মুম্বই : মা দুর্গার আর এক নাম ভামিকা । দেবীর নামেই মেয়ের নামকরণ করলেন বিরাট আর অনুষ্কা । ভামিকার প্রথম ছবি এবং তার নাম প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্য়া ।
তবে যে কোনও ব্যাপারেই নানা মুনির নানা মত । 'বিরুষ্কা'র মেয়ের নাম অনেকের যেমন পছন্দ হয়েছে, অনেকেরই আবার হয়নি । দেবী দুর্গার নামে নামকরণ করায় কিছু মানুষ খুশি হলেও, ভ্রু কুঁচকেছেন ধর্মনিরপেক্ষ মানুষরা ।
অনেকের কাছে আবার ভামিকা নামটি শ্রুতিমধুর নয় । যে যার মতো করে মত প্রকাশ করেছেন সোশাল মিডিয়ায় ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে এসবে বিরাট বা অনুষ্কার কিছু এসে যায় বলে মনে হয় না । জীবনের অনেক ক্ষেত্রে এর চেয়ে অনেক বেশি সমালোচনার মুখোমুখি হয়েছেন দু'জনে । সবসময় ভালোটুকু নিয়ে থাকতে চান দম্পতি । ভামিকাকে নিয়ে তাঁদের সুখের জীবন আরও সুখের হয়ে উঠুক ।