নয়াদিল্লি, 31 মে : গত বছর কোভিড 19-এ আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী মালাইকা অরোরা ৷ তবে সেরে ওঠার পরও স্বাভাবিক জীবনে ফিরে আসতে বেশ বেগ পেতে হয়েছে তাঁকে ৷ নিজেই এ কথা জানিয়েছেন ছাইয়াঁ ছাইয়াঁ গার্ল ৷
নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মালাইকা অরোরা ৷ সেখানেই দীর্ঘ বার্তায় লিখেছেন, "5 সেপ্টেম্বর আমি পজিটিভ হয়েছিলাম ৷ খুব খারাপ ছিল সেটা ৷ যাঁরা কোভিড জয়কে সহজ বলে থাকেন, তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা হয় খুব ভালো, নয়তো তাঁরা কোভিডের লড়াই সম্পর্কে অবগত নন ৷ আমার ক্ষেত্রে এই সহজ শব্দটা বলতে পারছি না ৷ এটা আমায় শারীরিক দিক দিয়ে ভেঙে দিয়েছে ৷ 2 পা হাঁটাটাই এখন আমার কাছে বিরাট কঠিন ৷ দাঁড়িয়ে থাকা, বিছানা থেকে ওঠা, আমার জানলার সামনে দাঁড়িয়ে থাকা - এ গুলো যেন আমার কাছে এক একটা লম্বা সফর ছিল ৷"
আরও পড়ুন: শেরনির টিজারে রহস্য বাড়ালেন বিদ্যা বালান
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ফিটনেস ফ্রিক হিসেবে পরিচিত মালাইকা কোভিড থেকে সেরে ওঠার পর এখন আর আগের মতো শরীরচর্চা করতে পারেন না ৷ তাঁর কথায়, "এটা খুবই দুঃখের যে আমার মনের মতো শরীর আমায় সঙ্গ দেয় না ৷ আবার আমার ক্ষমতা ফিরে পাব কি না, তা নিয়ে আমি শঙ্কিত ৷ প্রথম ওয়ার্ক আউটের অভিজ্ঞতা সাংঘাতিক ছিল ৷ কিছুই করতে পারছিলাম না ৷ আমি ভেঙে পড়ি ৷ দ্বিতীয় দিন থেকে নিজেকে বলতে শুরু করি, আমিই নিজের সৃষ্টিকর্তা ৷ পরের দিনগুলিতেও সেটা মাথায় রেখে শরীরচর্চা চালিয়ে যাই ৷" কোভিড জয়ের 8 মাস পর এখন ধীরে ধীরে নিজেকে খুঁজে পাচ্ছেন অভিনেত্রী ৷