মুম্বই : মাঝেমধ্যেই হেডলাইন তৈরি করেন জ়ায়রা ওয়াসিম । কখনও অভিনয় করে তাক লাগিয়ে দিয়ে তো কখনও অভিনয় ছেড়ে দিয়ে । লাইমলাইট থেকে দূরে থাকতে চাইলেও জ়ায়রার সোশাল মিডিয়া অ্যাক্টিভিটি চর্চিত হয়েছে অভিনয় ছাড়ার পরও । এবার সেই পথও বন্ধ করলেন তিনি । ডিলিট করলেন টুইটার আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ।
সম্প্রতি জ়ায়ার একটি পোস্ট করেন টুইটারে, যেখানে তিনি পঙ্গপালের আক্রমণ প্রসঙ্গে কোরানের একটি অংশ তুলে দেন । পঙ্গপাল ঈশ্বরেরই পাঠানো বলে দাবি করা হয়েছে সেই পোস্টে ।
আর এরপর থেকেই ট্রোলড হতে শুরু করেন জ়ায়রা । কেউ লেখেন, "আমি জ়ায়রা ওয়াসিমকে পছন্দ করি, তবে এটা খুব খারাপ মানসিকতার পরিচয় ।" তো কেউ লেখেন, "উনি তাহলে বলতে চাইছেন পঙ্গপাল, বন্যা আর কোভিডের জন্য এত মানুষ মরছেন, এটা একটা স্বর্গীয় শাস্তি ?"
দেখে নিন জ়ায়রার পোস্ট..
এই ঘটনার পরেই জ়ায়রা নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করেছেন । ফিল্মি দুনিয়ার মতো করে ভার্চুয়াল দুনিয়াকেও এক লহমায় ত্যাগ করলেন 19 বছরের তরুণী ।