ETV Bharat / sitara

হল খুললে ফের মুক্তি পাবে প্রধানমন্ত্রীর বায়োপিক

দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়েছিল সিনেমা হল । তবে আনলক 5 শুরু হতেই সিনেমা হলের দরজা খোলার অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে । সেই মতো 15 অক্টোবর থেকে খুলছে সিনেমা হলের দরজা । আর হল খুললেই প্রথমে মুক্তি পাবে 'পিএম নরেন্দ্র মোদি'।

asd
asd
author img

By

Published : Oct 11, 2020, 9:10 AM IST

মুম্বই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকে অভিনয় করেছিলেন বিবেক ওবেরয় । গতবছর 24 মে মুক্তি পেয়েছিল ছবিটি । আরও একবার বড় পরদায় মুক্তি পেতে চলেছে ছবিটি ।

দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়েছিল সিনেমা হল । তবে আনলক 5 শুরু হতেই সিনেমা হলের দরজা খোলার অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে । সেই মতো 15 অক্টোবর থেকে খুলছে সিনেমা হলের দরজা । আর হল খুললেই প্রথমে মুক্তি পাবে 'পিএম নরেন্দ্র মোদি'।

মোদির রাজনৈতিক জীবনের প্রথম দিকের সফর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, তারপর তাঁর প্রধানমন্ত্রী হওয়ার গল্প তুলে ধরা হয়েছে ছবিতে । 2019 সালের 24 মে মুক্তি পেয়েছিল ছবিটি । উমাঙ্গ কুমার পরিচালিত এই ছবিতে বিবেক ওবেরয় ছাড়াও অভিনয় করেছেন বোমান ইরানি, মনোজ যোশী, প্রশান্ত নারায়ণ, জ়ারিনা ওয়াহাব, বরখা বিস্ত সেনগুপ্ত, রাজেন্দ্র গুপ্ত সহ অন্যরা ।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছিলেন সন্দীপ সিং, আনন্দ পণ্ডিত ও সুরেশ ওবেরয় ।

মুম্বই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকে অভিনয় করেছিলেন বিবেক ওবেরয় । গতবছর 24 মে মুক্তি পেয়েছিল ছবিটি । আরও একবার বড় পরদায় মুক্তি পেতে চলেছে ছবিটি ।

দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়েছিল সিনেমা হল । তবে আনলক 5 শুরু হতেই সিনেমা হলের দরজা খোলার অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে । সেই মতো 15 অক্টোবর থেকে খুলছে সিনেমা হলের দরজা । আর হল খুললেই প্রথমে মুক্তি পাবে 'পিএম নরেন্দ্র মোদি'।

মোদির রাজনৈতিক জীবনের প্রথম দিকের সফর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, তারপর তাঁর প্রধানমন্ত্রী হওয়ার গল্প তুলে ধরা হয়েছে ছবিতে । 2019 সালের 24 মে মুক্তি পেয়েছিল ছবিটি । উমাঙ্গ কুমার পরিচালিত এই ছবিতে বিবেক ওবেরয় ছাড়াও অভিনয় করেছেন বোমান ইরানি, মনোজ যোশী, প্রশান্ত নারায়ণ, জ়ারিনা ওয়াহাব, বরখা বিস্ত সেনগুপ্ত, রাজেন্দ্র গুপ্ত সহ অন্যরা ।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছিলেন সন্দীপ সিং, আনন্দ পণ্ডিত ও সুরেশ ওবেরয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.