মুম্বই : 2019 এর 11 জানুয়ারি মুক্তি পেয়েছিল ভিকি কৌশল অভিনীত ছবি 'উরি : দা সার্জিকাল স্ট্রাইক'। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল ছবিটি । আগামীকাল ফের সিনেমা হলে তা মুক্তি পেতে চলেছে ।
2016-র 18 সেপ্টেম্বর উরির ভারতীয় সেনা ছাউনিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা । শহিদ হন 18 জন জওয়ান । এর পালটা হিসেবে 2016-র 28 সেপ্টেম্বর রাতে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা । এই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছিল 'উরি : দা সার্জিকাল স্ট্রাইক' ছবিটি ।
-
This #RepublicDay , let’s keep our Josh high as we salute our brave soldiers. Watch #UriTheSurgicalStrike once again, in cinemas near you. Book now: https://t.co/dSt80Fz2HU @vickykaushal09 @yamigautam @SirPareshRawal @RonnieScrewvala @AdityaDharFilms @soniakanwar22 pic.twitter.com/FGwG9wNpGe
— RSVP Movies (@RSVPMovies) January 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This #RepublicDay , let’s keep our Josh high as we salute our brave soldiers. Watch #UriTheSurgicalStrike once again, in cinemas near you. Book now: https://t.co/dSt80Fz2HU @vickykaushal09 @yamigautam @SirPareshRawal @RonnieScrewvala @AdityaDharFilms @soniakanwar22 pic.twitter.com/FGwG9wNpGe
— RSVP Movies (@RSVPMovies) January 24, 2021This #RepublicDay , let’s keep our Josh high as we salute our brave soldiers. Watch #UriTheSurgicalStrike once again, in cinemas near you. Book now: https://t.co/dSt80Fz2HU @vickykaushal09 @yamigautam @SirPareshRawal @RonnieScrewvala @AdityaDharFilms @soniakanwar22 pic.twitter.com/FGwG9wNpGe
— RSVP Movies (@RSVPMovies) January 24, 2021
ছবিতে মেজর বিবান সিং শেরগিলের চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি । এই চরিত্রের জন্য প্রচুর কসরত করতে হয়েছিল তাঁকে । বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল এই ছবি । সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে আগামীকাল ফের সিনেমা হলে মুক্তি পেতে চলেছে 'উরি : দা সার্জিকাল স্ট্রাইক'।
ছবির নির্মাতাদের তরফে সোশাল মিডিয়ায় একথা ঘোষণা করা হয় । সেখানে লেখা হয়, "সাধারণতন্ত্র দিবসে চলুন আমাদের বীর সেনাদের সম্মান জানাই । আপনার কাছাকাছি সিনেমা হলে ফের একবার #উরিদাসার্জিকালস্ট্রাইক দেখুন ।"
টুইটারে ছবির একটি পোস্টার শেয়ার করেন পরিচালক আদিত্য ধর । দেশের কোন কোন শহরে এই ছবি মুক্তি পাবে তার একটা লিস্ট তুলে ধরা হয়েছে এই পোস্টারে ।