মুম্বই : অজেয় নাগর, যাঁকে আমরা ক্যারি মিনাতি বলেই চিনি, ডেবিউ করতে চলেছেন বলিউডে । অজয় দেবগনের পরবর্তী ছবি 'মে ডে'-তে দেখা যাবে ক্যারি মিনাতিকে । ছবির শুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই ।
শোনা যাচ্ছে এই ইউটিউব স্টারকে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে 'মে ডে' ছবিতে । প্রযোজক কুমার মঙ্গত পাঠকের সঙ্গে বেশ কয়েকমাস ধরেই কথাবার্তা চলছিল তাঁর ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে ঠিক কোন চরিত্রে থাকবেন তিনি সেটা জানা যায়নি । কেউ কেউ আবার বলছেন যে, অজেয় এখানে তাঁর নিজের ভূমিকাতেই অভিনয় করবেন, অর্থাৎ তাঁকে ক্যারি মিনাতি হিসেবেই দেখা যাবে ।
দেবগন অভিনীত এই ছবিতে ক্যারি মিনাতি ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, রকুল প্রীত সিং, অঙ্গীরা ধরের মতো তারকারা । থ্রিলার জ়ঁরের 'মে ডে'-র শুটিং 11 ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে ।
-
We’ve officially began May Day.🎬 releasing April 29th, 2022!@SrBachchan @Rakulpreet @KumarMangat @Meena_Iyer @sandeep_kewlani @hasnain_husaini @Vicky1980 @dharmendraedt pic.twitter.com/mkg0z5drP0
— ADFFilms (@ADFFilms) December 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We’ve officially began May Day.🎬 releasing April 29th, 2022!@SrBachchan @Rakulpreet @KumarMangat @Meena_Iyer @sandeep_kewlani @hasnain_husaini @Vicky1980 @dharmendraedt pic.twitter.com/mkg0z5drP0
— ADFFilms (@ADFFilms) December 11, 2020We’ve officially began May Day.🎬 releasing April 29th, 2022!@SrBachchan @Rakulpreet @KumarMangat @Meena_Iyer @sandeep_kewlani @hasnain_husaini @Vicky1980 @dharmendraedt pic.twitter.com/mkg0z5drP0
— ADFFilms (@ADFFilms) December 11, 2020
'শিবায়' ও 'ইউ মি ঔর হম'-এর পর 'মে ডে' ছবিতেও পরিচালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে । ছবিতে তাঁকে এক পাইলটের চরিত্রে দেখা যাবে এবং ছবির অন্যতম প্রযোজকও তিনি । 2022 সালের 29 এপ্রিল মুক্তি পাবে 'মে ডে' ।