ETV Bharat / sitara

ক্যারিয়ারের শেষ ছবি 'দ্য স্কাই ইজ় পিঙ্ক'-এর প্রিমিয়ারে অনুপস্থিত জ়ায়রা - দ্য় স্কাই ইজ় পিঙ্ক

বলিউডের ক্যারিয়ারে ইতি টেনেছেন জ়ায়রা ওয়াসিম। তবে তাঁর শেষ অভিনীত ছবি 'দ্য স্কাই ইজ় পিঙ্ক'-এর প্রিমিয়ারে তাঁকে দেখা যাবে বলে ভেবেছিলেন অনেকে। এলেন না জ়ায়রা।

Zaira Wasim News
author img

By

Published : Sep 14, 2019, 3:32 PM IST

Updated : Sep 14, 2019, 5:08 PM IST

মুম্বই : কাল টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে সোনালি বসু পরিচালিত ছবি 'দ্য স্কাই ইজ় পিঙ্ক'-এর। সেখানে প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার ও রোহিত সরফ উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন জ়ায়রা। তিনি যে সিনেমা জগৎ থেকে পুরোপুরি ছুটি নিয়েছেন, তা আরও একবার প্রমাণ হয়ে গেল গতকাল।

কয়েকদিন আগে প্রিয়াঙ্কা একটি পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায়। সেখানে তিনি লিখেছিলেন, "13 তারিখ TIFF-এ ছবির প্রিমিয়ারে পুরো টিমের সঙ্গে দেখা করতে আমার তর সইছে না।" এই লেখার সঙ্গে যে ছবিটি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা সেখানে জ্বলজ্বল করছিলেন জ়ায়রা। তাই অনেকেই ভেবেছিলেন যে, তিনিও আসবেন তাঁর ক্যারিয়ারের শেষ ছবির প্রিমিয়ারে।

কিন্তু, কাল প্রিয়াঙ্কা আরও একটি ছবি শেয়ার করেছেন। প্রিমিয়ারের জন্য ছবির টিম উপস্থিত হয়েছে টরোন্টোয়। সেখানে প্রিয়াঙ্কার সঙ্গে পরিচালক সোনালি, ফারহান ও রোহিত রয়েছেন। কিন্তু নজর কাড়ছে জ়ায়রার অনুপস্থিতি।

যদিও 'দ্য স্কাই ইজ় পিঙ্ক'-এর অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন জ়ায়রা, তবুও তাঁর সিদ্ধান্তে তিনি অনড়। 'ইমান'-এর মান রাখতে তিনি সরেছেন বলিউডের চাকচিক্য থেকে।

মুম্বই : কাল টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে সোনালি বসু পরিচালিত ছবি 'দ্য স্কাই ইজ় পিঙ্ক'-এর। সেখানে প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার ও রোহিত সরফ উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন জ়ায়রা। তিনি যে সিনেমা জগৎ থেকে পুরোপুরি ছুটি নিয়েছেন, তা আরও একবার প্রমাণ হয়ে গেল গতকাল।

কয়েকদিন আগে প্রিয়াঙ্কা একটি পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায়। সেখানে তিনি লিখেছিলেন, "13 তারিখ TIFF-এ ছবির প্রিমিয়ারে পুরো টিমের সঙ্গে দেখা করতে আমার তর সইছে না।" এই লেখার সঙ্গে যে ছবিটি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা সেখানে জ্বলজ্বল করছিলেন জ়ায়রা। তাই অনেকেই ভেবেছিলেন যে, তিনিও আসবেন তাঁর ক্যারিয়ারের শেষ ছবির প্রিমিয়ারে।

কিন্তু, কাল প্রিয়াঙ্কা আরও একটি ছবি শেয়ার করেছেন। প্রিমিয়ারের জন্য ছবির টিম উপস্থিত হয়েছে টরোন্টোয়। সেখানে প্রিয়াঙ্কার সঙ্গে পরিচালক সোনালি, ফারহান ও রোহিত রয়েছেন। কিন্তু নজর কাড়ছে জ়ায়রার অনুপস্থিতি।

যদিও 'দ্য স্কাই ইজ় পিঙ্ক'-এর অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন জ়ায়রা, তবুও তাঁর সিদ্ধান্তে তিনি অনড়। 'ইমান'-এর মান রাখতে তিনি সরেছেন বলিউডের চাকচিক্য থেকে।

Intro:Body:

ক্যারিয়ারের শেষ ছবি 'দ্য স্কাই ইজ় পিঙ্ক'-এর প্রিমিয়ারে অনুপস্থিত জ়ায়রা



বলিউডের ক্যারিয়ারে ইতি টেনেছেন জ়ায়রা ওয়াসিম। তবে তাঁর শেষ অভিনীত ছবি 'দ্য় স্কাই ইজ় পিঙ্ক'-এর প্রিমিয়ারে তাঁকে দেখা যাবে বলে ভেবেছিলেন অনেকে। এলেন না জ়ায়রা।



মুম্বই : কাল টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে সোনালি বসু পরিচালিত ছবি 'দ্য স্কাই ইজ় পিঙ্ক'-এর। সেখানে প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার ও রোহিত সরফ উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন জ়ায়রা। তিনি যে সিনেমা জগৎ থেকে পুরোপুরি ছুটি নিয়েছেন, তা আরও একবার প্রমাণ হয়ে গেল গতকাল।



কয়েকদিন আগে প্রিয়াঙ্কা একটি পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায়। সেখানে তিনি লিখেছিলেন, "13 তারিখ TIFF-এ ছবির প্রিমিয়ারে পুরো টিমের সঙ্গে দেখা করতে আমার তর সইছে না।" এই লেখার সঙ্গে যে ছবিটি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা সেখানে জ্বলজ্বল করছিলেন জ়ায়রা। তাই অনেকেই ভেবেছিলেন যে, তিনিও আসবেন তাঁর ক্যারিয়ারের শেষ ছবির প্রিমিয়ারে।



কিন্তু, কাল প্রিয়াঙ্কা আরও একটি ছবি শেয়ার করেছেন। প্রিমিয়ারের জন্য ছবির টিম উপস্থিত হয়েছে টরোন্টোয়। সেখানে প্রিয়াঙ্কার সঙ্গে পরিচালক সোনালি, ফারহান ও রোহিত রয়েছেন। কিন্তু নজর কাড়ছে জ়ায়রার অনুপস্থিতি।



যদিও 'দ্য স্কাই ইজ় পিঙ্ক'-এর অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন জ়ায়রা, তবুও তাঁর সিদ্ধান্তে তিনি অনড়। 'ইমান'-এর মান রাখতে তিনি সরেছেন বলিউডের চাকচিক্য থেকে।


Conclusion:
Last Updated : Sep 14, 2019, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.