড বি ডে বা বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষ্যে ন্যাশনাল জিয়োগ্রাফির সঙ্গে এই অভিনব প্রয়াস অভিনেত্রীর ।

তিন দিন স্নান করেননি অ্যাঞ্জেলিনা !

শুটের আগে তিন দিন স্নান করেননি অ্যাঞ্জেলিনা । কীটতত্ত্ব বিশেষজ্ঞের মতে শ্যাম্পু, সাবানের বা সুগন্ধির গন্ধে বিভ্রান্ত হতে পারে মৌমাছিরা । সমস্যা হতে পারে শুটে । তাই বাতিল সবকিছু । এরপর গোটা গায়ে, মুখে ও চুলে মাখতে হয় একটি বিশেষ রাষায়নিক মিশ্রণ । শুটের জন্য ইতালি থেকে আনানো হয় বিশেষ প্রজাতির মৌমাছি । অভিনেত্রী বাদে, শুটে হাজির সকলকেই পরতে হয় ‘বি স্যুট’ ।

আরও পড়ুন : নেপোটিজ়ম থেকে গায়ের রং, নিন্দা উড়িয়ে স্বতঃস্ফূর্ত সুহানা

অ্যাঞ্জেলিনার অভিজ্ঞতা...

ক্যামেরার সামনে 18 মিনিট দাঁড়ানো যে কী কঠিন ছিল তা হাড়ে হাড়ে টের পান অভিনেত্রী । শুটিংয়ের জন্য বন্ধ করা হয়েছিল নাক ও কানের ছিদ্রগুলি । কোনও মতে মুখ দিয়ে হালকা নিঃশ্বাস নিচ্ছিলেন তিনি । সবরকম সাবধানতা অবলম্বনেও শেষ রক্ষা কিন্তু হয়নি । ফোটোশুটের শুরুতেই অভিনেত্রীর পোশাকের ভিতরে ঢুকে পড়ে একটি মৌমাছি । কখনও হাঁটুতে, কখনও পায়ে, কখনও গোড়ালিতে, 18 মিনিট ধরে অ্যাঞ্জেলিনার পোশাকের ভেতরেই ছিল মৌমাছি । তবে তিনি জাত অভিনেত্রী । বুঝতে দেননি কিছুই । নিজেকে সংযত রাখতে পুরানো ছবির কমেডি দৃশ্যগুলি মনে করেছেন শুধু । তাঁর মুখের উপর ও চোখের খুব কাছে চলে আসে কয়েকটি মৌমাছি । দুটি ক্ষেত্রেই অল্পের জন্য বেঁচে যান অভিনেত্রী । শুটের শেষে অস্কার জয়ীর বক্তব্য, সব কিছুকে ছাপিয়ে গিয়েছে মৌমাছিদের সঙ্গে তাঁর একাত্মবোধের অনুভূতি ।

গা ভর্তি মৌমাছি নিয়ে কয়েক মুহূর্ত ক্যামেরায় অপলক দৃষ্টিতে তাকিয়ে অ্যাঞ্জেলিনা ! দেখলেই শিউরে উঠবেন যে কেউ । অল্পবিস্তার মৌমাছির কামড় আমরা অনেকেই খেয়েছি । তাই বলে এতগুলো জ্যান্ত মৌমাছি নিয়ে ফোটোশুট । একসঙ্গে এতগুলো মৌমাছি হুল ফোটালে রয়েছে জীবননাশের সম্ভাবনাও !

এদিকে অভিনেত্রীর মুখে আতঙ্কের লেশ মাত্র নেই । বরং, শান্ত-স্নিগ্ধ অবিচলিত অ্যাঞ্জেলিনাকে দেখে মনে হবে মৌমাছিগুলির সঙ্গে এক নিবিড় বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি ।

কী কারণে এই ফোটোশুট?

না কোনও হঠকারিতা নয়, তবে করোনা আবহে এটি অভিনেত্রীর এক অভিনব প্রয়াস । 1981-র রিচার্ড এভেডনের বিশ্বখ্যাত ছবি দ্য বিকিপারে অনুপ্রাণিত হয়ে তাঁর এই ফোটোশুট । লক্ষ্য একটাই, বিকিপারের আদলে ছবি তুলে ইউনেস্কোর উইমেন ফর বিজ়স-উদ্যোগকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া ।

‘গডমাদার’ অ্যাঞ্জেলিনা

অভিনয়, প্রযোজনার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংগঠনগুলির কাজে দীর্ঘদিন ধরে যুক্ত অভিনেত্রী । ইউএনএইচসিআর বিশেষ দূতের পর এবার গডমাদার হিসেবে ইউনেস্কোর উইমেন ফর বিজ়-এর দায়িত্বে হলিউডের অস্কার জয়ী এই অভিনেত্রী ।

ফসলের পরাগসংযোগে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মৌমাছির । কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ইতিমধ্যেই বিশ্বে মৌমাছির প্রায় আটটি প্রজাতি লুপ্তপ্রায় । এই নিয়ে সচেতনতা বাড়াতেই গত 20 মে, ওয়ার্ল্ড বি ডে বা বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষ্যে ন্যাশনাল জিয়োগ্রাফির সঙ্গে এই অভিনব প্রয়াস অভিনেত্রীর ।

তিন দিন স্নান করেননি অ্যাঞ্জেলিনা !

শুটের আগে তিন দিন স্নান করেননি অ্যাঞ্জেলিনা । কীটতত্ত্ব বিশেষজ্ঞের মতে শ্যাম্পু, সাবানের বা সুগন্ধির গন্ধে বিভ্রান্ত হতে পারে মৌমাছিরা । সমস্যা হতে পারে শুটে । তাই বাতিল সবকিছু । এরপর গোটা গায়ে, মুখে ও চুলে মাখতে হয় একটি বিশেষ রাষায়নিক মিশ্রণ । শুটের জন্য ইতালি থেকে আনানো হয় বিশেষ প্রজাতির মৌমাছি । অভিনেত্রী বাদে, শুটে হাজির সকলকেই পরতে হয় ‘বি স্যুট’ ।

আরও পড়ুন : নেপোটিজ়ম থেকে গায়ের রং, নিন্দা উড়িয়ে স্বতঃস্ফূর্ত সুহানা

অ্যাঞ্জেলিনার অভিজ্ঞতা...

ক্যামেরার সামনে 18 মিনিট দাঁড়ানো যে কী কঠিন ছিল তা হাড়ে হাড়ে টের পান অভিনেত্রী । শুটিংয়ের জন্য বন্ধ করা হয়েছিল নাক ও কানের ছিদ্রগুলি । কোনও মতে মুখ দিয়ে হালকা নিঃশ্বাস নিচ্ছিলেন তিনি । সবরকম সাবধানতা অবলম্বনেও শেষ রক্ষা কিন্তু হয়নি । ফোটোশুটের শুরুতেই অভিনেত্রীর পোশাকের ভিতরে ঢুকে পড়ে একটি মৌমাছি । কখনও হাঁটুতে, কখনও পায়ে, কখনও গোড়ালিতে, 18 মিনিট ধরে অ্যাঞ্জেলিনার পোশাকের ভেতরেই ছিল মৌমাছি । তবে তিনি জাত অভিনেত্রী । বুঝতে দেননি কিছুই । নিজেকে সংযত রাখতে পুরানো ছবির কমেডি দৃশ্যগুলি মনে করেছেন শুধু । তাঁর মুখের উপর ও চোখের খুব কাছে চলে আসে কয়েকটি মৌমাছি । দুটি ক্ষেত্রেই অল্পের জন্য বেঁচে যান অভিনেত্রী । শুটের শেষে অস্কার জয়ীর বক্তব্য, সব কিছুকে ছাপিয়ে গিয়েছে মৌমাছিদের সঙ্গে তাঁর একাত্মবোধের অনুভূতি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.