ETV Bharat / sitara

পা পিছলে গেল বিজয়ের, অনন্যাকে দেখভাল করতে বললেন নেটিজ়েনরা - বিজয় দেবেরাকোন্ডা

ভিজে চাতালের উপর দিয়ে হাঁটার সময় টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিলেন বিজয় দেবেরাকোন্ডা । সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন টিমের সদস্যরা । পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়ে বিজয়ের পড়ে যাওয়ার মুহূর্তের সেই ভিডিয়ো । যা ভাইরাল হয় সোশাল মিডিয়ায় । এর জন্য অনন্যাকে বিজয়ের দেখভাল করতে বলেন নেটিজ়েনরা ।

ংম
ংম
author img

By

Published : Mar 6, 2020, 7:48 PM IST

মুম্বই : সম্প্রতি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন অনন্যা পান্ডে । চলছে ছবির শুটিং । তা নিয়ে এখন খুবই ব্যস্ত তাঁরা । এর মাঝেই অনন্যাকে দেবেরাকোন্ডার খেয়াল রাখার কথা বললেন নেটিজ়েনরা ।

অবাক লাগলেও এটাই সত্যি ! বিষয়টা একটু খোলসা করা যাক । আসলে টিমের সদস্যদের সঙ্গে হেঁটে জেটিতে উঠছিলেন বিজয় । তখন হঠাৎই ভেজা চাতালের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁর পা পিছলে যায় । টাল সামলাতে না পেরে তাঁর পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল । সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন পাশে থাকা টিমের সদস্যরা । আকস্মিক এই ঘটনায় কিছুটা চমকে গিয়েছিলেন বিজয় । পরে নিজেকে সামলে ধীরে ধীরে হাঁটা শুরু করেন । পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্তের ভিডিয়ো । সেই ভিডিয়ো এখন ভাইরাল ।

আর ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই একাধিক কমেন্ট আসতে থাকে বিভিন্ন দিক থেকে । কেউ লেখেন, "সাবধান অর্জুন রেড্ডি...প্রীতির কি হবে!!!" কেউ আবার লেখেন, "অনন্যা আপনার কোস্টার পড়ে যাচ্ছেন...কেন আপনি তাঁর খেয়াল রাখছেন না ?" আবার কেউ খোঁজ নিয়েছেন বিজয়ের ।

যাই হোক এ নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি অনন্যা বা বিজয় কেউই । তাঁরা দু'জনেই এখন ব্যস্ত 'ফাইটার'-এর শুটিং নিয়ে । কিছুদিন আগেই মুম্বইয়ের রাস্তায় দেখা যায় অনন্যা ও বিজয়কে । একটি বাইকের উপর বসেছিলেন তাঁরা । চালকের জায়গায় ছিলেন বিজয় । আর তাঁর মুখোমুখি বসে ছিলেন অনন্যা ।

দেখুন ভিডিয়ো

ছবিটি পরিচালনা করছে পুরি জগন্নাথ ও প্রযোজনায় করণ জোহর । বিজয় ও অনন্যা ছাড়াও ছবিতে রয়েছেন রনিত রায়, বিষ্ণু রেড্ডি, আলি, মকারান্দ দেশ পান্ডে ও গেটআপ শ্রীনু । তেলুগু ও হিন্দি দুটি ভাষাতেই মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : সম্প্রতি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন অনন্যা পান্ডে । চলছে ছবির শুটিং । তা নিয়ে এখন খুবই ব্যস্ত তাঁরা । এর মাঝেই অনন্যাকে দেবেরাকোন্ডার খেয়াল রাখার কথা বললেন নেটিজ়েনরা ।

অবাক লাগলেও এটাই সত্যি ! বিষয়টা একটু খোলসা করা যাক । আসলে টিমের সদস্যদের সঙ্গে হেঁটে জেটিতে উঠছিলেন বিজয় । তখন হঠাৎই ভেজা চাতালের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁর পা পিছলে যায় । টাল সামলাতে না পেরে তাঁর পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল । সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন পাশে থাকা টিমের সদস্যরা । আকস্মিক এই ঘটনায় কিছুটা চমকে গিয়েছিলেন বিজয় । পরে নিজেকে সামলে ধীরে ধীরে হাঁটা শুরু করেন । পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্তের ভিডিয়ো । সেই ভিডিয়ো এখন ভাইরাল ।

আর ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই একাধিক কমেন্ট আসতে থাকে বিভিন্ন দিক থেকে । কেউ লেখেন, "সাবধান অর্জুন রেড্ডি...প্রীতির কি হবে!!!" কেউ আবার লেখেন, "অনন্যা আপনার কোস্টার পড়ে যাচ্ছেন...কেন আপনি তাঁর খেয়াল রাখছেন না ?" আবার কেউ খোঁজ নিয়েছেন বিজয়ের ।

যাই হোক এ নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি অনন্যা বা বিজয় কেউই । তাঁরা দু'জনেই এখন ব্যস্ত 'ফাইটার'-এর শুটিং নিয়ে । কিছুদিন আগেই মুম্বইয়ের রাস্তায় দেখা যায় অনন্যা ও বিজয়কে । একটি বাইকের উপর বসেছিলেন তাঁরা । চালকের জায়গায় ছিলেন বিজয় । আর তাঁর মুখোমুখি বসে ছিলেন অনন্যা ।

দেখুন ভিডিয়ো

ছবিটি পরিচালনা করছে পুরি জগন্নাথ ও প্রযোজনায় করণ জোহর । বিজয় ও অনন্যা ছাড়াও ছবিতে রয়েছেন রনিত রায়, বিষ্ণু রেড্ডি, আলি, মকারান্দ দেশ পান্ডে ও গেটআপ শ্রীনু । তেলুগু ও হিন্দি দুটি ভাষাতেই মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.