ETV Bharat / sitara

বাতিল বিমান, সুইৎজ়ারল্যান্ড থেকে দেশে ফিরতে পারছেন না মোনালি - মোনালি ঠাকুর

কোরোনা আতঙ্কের জেরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান । আর সেই কারণেই সুইৎজ়ারল্যান্ড থেকে দেশে ফিরতে পারছেন না মোনালি ঠাকুর । যদিও সেখানে সুস্থ রয়েছেন বলেই জানিয়েছেন তিনি ।

xcv
xcv
author img

By

Published : Mar 20, 2020, 11:55 PM IST

জ়ুরিক : এখন সুইৎজ়ারল্যান্ডে রয়েছেন মোনালি ঠাকুর । বিমান বাতিল হওয়ায় আপাতত দেশে ফিরতে পারছেন না তিনি । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে একথা জানান ।

বছরের অর্ধেক সময়টা সুইৎজ়ারল্যান্ডেই কাটান মোনালি । কারণ তাঁর পরিবারের সদস্যরা থাকেন সেখানেই । আর বাকি সময়টা দেশে কাটান । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে আপাতত কোনও বিমান যাচ্ছে না সেখানে । বাতিল একাধিক বিমান । আর সেই কারণেই এই পরিস্থিতিতে দেশে ফিরতে পারছেন না তিনি । যদিও সেখানে সুস্থ অবস্থায় রয়েছেন বলেও জানিয়েছেন । পাশাপাশি কোরোনার বিরুদ্ধে লড়াই করতে ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে তার প্রশংসা করেন তিনি ।

ভিডিয়োতে ফ্যানদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন মোনালি ঠাকুর । আর সেটা না করলে যে সমস্যাগুলি তৈরি হবে তার কথাও উল্লেখ করেন । পাশাপাশি কোরোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে একাধিক টিপসও দেন তিনি ।

মোনালি বলেন, "এই পরিস্থিতিতে দেশবাসীর জন্য আমার খুব চিন্তা হচ্ছে । সবাই সতর্ক থাকুন । এই ভাইরাস আমাদের সবাইকে অ্যাটাক করতে পারে । যা স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনৈতৈক ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে দিতে সক্ষম । আশাকরি খুব তাড়াতাড়ি পরিস্থিতির উন্নতি হবে ।"

কোরোনা আতঙ্ক এখন থাবা বসিয়েছে বিশ্বের প্রায় সব জায়গাতেই । গোটা বিশ্বে এই রোগে আক্রান্ত একাধিক মানুষ । প্রতি দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংখ্যাটা । স্কুল-কলেজ থেকে শুরু করে বন্ধ একাধিক অফিসও । পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির তারিখও । সাধারণ মানুষকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে দেশের একাধিক স্বাস্থ্য সংস্থার তরফে । এছাড়াও কোরোনা ভাইরাস রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার । যদিও এই পরিস্থিতির মধ্যে এখন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষের সবার মাথায় এখন উঁকি দিচ্ছে একটাই প্রশ্ন । তা হল, কবে এই পরিস্থিতির উন্নতি হবে ? সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব...

জ়ুরিক : এখন সুইৎজ়ারল্যান্ডে রয়েছেন মোনালি ঠাকুর । বিমান বাতিল হওয়ায় আপাতত দেশে ফিরতে পারছেন না তিনি । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে একথা জানান ।

বছরের অর্ধেক সময়টা সুইৎজ়ারল্যান্ডেই কাটান মোনালি । কারণ তাঁর পরিবারের সদস্যরা থাকেন সেখানেই । আর বাকি সময়টা দেশে কাটান । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে আপাতত কোনও বিমান যাচ্ছে না সেখানে । বাতিল একাধিক বিমান । আর সেই কারণেই এই পরিস্থিতিতে দেশে ফিরতে পারছেন না তিনি । যদিও সেখানে সুস্থ অবস্থায় রয়েছেন বলেও জানিয়েছেন । পাশাপাশি কোরোনার বিরুদ্ধে লড়াই করতে ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে তার প্রশংসা করেন তিনি ।

ভিডিয়োতে ফ্যানদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন মোনালি ঠাকুর । আর সেটা না করলে যে সমস্যাগুলি তৈরি হবে তার কথাও উল্লেখ করেন । পাশাপাশি কোরোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে একাধিক টিপসও দেন তিনি ।

মোনালি বলেন, "এই পরিস্থিতিতে দেশবাসীর জন্য আমার খুব চিন্তা হচ্ছে । সবাই সতর্ক থাকুন । এই ভাইরাস আমাদের সবাইকে অ্যাটাক করতে পারে । যা স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনৈতৈক ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে দিতে সক্ষম । আশাকরি খুব তাড়াতাড়ি পরিস্থিতির উন্নতি হবে ।"

কোরোনা আতঙ্ক এখন থাবা বসিয়েছে বিশ্বের প্রায় সব জায়গাতেই । গোটা বিশ্বে এই রোগে আক্রান্ত একাধিক মানুষ । প্রতি দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংখ্যাটা । স্কুল-কলেজ থেকে শুরু করে বন্ধ একাধিক অফিসও । পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির তারিখও । সাধারণ মানুষকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে দেশের একাধিক স্বাস্থ্য সংস্থার তরফে । এছাড়াও কোরোনা ভাইরাস রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার । যদিও এই পরিস্থিতির মধ্যে এখন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষের সবার মাথায় এখন উঁকি দিচ্ছে একটাই প্রশ্ন । তা হল, কবে এই পরিস্থিতির উন্নতি হবে ? সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.