ETV Bharat / sitara

জুহুতে 60 কোটি টাকার বাংলো কিনলেন অজয় দেবগণ - বাংলো কিনলেন অজয় দেবগণ

জুহুতে একটি বিলাসবহুল বাংলো কিনলেন অভিনেতা অজয় দেবগণ ৷ তাঁর সেই বাংলোর দাম 60 কোটি টাকা বলে জানা গিয়েছে ৷

Actor Ajay Devgn buys A Rs 60 crore bungalow in juhu
জুহুতে 60 কোটি টাকার বাংলো কিনলেন অজয় দেবগণ
author img

By

Published : Jun 1, 2021, 8:06 PM IST

মুম্বই, 1 জুন : অমিতাভ বচ্চন, অর্জুন কাপুর ও জাহ্নবী কাপুরের পর এ বার মুম্বইয়ে একটি বিলাসবহুল বাংলো কিনলেন বলিউডের অভিনেতা অজয় দেবগণ ৷ ইন্টারনেটে এই খবরই জোরালোভাবে ঘুরছে ৷ সূত্রের খবর, জুহুতে 60 কোটি টাকা দিয়ে একটি বাংলো কিনেছেন তানাজির অভিনেতা ৷

সংবাদমাধ্যমে খবর, এই ঘটনার কথা নিশ্চিত করেছেন অজয়ের মুখপাত্র ৷ তিনি জানিয়েছেন, জুহুতে 590 স্কোয়ার ইয়ার্ডের ম্যানসন কিনেছেন অজয় দেবগণ ৷ যার দাম পড়েছে 60 কোটি টাকা ৷ তাঁর বর্তমান বাংলো শক্তির খুব কাছেই এই নয়া বাংলো ৷ জুহুর এই এলাকাতেই থাকেন অমিতাভ বচ্চন, হৃত্বিক রোশন, ধর্মেন্দ্র ও অক্ষয় কুমারের মতো সেলিব্রিটিরা ৷

আরও পড়ুন : কৌশানীর উদ্যোগে কমিউনিটি কিচেন কৃষ্ণনগরে

সূত্রের মারফত্ জানা গিয়েছে, গত এক বছর ধরেই একটি নয়া সম্পত্তি কেনার খোঁজে ছিলেন অজয় দেবগণ ৷ গত ডিসেম্বরে তিনি এই বাংলো কেনার জন্য চুক্তি করেন ৷ এই বাংলোটি অজয় ও তাঁর মা বীণার নামে নেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, এই সম্পত্তির দাম আনুমানিক 60 থেকে 70 কোটি টাকা ছিল ৷ কিন্তু করোনা অতিমারির কারণে তিনি অনেকটা ডিসকাউন্ট পেয়েছেন এই বাংলোয় ৷

মুম্বই, 1 জুন : অমিতাভ বচ্চন, অর্জুন কাপুর ও জাহ্নবী কাপুরের পর এ বার মুম্বইয়ে একটি বিলাসবহুল বাংলো কিনলেন বলিউডের অভিনেতা অজয় দেবগণ ৷ ইন্টারনেটে এই খবরই জোরালোভাবে ঘুরছে ৷ সূত্রের খবর, জুহুতে 60 কোটি টাকা দিয়ে একটি বাংলো কিনেছেন তানাজির অভিনেতা ৷

সংবাদমাধ্যমে খবর, এই ঘটনার কথা নিশ্চিত করেছেন অজয়ের মুখপাত্র ৷ তিনি জানিয়েছেন, জুহুতে 590 স্কোয়ার ইয়ার্ডের ম্যানসন কিনেছেন অজয় দেবগণ ৷ যার দাম পড়েছে 60 কোটি টাকা ৷ তাঁর বর্তমান বাংলো শক্তির খুব কাছেই এই নয়া বাংলো ৷ জুহুর এই এলাকাতেই থাকেন অমিতাভ বচ্চন, হৃত্বিক রোশন, ধর্মেন্দ্র ও অক্ষয় কুমারের মতো সেলিব্রিটিরা ৷

আরও পড়ুন : কৌশানীর উদ্যোগে কমিউনিটি কিচেন কৃষ্ণনগরে

সূত্রের মারফত্ জানা গিয়েছে, গত এক বছর ধরেই একটি নয়া সম্পত্তি কেনার খোঁজে ছিলেন অজয় দেবগণ ৷ গত ডিসেম্বরে তিনি এই বাংলো কেনার জন্য চুক্তি করেন ৷ এই বাংলোটি অজয় ও তাঁর মা বীণার নামে নেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, এই সম্পত্তির দাম আনুমানিক 60 থেকে 70 কোটি টাকা ছিল ৷ কিন্তু করোনা অতিমারির কারণে তিনি অনেকটা ডিসকাউন্ট পেয়েছেন এই বাংলোয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.