ETV Bharat / sitara

"আমি মানুষ মাত্র", সোশাল মিডিয়ায় ফিরে বললেন জ়ায়রা - Zaira wasim latest news

জ়ায়রা ওয়াসিমের টুইটার আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করা নিয়ে প্রশ্ন তুলছিলেন নেটিজেনরা । সংবাদমাধ্যমগুলো ছেয়ে গেছিল এই খবরে । অবশেষে মুখ খুললেন জ়ায়রা ।

জ়ায়রা ওয়াসিমের সোশাল মিডিয়া
জ়ায়রা ওয়াসিমের সোশাল মিডিয়া
author img

By

Published : May 30, 2020, 9:07 PM IST

মুম্বই : পঙ্গপালের আক্রমণ নিয়ে কোরানে লেখা একটি অংশ পোস্ট করেছিলেন জ়ায়রা । পঙ্গপাল ঈশ্বরেরই পাঠানো, দাবি করা ছিল কোরানের সেই অংশে । এমন এক উক্তি শেয়ার করে তুমুল ট্রোলড হন জ়ায়রা । ট্রোলের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গেই তিনি তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বাতিল করে দেন ।

তখন আবার প্রশ্ন উঠতে থাকে জ়ায়রা কেন সোশাল মিডিয়া থেকে দূরে চলে গেলেন ? কেন তিনি প্রশ্নের জবাব না দিয়ে চুপ করে গেলেন ? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী ।

সোশাল মিডিয়ায় ফের ফিরেছেন জ়ায়রা । আর সেখানেই তিনি যাবতীয় এক্সপ্লেনেশন দিয়েছেন । তিনি লিখেছেন, "আমি মানুষ মাত্র । আর সকলের মতো আমারও ব্রেক নেওয়ার স্বাধীনতা রয়েছে, যখন মনের মধ্যে ও আমার চারপাশে অশান্তির মাত্রা ছাড়িয়ে যায়"

দেখে নিন তাঁর পোস্ট..

জ়ায়রা ওয়াসিমের সোশাল মিডিয়া
.

মুম্বই : পঙ্গপালের আক্রমণ নিয়ে কোরানে লেখা একটি অংশ পোস্ট করেছিলেন জ়ায়রা । পঙ্গপাল ঈশ্বরেরই পাঠানো, দাবি করা ছিল কোরানের সেই অংশে । এমন এক উক্তি শেয়ার করে তুমুল ট্রোলড হন জ়ায়রা । ট্রোলের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গেই তিনি তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বাতিল করে দেন ।

তখন আবার প্রশ্ন উঠতে থাকে জ়ায়রা কেন সোশাল মিডিয়া থেকে দূরে চলে গেলেন ? কেন তিনি প্রশ্নের জবাব না দিয়ে চুপ করে গেলেন ? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী ।

সোশাল মিডিয়ায় ফের ফিরেছেন জ়ায়রা । আর সেখানেই তিনি যাবতীয় এক্সপ্লেনেশন দিয়েছেন । তিনি লিখেছেন, "আমি মানুষ মাত্র । আর সকলের মতো আমারও ব্রেক নেওয়ার স্বাধীনতা রয়েছে, যখন মনের মধ্যে ও আমার চারপাশে অশান্তির মাত্রা ছাড়িয়ে যায়"

দেখে নিন তাঁর পোস্ট..

জ়ায়রা ওয়াসিমের সোশাল মিডিয়া
.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.