মুম্বই : 2007 সালে আমির খান অভিনীত ও তাঁরই পরিচালিত ছবি 'তারে জ়মিন পর'-এ অভিনয় করতে দেখা গেছিল দর্শিল সাফারিকে ৷ ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত একটা ছোট্টো বাচ্চা ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । তাঁর সেই নিখুঁত অভিনয় জিতে নিয়েছিল সকলের হৃদয় ৷
আর দর্শিলের জন্মদিন ৷ যিনি মাত্র 10 বছর বয়সে 'বেস্ট অ্যাক্টর ক্রিটিক চয়েজ়' ক্যাটেগরিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ আরও অনেক পুরস্কার জিতেছিলেন ৷ কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে, দর্শিল আজ দর্শকদের স্মৃতি থেকে প্রায় মুছেই গেছেন ৷
'তারে জ়মিন পর'-র তিন বছর পর তাঁকে 'বম বম বোলে' ছবিতে দেখা গেলেও বিশেষ হিট করেনি ছবিটি ৷ পরবর্তীকালে 'জ়োকোমন' ও 'মিড নাইট চিলড্রেন'-এর মতো ছবিতেও অভিনয় করেছেন দর্শিল । সেগুলোও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ৷ আর এভাবেই ধীরে ধীরে হারিয়ে যান দর্শিল ৷
এছাড়া, অন্য অনেক সিরিয়াল আর মিউজ়িক ভিডিয়োতে কাজ করলেও সেগুলো বিশেষ সাফল্য পায়নি ৷ সম্প্রতি 'বাটারফ্লাই সিজন-2' এবং কয়েকটা মিউজ়িক ভিডিয়োতে অভিনয় করছেন দর্শিল ৷ তেমন কোনও বড় প্রজেক্টে দেখা যাচ্ছে না তাঁকে ।
এছাড়া, দর্শিল সোশাল মিডিয়াতেও খুব একটা অ্যাক্টিভ নয় ৷ ফলে ভক্তদের সঙ্গে তাঁর একটা দূরত্ব তৈরি হয়ে গেছে ৷
এখন তাঁর একমাত্র ইচ্ছা বলিউডের কোনও বড় ছবিতে কাজ করার ৷ দর্শিলের এই ইচ্ছাপূরণ হোক, জন্মদিনে ইটিভি ভারতের শুভেচ্ছা রইল ।