কলকাতা : ইরফানের অনেক ছবির মধ্যে আলাদা করে দাগ কেটে যায় 'পিকু' ছবিটি । ছবির প্রায় অর্ধেক কলাকুশলী বাঙালি । পরিচালক সুজিত সরকার, জিশু সেনগুপ্ত, মৌসুমী চ্যাটার্জি... কে নেই ! কলকাতাতেও 'পিকু'র জন্য শুটিং করেছেন ইরফান । তাই এই ছবিটি বাঙালিদের কাছে একটু বেশি কাছের । সেই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন মৌসুমী । ইরফানের মৃত্যু নিয়ে তিনি কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে ।
মৌসুমী চ্যাটার্জি আমাদের বলেন, "খুব খারাপ একটা খবর, কী আর বলব বলুন । শুধু একজন ভালো অভিনেতা নয়, ইরফান খান একজন ভীষণ, ভীষণ, ভীষণ ভালো মনের মানুষ । ইরফানের মতো মানুষের চলে যাওয়া ভারতীয় ছবির ক্ষতি ।"
কাজের সূত্রে তো বটেই, ইরফান খান ছিলেন মৌসুমীর পারিবারিক বন্ধুও । মৌসুমী বলেন, "আমি ইরফানের স্ত্রী সুতাপকেও ভালো মতো চিনি । 'পিকু'-র শুটিংয়ের আগে আবুধাবিতে খুব ভালো সময় কাটিয়েছিলাম আমরা । সেখানে ফিল্ম ফেস্টিভ্যাল চলছিল । আমি, আমার স্বামী আর ইরফানের পরিবার ছিল সেখানে।"
'পিকু' ছবিতে মৌসুমীর সঙ্গে ব্যাডমিন্টন খেলার দৃশ্য ছিল ইরফানের । বিষয়টি সম্পর্কে তিনি আমাদের বলেন, "সেই সময়টা মনে করছি যখন খুব কষ্ট হচ্ছে । কিন্তু খুব আনন্দ পেয়েছিলাম 'পিকু' ছবিতে ওঁর সঙ্গে অভিনয় করে । খুব ভালো মানুষ । দু'বছরের মতো সময় ধরে ইরফান শারীরিক কষ্ট সহ্য করেছেন । এখন হয়তো শান্তি পেয়েছেন । আমি ইরফানের স্ত্রী সুতপা ও তাঁর পরিবারের জন্য সমবেদনা জানাই।"
'পিকু' হিন্দি ফিল্মের দুনিয়ায় এক ল্যান্ডমার্ক ছবি । ছবির কনটেন্ট হোক বা অভিনয়, সবকিছুতেই নতুনত্ব দেখিয়েছিলেন প্রত্য়েকে । ইরফানকে ছাড়া হয়তো 'রানা চৌধুরি'-র চরিত্রটা সম্ভবই হত না ।