ETV Bharat / sitara

রবিঠাকুরের কোলে রাত পোহাল রূপকথা...

প্রথম গানটি ছিল গায়িকা ইমন চক্রবর্তীর কণ্ঠে 'আনন্দধারা বহিছে ভুবনে'। আর এবার প্রকাশ্যে এল 'অ্যানাদার ফেয়ারি টেল - আর একটা রূপকথা' ছবির দ্বিতীয় গান 'আমার রাত পোহাল'। গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচী। মুক্তি পাওয়া মাত্রই গানটি বেশ সাড়া ফেলেছে শ্রোতাদের দরবারে।

টলিউড
author img

By

Published : Jul 11, 2019, 7:26 PM IST

কলকাতা : 'অ্যানাদার ফেয়ারি টেল - আর একটা রূপকথা' ছবির পরিচালক দেবপ্রতিম দাশগুপ্ত। ছবিটি প্রথমে মুক্তি পাবে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন দেশের কয়েকটি শহরে। ছবিতে অভিনয় করেছেন টেলিজগতের পরিচিত মুখ ঋষি কৌশিক, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, গীতশ্রী রায় এবং মার্কিন দেশের বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী। ছবির রেজিস্ট্রেশন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেই। ফলে ছবিটিকে বিদেশি ছবি হিসেবেই গণ্য করা হবে।


তবে মার্কিন মুলুকের সঙ্গে যতই যোগ থাকুক, রবীন্দ্রনাথ বারবার ফিরে আসছেন এই ছবিতে। তাঁকে ছাড়া বোধহয় কোনও অনুভূতিই পরিপূর্ণতা পায় না। সেটা এদেশেই হোক আর বিদেশে। তাই রবিঠাকুরের কোলেই রাত পোহাতে এল রূপকথা।


দেখে নিন ভিডিয়ো...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : 'অ্যানাদার ফেয়ারি টেল - আর একটা রূপকথা' ছবির পরিচালক দেবপ্রতিম দাশগুপ্ত। ছবিটি প্রথমে মুক্তি পাবে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন দেশের কয়েকটি শহরে। ছবিতে অভিনয় করেছেন টেলিজগতের পরিচিত মুখ ঋষি কৌশিক, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, গীতশ্রী রায় এবং মার্কিন দেশের বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী। ছবির রেজিস্ট্রেশন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেই। ফলে ছবিটিকে বিদেশি ছবি হিসেবেই গণ্য করা হবে।


তবে মার্কিন মুলুকের সঙ্গে যতই যোগ থাকুক, রবীন্দ্রনাথ বারবার ফিরে আসছেন এই ছবিতে। তাঁকে ছাড়া বোধহয় কোনও অনুভূতিই পরিপূর্ণতা পায় না। সেটা এদেশেই হোক আর বিদেশে। তাই রবিঠাকুরের কোলেই রাত পোহাতে এল রূপকথা।


দেখে নিন ভিডিয়ো...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:প্রথম গানটি ছিল গায়িকা ইমন চক্রবর্তীর কণ্ঠে 'আনন্দধারা বহিছে ভুবনে'। প্রকাশ্যে এল 'অ্যানাদার ফেয়ারি টেল - আর একটা রূপকথা' ছবির দ্বিতীয় গান 'আমার রাত পোহাল'। গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচী। প্রকাশ্যে আসা মাত্রই গানটি বেশ ভালো লাগছে শ্রোতাদের।


Body:'অ্যানাদার ফেয়ারি টেল - আর একটা রূপকথা' ছবির পরিচালক দেবপ্রতিম দাশগুপ্ত। এটি প্রথমে মুক্তি পাবে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন দেশের কিছু শহরে। ছবিতে অভিনয় করেছেন টেলিজগতের পরিচিত মুখ ঋষি কৌশিক, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, গীতশ্রী রায় এবং মার্কিন দেশের বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী। ছবির রেজিস্ট্রেশন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেই। ফলে ছবিটিকে বিদেশি ছবি হিসেবেই গণ্য করা হবে।






Conclusion:ছবির গানগুলি একে একে প্রকাশ্যে আসছে। দেখুন ভিডিও :
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.