ETV Bharat / sitara

67th National Film Awards : দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রজনী, জাতীয় পুরস্কার গ্রহণ কঙ্গনা-মনোজ-ধনুশদের

দাদাসাহেব ফালকে (Dadasaheb Phalke Award) পুরস্কার পেলেন রজনীকান্ত ৷ তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷ এ ছাড়াও জাতীয় পুরস্কার (67th National Film Awards) পেলেন কঙ্গনা রানাওয়াত, মনোজ বাজপেয়ি, ধনুশ-সহ আরও অনেকে ৷

67th National Film Awards: Kangana Ranaut, Dhanush and Manoj Bajpayee receives Award, Rajinikanth receives Dadasaheb Phalke Award
দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রজনী, জাতীয় পুরস্কার গ্রহণ কঙ্গনা-মনোজ-ধনুশদের
author img

By

Published : Oct 25, 2021, 12:57 PM IST

Updated : Oct 25, 2021, 2:21 PM IST

নয়াদিল্লি, 25 অক্টোবর : দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রজনীকান্ত ৷ তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷ এ ছাড়াও জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা রানাওয়াত, মনোজ বাজপেয়ি, ধনুশ-সহ আরও অনেকে ৷

67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতাদের নাম গত মার্চ মাসেই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার ৷ সেই মতো আজ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার ৷ চলচ্চিত্র জগতে দেশের সর্বোচ্চ পুরস্কার গ্রহণ করলেন দক্ষিণি মেগাস্টার রজনীকান্ত ৷ ভারতীয় সিনেমায় অনবদ্য অবদান রাখার জন্য বিজ্ঞান ভবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷ সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আয়োজিত এই অনুষ্ঠানে স্ত্রী লতা ও জামাই ধনুশকে নিয়ে হাজির হন থালাইভা ৷

বিরাট এই সম্মান পাওয়ার পর নিজের দাদা সত্যনারায়ণ রাও, বন্ধু রাজ বাহাদুর, ভক্ত, চিত্রনির্মাতা, সহকর্মী ও তামিলনাড়ুর মানুষদের ধন্যবাদ জানান 70 বছরের অভিনেতা ৷ বলেন, "এই পুরস্কার পেয়ে আমি আপ্লুত এবং এই সম্মানীয় দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাই ৷ এই পুরস্কার আমার গুরু ও মেন্টর কে বালচন্দ্র স্যারকে উৎসর্গ করতে চাই ৷ আমার দাদা সত্যনারায়ণ রাওকে তাঁর মহান মূল্যবোধ আমায় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই, যিনি আমার জীবনে বাবার মতো ৷" রজনীকান্তকে দেশের মহান সন্তান বলে অভিহীত করেন উপরাষ্ট্রপতি ৷

আরও পড়ুন: 67th National Film Awards: জাতীয় পুরস্কার নিয়ে গুমনামী টিমকে কুর্নিশ সৃজিতের

রজনীর জামাই ধনুশও এ দিন জাতীয় পুরস্কার গ্রহণ করেন ৷ অসুরনের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতেছেন তিনি ৷ এই বিভাগে সেরা অভিনেতা হিসেবে ভোঁসলে ফিল্মের জন্য পুরস্কার গ্রহণ করেন মনোজ বাজপেয়িও ৷

এ বারের সেরা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের হাতে পুরস্কার তুলে দেন উপরাষ্ট্রপতি ৷ পাঙ্গা ও মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসিতে দুরন্ত অভিনয়ের জন্য আরও একটা জাতীয় পুরস্কারের পালক জুড়ল কঙ্গনার মুকুটে ৷

দ্য তাশকেন্ট ফাইলসের জন্য পল্লবী জোশি সেরা সহ-অভিনেত্রী ও সুপার ডিলাক্সের জন্য সেরা সহ-অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন বিজয় সেথুপথি ৷

সেরা চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছে মারাক্কার: লায়ন অফ দ্য আরাবিয়ান সি ৷

আরও পড়ুন: National Film Awards: ছিছোরের জাতীয় পুরস্কার সুশান্তকেই উৎসর্গ করলেন পরিচালক

এ বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে উজ্জ্বল উপস্থিতি ছিল বাংলারও ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) অভিনীত ও সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) গুমনামী (Gumnaami) সেরা বাংলা ছবি ও সেরা চিত্রনাট্য দুটি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে ৷

এ ছাড়াও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত জ্যেষ্ঠপুত্রও দুটি বিভাগে জাতীয় পুরস্কার পায় ৷ সেরা স্ক্রিনপ্লে বিভাগে পুরস্কার গিয়েছে পরিচালকের ঝুলিতে ৷ আবার এই ছবির জন্যই সেরা সঙ্গীত পরিচালনায় পুরস্কার পেয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ৷

নয়াদিল্লি, 25 অক্টোবর : দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রজনীকান্ত ৷ তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷ এ ছাড়াও জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা রানাওয়াত, মনোজ বাজপেয়ি, ধনুশ-সহ আরও অনেকে ৷

67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতাদের নাম গত মার্চ মাসেই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার ৷ সেই মতো আজ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার ৷ চলচ্চিত্র জগতে দেশের সর্বোচ্চ পুরস্কার গ্রহণ করলেন দক্ষিণি মেগাস্টার রজনীকান্ত ৷ ভারতীয় সিনেমায় অনবদ্য অবদান রাখার জন্য বিজ্ঞান ভবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷ সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আয়োজিত এই অনুষ্ঠানে স্ত্রী লতা ও জামাই ধনুশকে নিয়ে হাজির হন থালাইভা ৷

বিরাট এই সম্মান পাওয়ার পর নিজের দাদা সত্যনারায়ণ রাও, বন্ধু রাজ বাহাদুর, ভক্ত, চিত্রনির্মাতা, সহকর্মী ও তামিলনাড়ুর মানুষদের ধন্যবাদ জানান 70 বছরের অভিনেতা ৷ বলেন, "এই পুরস্কার পেয়ে আমি আপ্লুত এবং এই সম্মানীয় দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাই ৷ এই পুরস্কার আমার গুরু ও মেন্টর কে বালচন্দ্র স্যারকে উৎসর্গ করতে চাই ৷ আমার দাদা সত্যনারায়ণ রাওকে তাঁর মহান মূল্যবোধ আমায় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই, যিনি আমার জীবনে বাবার মতো ৷" রজনীকান্তকে দেশের মহান সন্তান বলে অভিহীত করেন উপরাষ্ট্রপতি ৷

আরও পড়ুন: 67th National Film Awards: জাতীয় পুরস্কার নিয়ে গুমনামী টিমকে কুর্নিশ সৃজিতের

রজনীর জামাই ধনুশও এ দিন জাতীয় পুরস্কার গ্রহণ করেন ৷ অসুরনের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতেছেন তিনি ৷ এই বিভাগে সেরা অভিনেতা হিসেবে ভোঁসলে ফিল্মের জন্য পুরস্কার গ্রহণ করেন মনোজ বাজপেয়িও ৷

এ বারের সেরা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের হাতে পুরস্কার তুলে দেন উপরাষ্ট্রপতি ৷ পাঙ্গা ও মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসিতে দুরন্ত অভিনয়ের জন্য আরও একটা জাতীয় পুরস্কারের পালক জুড়ল কঙ্গনার মুকুটে ৷

দ্য তাশকেন্ট ফাইলসের জন্য পল্লবী জোশি সেরা সহ-অভিনেত্রী ও সুপার ডিলাক্সের জন্য সেরা সহ-অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন বিজয় সেথুপথি ৷

সেরা চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছে মারাক্কার: লায়ন অফ দ্য আরাবিয়ান সি ৷

আরও পড়ুন: National Film Awards: ছিছোরের জাতীয় পুরস্কার সুশান্তকেই উৎসর্গ করলেন পরিচালক

এ বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে উজ্জ্বল উপস্থিতি ছিল বাংলারও ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) অভিনীত ও সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) গুমনামী (Gumnaami) সেরা বাংলা ছবি ও সেরা চিত্রনাট্য দুটি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে ৷

এ ছাড়াও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত জ্যেষ্ঠপুত্রও দুটি বিভাগে জাতীয় পুরস্কার পায় ৷ সেরা স্ক্রিনপ্লে বিভাগে পুরস্কার গিয়েছে পরিচালকের ঝুলিতে ৷ আবার এই ছবির জন্যই সেরা সঙ্গীত পরিচালনায় পুরস্কার পেয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ৷

Last Updated : Oct 25, 2021, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.