ETV Bharat / sitara

লকডাউনের পর শুটে ফিরলেন বিদ্যা - বিদ্যা বালানের খবর

লকডাউনের পর শুটিংয়ে ফিরলেন বিদ্যা বালান । ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে ।

Vidya balan resume shoot after lockdown
Vidya balan resume shoot after lockdown
author img

By

Published : Jul 8, 2020, 1:25 PM IST

মুম্বই : লকডাউনের পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে । যাবতীয় নিয়মবিধি মেনে কাজ শুরু করছেন সবাই । অল্প অল্প করে সচল হচ্ছে শুটিং পাড়াও । আর এবার শুটিং ফ্লোরে ফিরলেন বিদ্যা বালান ।

কয়েকদিন আগে শুটিং শুরু করেছেন অক্ষয় কুমার । খুব তাড়াতাড়ি 'রাধে'-র শুটিং শুরু করবেন সলমন খানও । তো নায়িকারাই বা বাদ যাবেন কেন ? শুটিং শুরু করলেন বিদ্যা ।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন বিদ্যা । ড্রেসিংরুমে বসে মেকআপের আগে স্টাইল আর্টিস্টদের সঙ্গে একটি সেলফি তুলেছেন অভিনেত্রী । লিখেছেন, "#backtowork" ।

Vidya balan resume shoot after lockdown
বিদ্যার ইনস্টাস্টোরি..

আর অন্যটি একটি ভিডিয়ো । সেখানে ছবির প্রযোজক শান্তি শ্রীভরমের মেয়ে অগস্ত্যকে দেখা যাচ্ছে । নিজের মজার অ্যাক্টিভিটি দিয়ে ফ্লোরকে বেশ মাতিয়ে রেখেছে খুদে ।

দেখে নিন সেই ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..

মুম্বই : লকডাউনের পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে । যাবতীয় নিয়মবিধি মেনে কাজ শুরু করছেন সবাই । অল্প অল্প করে সচল হচ্ছে শুটিং পাড়াও । আর এবার শুটিং ফ্লোরে ফিরলেন বিদ্যা বালান ।

কয়েকদিন আগে শুটিং শুরু করেছেন অক্ষয় কুমার । খুব তাড়াতাড়ি 'রাধে'-র শুটিং শুরু করবেন সলমন খানও । তো নায়িকারাই বা বাদ যাবেন কেন ? শুটিং শুরু করলেন বিদ্যা ।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন বিদ্যা । ড্রেসিংরুমে বসে মেকআপের আগে স্টাইল আর্টিস্টদের সঙ্গে একটি সেলফি তুলেছেন অভিনেত্রী । লিখেছেন, "#backtowork" ।

Vidya balan resume shoot after lockdown
বিদ্যার ইনস্টাস্টোরি..

আর অন্যটি একটি ভিডিয়ো । সেখানে ছবির প্রযোজক শান্তি শ্রীভরমের মেয়ে অগস্ত্যকে দেখা যাচ্ছে । নিজের মজার অ্যাক্টিভিটি দিয়ে ফ্লোরকে বেশ মাতিয়ে রেখেছে খুদে ।

দেখে নিন সেই ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.