ETV Bharat / sitara

বাংলায় ম্যাশআপ হল বাদশার 'গেন্দাফুল', গাইলেন স্রষ্টা রতন কাহার - badsha in genda phool mash up

এবার বাংলাতে ম্যাশআপ হল বাদশার 'গেন্দাফুল' । আর এই ম্যাশআপের মাধ্যমেই নিজের দেওয়া কথা রাখলেন বাদশা । কারণ ম্যাশআপটিতে গলা মেলালেন 'বড়লোকের বিটি লো' গানটির স্রষ্টা রতন কাহার । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

ratan kahar in genda phool mash up
ratan kahar in genda phool mash up
author img

By

Published : Sep 14, 2020, 9:40 AM IST

কলকাতা : রতন কাহারের তৈরি 'বড়লোকের বিটি লো' গানটি সহযোগে একটি ব়্যাপ সংগীত বানিয়েছিলেন বাদশা, নাম 'গেন্দাফুল' । তবে সেই গানে রতন কাহারকে কোনও ক্রেডিট দেওয়া হয়নি । এই নিয়ে এক বড়সড় বিতর্ক দানা বেঁধেছিল কয়েকমাস আগে । ভুল স্বীকার করে বাদশা কথা দিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি শ্রী কাহারকে দিয়ে গান গাওয়াবেন তিনি । কথা রাখলেন বাদশা । 'গেন্দাফুল'-এর বাংলা ম্যাশআপে গলা মেলালেন রতনবাবু । খবরটি ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করলেন রতন কাহারের পুত্র ।

শোনা যাচ্ছে, দিনকয়েক আগে এই বাংলা ম্যাশআপটির ভিডিয়ো শুটিংও সারা হয়ে গেছে । পরিচিত কণ্ঠে 'বড়লোকের বিটি লো' গেয়েছেন রতন কাহার । প্রোজেক্টটির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছেন তবলা বাদক ও সংগীত পরিচালক বিক্রম ঘোষ ।


লকডাউন চলাকালীন কাহারের সঙ্গে ফোনে কথা বলেন বাদশা । নিজের ভুল স্বীকার করে তিনি কথা দেন যে, খুব তাড়াতাড়ি একটি গানে তিনি কাহারের সঙ্গে হাত মেলাবেন । স্রষ্টা হিসেবে সেই গানের জন্য উপযুক্ত টাকাও দেওয়া হয়েছিল লোকশিল্পীকে ।


এবার প্রশ্ন হচ্ছে, জ্যাকলিনের জায়গায় কোন বাঙালি অভিনেত্রীকে দেখা যাবে এই মিউজিক ভিডিয়োতে ? শোনা যাচ্ছে, তিনি হলেন অভিনেত্রী দেবলীনা কুমার । এমনিতেই তিনি নাচের জন্য জনপ্রিয় । 'গোত্র' ছবিতে 'রঙ্গবতী' গানে দেবলীনার নাচ তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে । একটি বিশ্ববিদ্যালয়ে নাচের শিক্ষিকাও তিনি ।


এখন এই গান কবে দর্শক শুনতে পাবে কিংবা দেখতে পাবে তা সময়ের অপেক্ষা ।

কলকাতা : রতন কাহারের তৈরি 'বড়লোকের বিটি লো' গানটি সহযোগে একটি ব়্যাপ সংগীত বানিয়েছিলেন বাদশা, নাম 'গেন্দাফুল' । তবে সেই গানে রতন কাহারকে কোনও ক্রেডিট দেওয়া হয়নি । এই নিয়ে এক বড়সড় বিতর্ক দানা বেঁধেছিল কয়েকমাস আগে । ভুল স্বীকার করে বাদশা কথা দিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি শ্রী কাহারকে দিয়ে গান গাওয়াবেন তিনি । কথা রাখলেন বাদশা । 'গেন্দাফুল'-এর বাংলা ম্যাশআপে গলা মেলালেন রতনবাবু । খবরটি ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করলেন রতন কাহারের পুত্র ।

শোনা যাচ্ছে, দিনকয়েক আগে এই বাংলা ম্যাশআপটির ভিডিয়ো শুটিংও সারা হয়ে গেছে । পরিচিত কণ্ঠে 'বড়লোকের বিটি লো' গেয়েছেন রতন কাহার । প্রোজেক্টটির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছেন তবলা বাদক ও সংগীত পরিচালক বিক্রম ঘোষ ।


লকডাউন চলাকালীন কাহারের সঙ্গে ফোনে কথা বলেন বাদশা । নিজের ভুল স্বীকার করে তিনি কথা দেন যে, খুব তাড়াতাড়ি একটি গানে তিনি কাহারের সঙ্গে হাত মেলাবেন । স্রষ্টা হিসেবে সেই গানের জন্য উপযুক্ত টাকাও দেওয়া হয়েছিল লোকশিল্পীকে ।


এবার প্রশ্ন হচ্ছে, জ্যাকলিনের জায়গায় কোন বাঙালি অভিনেত্রীকে দেখা যাবে এই মিউজিক ভিডিয়োতে ? শোনা যাচ্ছে, তিনি হলেন অভিনেত্রী দেবলীনা কুমার । এমনিতেই তিনি নাচের জন্য জনপ্রিয় । 'গোত্র' ছবিতে 'রঙ্গবতী' গানে দেবলীনার নাচ তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে । একটি বিশ্ববিদ্যালয়ে নাচের শিক্ষিকাও তিনি ।


এখন এই গান কবে দর্শক শুনতে পাবে কিংবা দেখতে পাবে তা সময়ের অপেক্ষা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.