ETV Bharat / sitara

জোকার বিদ্যা, নতুন ফিল্মের ইঙ্গিত ? - বিদ্যা বালানের জোকার

জোকার রূপে দেখা গেল বিদ্য়া বালানকে । নতুন ফিল্মের ইঙ্গিত ? প্রশ্ন ফ্যানেদের ।

Vidya balan throwback video
Vidya balan throwback video
author img

By

Published : Apr 12, 2020, 1:48 PM IST

মুম্বই : 'মেরা নাম জোকার' ফিল্মে রাজ কাপুরের সেই বিখ্যাত চরিত্রকে মনে আছে ? ভোলার কোনও উপায় নেই । ভারতীয় সিনেমার সেই আইকনিক চরিত্রকে মনে করলেন বিদ্যা ।

ইনস্টাগ্রামে বিদ্যা শেয়ার করেছেন একটি ভিডিয়ো । সেখানে তিনি জোকারের মেকআপে,হাতে সেই উজ্জ্বল রেড হার্ট নিয়ে, মাথায় টুপি পরে ফোটোশুট করছেন । ফ্যানেদের মনে প্রশ্ন জাগে যে, এভাবে নতুন কোনও ফিল্মের ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী ?

কিন্তু ব্যাপারটা পরিষ্কার হল বিদ্য়ার ক্যাপশন দেখে । বিদ্যা লিখেছেন, "জিনা ইয়াহাঁ, মরনা ইয়াহঁ, ইসকে সিভা জানা কাহাঁ.." ফিল্মফেয়ারের জন্য কোনও থ্রোব্যাক ফোটোশুট শেয়ার করেছেন বিদ্যা, জানালেন নিজেই । রাজ কাপুরের উদ্দেশ্যে এভাবেই শ্রদ্ধা অভিনেত্রীর ।

বিদ্য়া বালানকে শেষ দেখা গেছিল 'মিশন মঙ্গল' ফিল্মে । ছবিটি বক্স অফিসে 200 কোটির উপর ব্যবসা করে । তাঁর পরবর্তী ফিল্ম 'শকুন্তলা দেবী : দ্য হিউম্যান কম্পিউটর' । 8 মে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির । তবে এখন কোরোনার থাবায় সবই অনিশ্চিত ।

মুম্বই : 'মেরা নাম জোকার' ফিল্মে রাজ কাপুরের সেই বিখ্যাত চরিত্রকে মনে আছে ? ভোলার কোনও উপায় নেই । ভারতীয় সিনেমার সেই আইকনিক চরিত্রকে মনে করলেন বিদ্যা ।

ইনস্টাগ্রামে বিদ্যা শেয়ার করেছেন একটি ভিডিয়ো । সেখানে তিনি জোকারের মেকআপে,হাতে সেই উজ্জ্বল রেড হার্ট নিয়ে, মাথায় টুপি পরে ফোটোশুট করছেন । ফ্যানেদের মনে প্রশ্ন জাগে যে, এভাবে নতুন কোনও ফিল্মের ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী ?

কিন্তু ব্যাপারটা পরিষ্কার হল বিদ্য়ার ক্যাপশন দেখে । বিদ্যা লিখেছেন, "জিনা ইয়াহাঁ, মরনা ইয়াহঁ, ইসকে সিভা জানা কাহাঁ.." ফিল্মফেয়ারের জন্য কোনও থ্রোব্যাক ফোটোশুট শেয়ার করেছেন বিদ্যা, জানালেন নিজেই । রাজ কাপুরের উদ্দেশ্যে এভাবেই শ্রদ্ধা অভিনেত্রীর ।

বিদ্য়া বালানকে শেষ দেখা গেছিল 'মিশন মঙ্গল' ফিল্মে । ছবিটি বক্স অফিসে 200 কোটির উপর ব্যবসা করে । তাঁর পরবর্তী ফিল্ম 'শকুন্তলা দেবী : দ্য হিউম্যান কম্পিউটর' । 8 মে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির । তবে এখন কোরোনার থাবায় সবই অনিশ্চিত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.