ETV Bharat / sitara

Tikiland: ভবিষ্যতের অদেখা পৃথিবীকে দেখাবে টিকিল্যান্ড, শুরু শ্যুটিং - ঋ সেন

ভবিষ্যতের অদেখা পৃথিবীকে দেখাবে অভিষেক চৌধুরী (Abhishek Chowdhury)-র ওয়েব ফিল্ম টিকিল্যান্ড (Tikiland)৷ শুরু হয়েছে ছবির শ্যুটিং ৷ এই ছবিতে আছেন দেবতনু (Devtanu) ও শুভস্মিতা ৷ এ ছাড়াও থাকছেন ঋ সেন (Rii Sen)৷

Abhishek Chowdhury started shooting of his next web film Tikiland
ভবিষ্যতের অদেখা পৃথিবীকে দেখাবে টিকিল্যান্ড, শুরু শ্যুটিং
author img

By

Published : Aug 25, 2021, 6:03 PM IST

কলকাতা, 25 অগস্ট : যাত্রা শুরু করল অভিষেক চৌধুরী (Abhishek Chowdhury)-র পরবর্তী ওয়েব ফিল্ম 'টিকিল্যান্ড' (Tikiland)৷ এই ফিউচারিস্টিক ফ্যান্টাসি স্যাটায়ারে কামব্যাক করছেন গত বছর মুক্তি পাওয়া মিউজিক ভিডিয়ো 'মনের মানুষ'- এর ভাইরাল জুটি দেবতনু (Devtanu) ও শুভস্মিতা ৷ এ ছাড়াও ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী ঋ সেন (Rii Sen)-কে। সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে ছবিটির মোশন পোস্টার ৷

কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত ও আকাঙ্ক্ষা মংলানি নিবেদিত টিকিল্যান্ডে ভবিষ্যত প্রজন্মের উপর সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি তুলে ধরা হবে ৷ সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তির দাপটে ক্ষতিগ্রস্ত এবং ফোমো নামক এক অদ্ভুত প্রযুক্তিগত ভাইরাসে আক্রান্ত (একাকিত্বের ভয়) সমাজে সপ্তক নামে এক থিয়েটার শিল্পী ও টিকিস্টারদের মধ্যে দ্বন্দ্বের কথা বলবে এই ওয়েব ছবি ।

ওয়েব ফিল্মের মুখ্য অভিনেতা দেবতনু জানালেন, "এই ছবিতে আমার চরিত্রের নাম সপ্তক । এক থিয়েটার শিল্পীর চরিত্রে অভিনয় করছি । আমি আবেগী হয়ে পড়েছি কারণ এই স্ক্রিপ্টের সঙ্গে আমার 2 বছরের লড়াই শেষ হল । আমার উপর বিশ্বাস রাখার জন্য নির্মাতাদের ধন্যবাদ জানাই । আমি এই ওয়েব ছবি নিয়ে খুবই উত্তেজিত এবং আশাবাদী ।"

আরও পড়ুন: Prakash Raj : 11তম বিবাহবার্ষিকীতে কেন আবার বিয়ে করলেন প্রকাশ রাজ ?

এই ছবিতে দেবতনুর বিপরীতে দেখা যাবে শুভস্মিতা মুখোপাধ্যায়কে ৷ তিনি জানালেন, "মনের মানুষ মিউজিক ভিডিয়োর সাফল্যের পরে আবার আমি এবং দেবতনু এক সঙ্গে পর্দায় ফিরছি টিকিল্যান্ড ওয়েব ছবির সঙ্গে । আমরা খুব আনন্দ করে শ্যুটিং করছি । টিকিল্যান্ড অন্য রকমের একটা প্রজেক্ট । এখানে আমার চরিত্রের নাম অদিতি । চরিত্রটা দারুণ উপভোগ করছি । আমি আশাবাদী সবার এই ছবি খুব ভাল লাগবে ।"

আরও পড়ুন: Kuttey : "কুত্তে"র টিজ়ার বিশাল ভরদ্বাজের ইন্সটাগ্রামে, বছর শেষে শুটিং শুরু

পরিচালক অভিষেক চৌধুরীও এই ফিল্ম নিয়ে যথেষ্ট আশাবাদী ৷ তাঁর কথায়, "টিকিল্যান্ড ফিউচারিস্টিক কাহিনি নির্ভর ওয়েব ছবি । সোশ্যাল মিডিয়া এবং তার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি এই ওয়েব ছবির মধ্যে দিয়ে তুলে ধরব আমরা । ছবিতে মুখ্য চরিত্রে রয়েছে দেবতনু, শুভস্মিতা এবং ঋ সেন ৷ এ ছাড়াও আছে অনেক নতুন তরুণ প্রতিভা । ছবির শ্যুটিং শুরু করেছি ।"

আরও পড়ুন : Tom Cruise: আশা ভোঁসলের রেস্তোরাঁয় 2 বার চিকেন টিক্কা মশলা অর্ডার করলেন টম ক্রুজ

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবির প্রযোজক আকাঙ্ক্ষা মংলানি ছবির বিষয়ে বলেছেন, "টিকিল্যান্ড কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের প্রথম বাংলা প্রজেক্ট । আমি খুবই উত্তেজিত যে এই প্রজেক্টের সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত হতে পেরেছি । দেখতে খুব সহজ মনে হলেও এই প্রজেক্টটা খুবই চ্যালেঞ্জিং । আমরা ভবিষ্যতের অদেখা পৃথিবী এই ছবির মধ্যে তুলে ধরতে চলেছি, সে ক্ষেত্রে যথাসাধ্য প্রতিবন্ধকতা পেরিয়ে আসতে হচ্ছে । আমরা একটা খুবই উপযুক্ত প্রোডাকশন টিম নিয়ে কাজ করছি এবং তাদের সঙ্গে যে সমস্ত রকম প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারব, সে বিষয়ে আমরা খুবই আশাবাদী ।"

আরও পড়ুন: Sreelekha Mitra: ডেটের লোভেই দত্তক শশাঙ্কের ? কুকুরের মৃত্যুতে চোখের জলে নিজেকেই দুষলেন শ্রীলেখা

কলকাতা, 25 অগস্ট : যাত্রা শুরু করল অভিষেক চৌধুরী (Abhishek Chowdhury)-র পরবর্তী ওয়েব ফিল্ম 'টিকিল্যান্ড' (Tikiland)৷ এই ফিউচারিস্টিক ফ্যান্টাসি স্যাটায়ারে কামব্যাক করছেন গত বছর মুক্তি পাওয়া মিউজিক ভিডিয়ো 'মনের মানুষ'- এর ভাইরাল জুটি দেবতনু (Devtanu) ও শুভস্মিতা ৷ এ ছাড়াও ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী ঋ সেন (Rii Sen)-কে। সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে ছবিটির মোশন পোস্টার ৷

কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত ও আকাঙ্ক্ষা মংলানি নিবেদিত টিকিল্যান্ডে ভবিষ্যত প্রজন্মের উপর সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি তুলে ধরা হবে ৷ সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তির দাপটে ক্ষতিগ্রস্ত এবং ফোমো নামক এক অদ্ভুত প্রযুক্তিগত ভাইরাসে আক্রান্ত (একাকিত্বের ভয়) সমাজে সপ্তক নামে এক থিয়েটার শিল্পী ও টিকিস্টারদের মধ্যে দ্বন্দ্বের কথা বলবে এই ওয়েব ছবি ।

ওয়েব ফিল্মের মুখ্য অভিনেতা দেবতনু জানালেন, "এই ছবিতে আমার চরিত্রের নাম সপ্তক । এক থিয়েটার শিল্পীর চরিত্রে অভিনয় করছি । আমি আবেগী হয়ে পড়েছি কারণ এই স্ক্রিপ্টের সঙ্গে আমার 2 বছরের লড়াই শেষ হল । আমার উপর বিশ্বাস রাখার জন্য নির্মাতাদের ধন্যবাদ জানাই । আমি এই ওয়েব ছবি নিয়ে খুবই উত্তেজিত এবং আশাবাদী ।"

আরও পড়ুন: Prakash Raj : 11তম বিবাহবার্ষিকীতে কেন আবার বিয়ে করলেন প্রকাশ রাজ ?

এই ছবিতে দেবতনুর বিপরীতে দেখা যাবে শুভস্মিতা মুখোপাধ্যায়কে ৷ তিনি জানালেন, "মনের মানুষ মিউজিক ভিডিয়োর সাফল্যের পরে আবার আমি এবং দেবতনু এক সঙ্গে পর্দায় ফিরছি টিকিল্যান্ড ওয়েব ছবির সঙ্গে । আমরা খুব আনন্দ করে শ্যুটিং করছি । টিকিল্যান্ড অন্য রকমের একটা প্রজেক্ট । এখানে আমার চরিত্রের নাম অদিতি । চরিত্রটা দারুণ উপভোগ করছি । আমি আশাবাদী সবার এই ছবি খুব ভাল লাগবে ।"

আরও পড়ুন: Kuttey : "কুত্তে"র টিজ়ার বিশাল ভরদ্বাজের ইন্সটাগ্রামে, বছর শেষে শুটিং শুরু

পরিচালক অভিষেক চৌধুরীও এই ফিল্ম নিয়ে যথেষ্ট আশাবাদী ৷ তাঁর কথায়, "টিকিল্যান্ড ফিউচারিস্টিক কাহিনি নির্ভর ওয়েব ছবি । সোশ্যাল মিডিয়া এবং তার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি এই ওয়েব ছবির মধ্যে দিয়ে তুলে ধরব আমরা । ছবিতে মুখ্য চরিত্রে রয়েছে দেবতনু, শুভস্মিতা এবং ঋ সেন ৷ এ ছাড়াও আছে অনেক নতুন তরুণ প্রতিভা । ছবির শ্যুটিং শুরু করেছি ।"

আরও পড়ুন : Tom Cruise: আশা ভোঁসলের রেস্তোরাঁয় 2 বার চিকেন টিক্কা মশলা অর্ডার করলেন টম ক্রুজ

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবির প্রযোজক আকাঙ্ক্ষা মংলানি ছবির বিষয়ে বলেছেন, "টিকিল্যান্ড কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের প্রথম বাংলা প্রজেক্ট । আমি খুবই উত্তেজিত যে এই প্রজেক্টের সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত হতে পেরেছি । দেখতে খুব সহজ মনে হলেও এই প্রজেক্টটা খুবই চ্যালেঞ্জিং । আমরা ভবিষ্যতের অদেখা পৃথিবী এই ছবির মধ্যে তুলে ধরতে চলেছি, সে ক্ষেত্রে যথাসাধ্য প্রতিবন্ধকতা পেরিয়ে আসতে হচ্ছে । আমরা একটা খুবই উপযুক্ত প্রোডাকশন টিম নিয়ে কাজ করছি এবং তাদের সঙ্গে যে সমস্ত রকম প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারব, সে বিষয়ে আমরা খুবই আশাবাদী ।"

আরও পড়ুন: Sreelekha Mitra: ডেটের লোভেই দত্তক শশাঙ্কের ? কুকুরের মৃত্যুতে চোখের জলে নিজেকেই দুষলেন শ্রীলেখা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.