কলকাতা, 23 নভেম্বর: অভিনেত্রী-মডেল হিনা কৌসরের উদ্যোগে শহরে জমজমাট ফ্যাশন সন্ধ্যা । হাজির 'আশিকি' খ্যাত বলিউড স্টার রাহুল রায় (Aashiqui actor Rahul Roy in Kolkata)।
রবিবার কলকাতার এক ঝাঁ চকচকে হোটেলে অভিনেত্রী, মডেল তথা সমাজকর্মী হিনা কৌসরের (Hina Kausar) উদ্যোগে অনুষ্ঠিত হল ফ্যাশন শো 'এইচকে মিস্টার, মিস, মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল 2021-সিজন টু' (Mister Miss Mrs India International Fashion Show 2021)। হিনার সংস্থা 'পিঙ্ক রোজেজ এন্টারটেইনমেন্ট' দ্বারা আয়োজিত ফ্যাশন শো-তে প্রধান অতিথির আসনে ছিলেন বলিউডের জনপ্রিয় রোম্যান্টিক অভিনেতা রাহুল রায় (Rahul Roy in kolkata)।
কথায় বলে, ইচ্ছে থাকলে উপায় হয় । আর সেই ইচ্ছা যদি অন্যের স্বপ্নপূরণের জন্য হয়, তাহলে ইচ্ছাশক্তির প্রবণতা আরও বেড়ে যায় । যার আরেক উদাহরণ হিনা কৌসর । প্রতিনিয়ত মানুষকে স্বপ্নের দিশা দেখাচ্ছেন তিনি । হিনা কৌসর, 'মিসেস এশিয়া-2019' প্রতিযোগিতার বিজয়ী । একইসঙ্গে তিনি অভিনেত্রী, মডেল এবং সমাজকর্মী ।
এ দিন ফ্যাশন শো নিয়ে প্রশ্ন করায় বলিউডের অভিনেতা রাহুল রায় (Rahul Roy enjoys Kolkata Fashion Show) জানান, "আপনারা সবাই জানেন, আমি কিছুদিন আগে খুব অসুস্থ ছিলাম । তবে এখনও আমি পুরোপুরি সুস্থ নই । আমার বরাবর এই ধরনের ফ্যাশন শো খুবই ভালো লাগে । তাই আমি এসেছি । সুস্থ হয়ে উঠতে জাঙ্ক ফুড এমনকী ধূমপানও ছেড়ে দিয়েছি । আপনারাও সুস্থ থাকুন ।"
আরও পড়ুন: Ajay Devgn completes 30 years in films: ফিল্ম ইন্ডাস্ট্রিতে 30 বছর, অজয়কে অভিনন্দন অমিতাভ-অক্ষয়ের
এই ফ্যাশন শো-র উদ্যোক্তা হিনা কৌসর জানিয়েছেন, "সব প্রতিযোগীকে শুধুমাত্র গ্রুমিং-এর পর ফিনালেতে হাজির করা হবে । ফিনালেতে রয়েছে তিনটি রাউন্ড । বিজয়ীরা পরবর্তী সময়ে কাজ করার সুযোগ পাবেন বিভিন্ন ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম এবং মিউজিক অ্যালবামে ।"
এ দিন 'মিস' বিভাগের বিজেতা হলেন অদ্রিকা । 'মিসেস' বিভাগের বিজেতা স্বাতী ছাবড়া । 'মিসেস প্ল্যাটিনাম' হলেন সোনালি গঙ্গোপাধ্যায় । 'মিস্টার' বিভাগে বিজেতা রোহিত রাজ হালদার । 'মিস্টার টিন' বিভাগে জিসাল আলি এবং 'মিস টিন' বিভাগে সামরান জেনি । অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ডালিয়া মিত্র তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ করেন সবাইকে ।
একজন শিশু শিল্পী হিসেবে জাতীয় চ্যানেলে আত্মপ্রকাশ করেছিলেন হিনা কৌসর । কিন্তু মায়ের আপত্তি থাকায় অভিনয় জীবন থেকে বিরত থাকতে হয় তাঁকে । পরবর্তী সময়ে এমবিএ পড়ার পর বর্তমানে এইচআর হিসাবে কর্মরত । বরাবরই হিনার অসাধারণ ব্যক্তিত্ব মুগ্ধ করত তাঁর শুভাকাঙ্ক্ষীদের । বলা ভালো, কার্যত তাঁদের উৎসাহেই ফের গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন হিনা । নানা ধরনের ফ্যাশন কনটেস্টে অংশ নেন । এরপর একদিন তিনি জিতে নেন মিসেস এশিয়ার খেতাব । যদিও তাঁর এই চলার পথ খুব একটা মসৃণ ছিল না । প্রতি ক্ষেত্রে সমাজ ও পরিবার বাধা সৃষ্টি করলেও হাল ছাড়েননি হিনা । সফর চলাকালীন তিনি উপলব্ধি করেন পরিবার হোক বা সমাজ কেউই মেয়েদের অন্যরকম কোনও কাজকে সমর্থন করে না । নিজেই জানিয়েছেন এই কথা । আর সেই সত্যি জেনেই যে সব মেয়েরা গ্ল্যামার দুনিয়ায় আসতে চায় অথচ সুযোগের অভাবে পারে না, তাদের জন্য এক নতুন দিশা দেখাচ্ছন হিনা । নিজের সংস্থা পিঙ্ক রোজেজ এন্টারটেইনমেন্ট-এর মাধ্যমে প্রতিভাবানদের সুযোগ করে দিচ্ছেন তিনি ।
আরও পড়ুন: Amitabh Bachchan Emoticon Faces: পাউট করছেন অমিতাভ, ধরা দিলেন ইমোজি লুকে
2020 সালে তিনি শুরু করেন 'মিস্টার, মিস, মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফ্যাশন শো'। সিজন ওয়ানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুণ সুরি, সাব্বির আলি এবং অভিনেতা রাহুল রায় ।