ETV Bharat / sitara

8/12 trailer releases: বিনয়-বাদল-দীনেশের রাইটার্স অভিযানের দিনেই মুক্তি পেল 8/12-র ট্রেলার - '8/12 ট্রেলার

ঐতিহাসিক 8 ডিসেম্বরেই মুক্তি পেল 8/12 বিনয় বাদল দীনেশ সাগার ট্রেলার (8/12 trailer releases)৷ বিনয় বাদল দীনেশের (binoy badal dinesh) জীবন নিয়ে তৈরি এই ছবির সাফল্যের ব্যাপারে বেশ আশাবাদী ছবির পরিচালক অরুণ রায় ৷

8-slash-12-trailer-releases-tribute-to-the-bravery-of-binoy-badal-dinesh
বিনয় বাদল দীনেশের রাইটার্স অভিযানের দিনেই মুক্তি পেল 8/12-র ট্রেলার
author img

By

Published : Dec 9, 2021, 10:16 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর: কান সিং সোধার (Kan Singh Sodha) প্রযোজনায় আসন্ন বাংলা ছবি (Bengali cinema) '8/12' বিনয় বাদল দীনেশ সাগা'র ট্রেলার (8/12 trailer releases) মুক্তি পেল ঐতিহাসিক 8 ডিসেম্বরেই ।

8 ডিসেম্বর বিবাদী বাগে, বিনয় বাদল দীনেশের প্রতিমূর্তির সামনে হাজির করা হল '8/12'র ট্রেলার (8/12 trailer)। প্রতিমূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় । ছবির ট্রেলার লঞ্চ সেই বিশেষ দিনেই করা হয়, 1930 সালে যে দিন রাইটার্স বিল্ডিং-এ অনুপ্রবেশ করেন বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত এবং দেশকে ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য অত্যাচারী সিম্পসন সাহেবকে উপযুক্ত শাস্তি দেন ।

'8/12' মধ্যে দিয়ে যে সেই ঐতিহাসিক ঘটনাই পরিবেশিত হতে চলেছে দর্শকের সামনে, ছবির ট্রেলারে তা সুস্পষ্ট । ‘এগারো' ও 'হীরালাল’ খ্যাত পরিচালক অরুণ রায়ের ছবিতে বিনয় বসুর ভূমিকায় অভিনয় করেছেন কিঞ্জল নন্দ, বাদল গুপ্ত-র ভূমিকায় অভিনয় করেছেন অর্ণ মুখোপাধ্যায় ও দীনেশ গুপ্তর ভূমিকায় অভিনয় করেছেন রেমো । অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শংকর দেবনাথ, দেবরাজ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, গুলশনারা খাতুন ও আরও অনেকে ।

আরও পড়ুন: Mithai Bengali Serial : মিঠাইয়ের মৌনব্রত ভাঙাতে মরিয়া তোর্সা, জমে উঠেছে ‘মিঠাই’

ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক কান সিং সোধা, পরিচালক অরুণ রায়, কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, রেমো, গুলশনারা খাতুন, অনুষ্কা চক্রবর্তী এবং ছবির সংগীত পরিচালক সৌম্য ঋত-সহ আরও অনেকে ।

মুক্তি পেল 8/12-র ট্রেলার

ট্রেলার মুক্তির বিষয়ে বলতে গিয়ে প্রযোজক কান সিং সোধা জানালেন, "আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি গর্বিত ! আমি গর্বিত এক ভারতীয় হিসেবে যে আমি আজকের এই বিশেষ দিনে এই মঞ্চে দাঁড়িয়ে বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের মত প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে পারছি । 1930 সালের আজকের দিনে রাইটার্স বিল্ডিং-এ ব্রিটিশ পোশাক পরে অনুপ্রবেশ করে অত্যাচারী সিম্পসনকে হত্যা করেছিলেন বিনয়-বদল-দীনেশ (binoy badal dinesh)। এই তিন তরুণ তাঁদের ব্যক্তিগত স্বার্থের কথা ভাবেননি, ভাবেননি নিজেদের খুশির কথা ৷ কেবল দেশকে পরাধীনতা ও অত্যাচার থেকে মুক্ত করতে নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন তাঁরা । এই তিন বীরের বীরগাথা নিয়েই '8/12'। আমি গর্বিত এই ছবির প্রযোজক হিসেবে, এমন তিনজন সংগ্রামী বীরের কাহিনি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি । এই ছবির সঙ্গে অনেক পরিশ্রম, অনেক আত্মত্যাগ জড়িয়ে আছে । আশা করি ছবির ট্রেলার সকলের ভালো লাগবে । আসন্ন বছরের জানুয়ারি মাসেই দর্শক বিনয় বদল দীনেশের বীরত্বের কাহিনী বড় পর্দায় দেখতে পাবেন বলে আশা করছি ।"

আরও পড়ুন: VicKat honeymoon: মধুচন্দ্রিমায় নয়, বিয়ের পরই শুটিং-এ ফিরছেন ভিকি-ক্যাটরিনা

ছবির পরিচালক অরুণ রায় জানালেন, " ভারতবাসীর স্বাধীনতা অনেক রক্তক্ষয়ী সংগ্রামের ফসল । বিনয়-বাদল-দীনেশের আত্মবলিদানের কথা আমরা বর্তমানে অনেকেই প্রায় ভুলে গিয়েছি । 1930 সালে 8 ডিসেম্বর, রাইটার্স বিল্ডিং-এ তাঁদের ঐতিহাসিক অনুপ্রবেশই আমাদের ছবির মধ্যে দিয়ে পরিবেশিত হতে চলেছে । ট্রেলারেও প্রকাশিত তারই ঝলক । আশা করি এই ট্রেলার আপনাদের ভালো লাগবে ।"

বিবাদী বাগে কর্মরত পুলিশ কর্তাদের সামনে লঞ্চ করা হয় এই ট্রেলার ৷ তাঁদের মধ্যেই অন্যতম উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানালেন, '8/12' (বিনয় বাদল দীনেশ সাগা) ছবির এই ট্রেলার আমার মনে এক আশ্চর্য শিহরণ জাগিয়ে দিল । ট্রেলার দেখতে দেখতে আমাদের প্রশিক্ষণের সময়ের কথা মনে পড়ে যাচ্ছিল । 'এগারো' ছবির সময় থেকেই অরুণ রায়ের ছবির ভক্ত আমি । এই ছবির ট্রেলার দেখে আমি নিশ্চিত যে ভারতবাসী এই ছবি দীর্ঘদিন মনে রাখতে চলেছে ।"

আরও পড়ুন: Payel De in Bengali serial: কেন্দ্রীয় চরিত্রে ফিরছেন পায়েল দে

কলকাতা, 9 ডিসেম্বর: কান সিং সোধার (Kan Singh Sodha) প্রযোজনায় আসন্ন বাংলা ছবি (Bengali cinema) '8/12' বিনয় বাদল দীনেশ সাগা'র ট্রেলার (8/12 trailer releases) মুক্তি পেল ঐতিহাসিক 8 ডিসেম্বরেই ।

8 ডিসেম্বর বিবাদী বাগে, বিনয় বাদল দীনেশের প্রতিমূর্তির সামনে হাজির করা হল '8/12'র ট্রেলার (8/12 trailer)। প্রতিমূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় । ছবির ট্রেলার লঞ্চ সেই বিশেষ দিনেই করা হয়, 1930 সালে যে দিন রাইটার্স বিল্ডিং-এ অনুপ্রবেশ করেন বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত এবং দেশকে ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য অত্যাচারী সিম্পসন সাহেবকে উপযুক্ত শাস্তি দেন ।

'8/12' মধ্যে দিয়ে যে সেই ঐতিহাসিক ঘটনাই পরিবেশিত হতে চলেছে দর্শকের সামনে, ছবির ট্রেলারে তা সুস্পষ্ট । ‘এগারো' ও 'হীরালাল’ খ্যাত পরিচালক অরুণ রায়ের ছবিতে বিনয় বসুর ভূমিকায় অভিনয় করেছেন কিঞ্জল নন্দ, বাদল গুপ্ত-র ভূমিকায় অভিনয় করেছেন অর্ণ মুখোপাধ্যায় ও দীনেশ গুপ্তর ভূমিকায় অভিনয় করেছেন রেমো । অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শংকর দেবনাথ, দেবরাজ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, গুলশনারা খাতুন ও আরও অনেকে ।

আরও পড়ুন: Mithai Bengali Serial : মিঠাইয়ের মৌনব্রত ভাঙাতে মরিয়া তোর্সা, জমে উঠেছে ‘মিঠাই’

ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক কান সিং সোধা, পরিচালক অরুণ রায়, কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, রেমো, গুলশনারা খাতুন, অনুষ্কা চক্রবর্তী এবং ছবির সংগীত পরিচালক সৌম্য ঋত-সহ আরও অনেকে ।

মুক্তি পেল 8/12-র ট্রেলার

ট্রেলার মুক্তির বিষয়ে বলতে গিয়ে প্রযোজক কান সিং সোধা জানালেন, "আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি গর্বিত ! আমি গর্বিত এক ভারতীয় হিসেবে যে আমি আজকের এই বিশেষ দিনে এই মঞ্চে দাঁড়িয়ে বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের মত প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে পারছি । 1930 সালের আজকের দিনে রাইটার্স বিল্ডিং-এ ব্রিটিশ পোশাক পরে অনুপ্রবেশ করে অত্যাচারী সিম্পসনকে হত্যা করেছিলেন বিনয়-বদল-দীনেশ (binoy badal dinesh)। এই তিন তরুণ তাঁদের ব্যক্তিগত স্বার্থের কথা ভাবেননি, ভাবেননি নিজেদের খুশির কথা ৷ কেবল দেশকে পরাধীনতা ও অত্যাচার থেকে মুক্ত করতে নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন তাঁরা । এই তিন বীরের বীরগাথা নিয়েই '8/12'। আমি গর্বিত এই ছবির প্রযোজক হিসেবে, এমন তিনজন সংগ্রামী বীরের কাহিনি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি । এই ছবির সঙ্গে অনেক পরিশ্রম, অনেক আত্মত্যাগ জড়িয়ে আছে । আশা করি ছবির ট্রেলার সকলের ভালো লাগবে । আসন্ন বছরের জানুয়ারি মাসেই দর্শক বিনয় বদল দীনেশের বীরত্বের কাহিনী বড় পর্দায় দেখতে পাবেন বলে আশা করছি ।"

আরও পড়ুন: VicKat honeymoon: মধুচন্দ্রিমায় নয়, বিয়ের পরই শুটিং-এ ফিরছেন ভিকি-ক্যাটরিনা

ছবির পরিচালক অরুণ রায় জানালেন, " ভারতবাসীর স্বাধীনতা অনেক রক্তক্ষয়ী সংগ্রামের ফসল । বিনয়-বাদল-দীনেশের আত্মবলিদানের কথা আমরা বর্তমানে অনেকেই প্রায় ভুলে গিয়েছি । 1930 সালে 8 ডিসেম্বর, রাইটার্স বিল্ডিং-এ তাঁদের ঐতিহাসিক অনুপ্রবেশই আমাদের ছবির মধ্যে দিয়ে পরিবেশিত হতে চলেছে । ট্রেলারেও প্রকাশিত তারই ঝলক । আশা করি এই ট্রেলার আপনাদের ভালো লাগবে ।"

বিবাদী বাগে কর্মরত পুলিশ কর্তাদের সামনে লঞ্চ করা হয় এই ট্রেলার ৷ তাঁদের মধ্যেই অন্যতম উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানালেন, '8/12' (বিনয় বাদল দীনেশ সাগা) ছবির এই ট্রেলার আমার মনে এক আশ্চর্য শিহরণ জাগিয়ে দিল । ট্রেলার দেখতে দেখতে আমাদের প্রশিক্ষণের সময়ের কথা মনে পড়ে যাচ্ছিল । 'এগারো' ছবির সময় থেকেই অরুণ রায়ের ছবির ভক্ত আমি । এই ছবির ট্রেলার দেখে আমি নিশ্চিত যে ভারতবাসী এই ছবি দীর্ঘদিন মনে রাখতে চলেছে ।"

আরও পড়ুন: Payel De in Bengali serial: কেন্দ্রীয় চরিত্রে ফিরছেন পায়েল দে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.