ETV Bharat / sitara

অমিতাভের জুতোয় পা গলাবেন ভিকি ?

author img

By

Published : Dec 15, 2020, 10:24 AM IST

'চুপকে চুপকে'-র রিমেকে অমিতাভ বচ্চনের চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল ? জোর গুঞ্জন বি-টাউনে ।

vicky kaushal in amitabh bachchan role
vicky kaushal in amitabh bachchan role

মুম্বই : উত্তমকুমার অভিনীত 'ছদ্মবেশী' ছবিটি হিন্দিতে তৈরি করেন হৃষিকেশ মুখোপাধ্যায়, নাম দেন 'চুপকে চুপকে' । উত্তমকুমারের চরিত্রে অভিনয় করেন ধর্মেন্দ্র এবং শুভেন্দুর চরিত্রটিতে অভিনয় করেন অমিতাভ বচ্চন । এবার রিমেকের রিমেক হতে চলেছে । অর্থাৎ 'চুপকে চুপকে'-র রিমেক হতে চলেছে ।

সেখানে ধর্মেন্দ্রর চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও । আর অমিতাভের চরিত্রে ? শোনা যাচ্ছে সেই বটানি শিক্ষকের চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল । তবে রাজকুমার বা ভিকি কাউকে নিয়েই নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি এখনও ।

ভূষণ কুমারের সঙ্গে যৌথভাবে ছবিটি তৈরি করছেন প্রযোজক-পরিচালক লাভ রঞ্জন । শোনা যাচ্ছে, অমিতাভের চরিত্রে ভিকিকে দু'জনেরই খুব পছন্দ । ভিকির সাবলীল অভিনয়ের সঙ্গে অমিতাভের এই চরিত্র মানিয়ে যাবে বলে ধারণ তাঁদের । ইতিমধ্যে নাকি ভিকিকে মৌখিক প্রস্তাবও দেওয়া হয়েছে ।

সবকিছু ঠিক থাকলে এই প্রথমবার বলিউডের দুই তাবড় অভিনেতা রাজকুমার আর ভিকিকে স্ক্রিনশেয়ার করতে দেখা যাবে একসঙ্গে । মুখিয়ে দর্শক ।

মুম্বই : উত্তমকুমার অভিনীত 'ছদ্মবেশী' ছবিটি হিন্দিতে তৈরি করেন হৃষিকেশ মুখোপাধ্যায়, নাম দেন 'চুপকে চুপকে' । উত্তমকুমারের চরিত্রে অভিনয় করেন ধর্মেন্দ্র এবং শুভেন্দুর চরিত্রটিতে অভিনয় করেন অমিতাভ বচ্চন । এবার রিমেকের রিমেক হতে চলেছে । অর্থাৎ 'চুপকে চুপকে'-র রিমেক হতে চলেছে ।

সেখানে ধর্মেন্দ্রর চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও । আর অমিতাভের চরিত্রে ? শোনা যাচ্ছে সেই বটানি শিক্ষকের চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল । তবে রাজকুমার বা ভিকি কাউকে নিয়েই নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি এখনও ।

ভূষণ কুমারের সঙ্গে যৌথভাবে ছবিটি তৈরি করছেন প্রযোজক-পরিচালক লাভ রঞ্জন । শোনা যাচ্ছে, অমিতাভের চরিত্রে ভিকিকে দু'জনেরই খুব পছন্দ । ভিকির সাবলীল অভিনয়ের সঙ্গে অমিতাভের এই চরিত্র মানিয়ে যাবে বলে ধারণ তাঁদের । ইতিমধ্যে নাকি ভিকিকে মৌখিক প্রস্তাবও দেওয়া হয়েছে ।

সবকিছু ঠিক থাকলে এই প্রথমবার বলিউডের দুই তাবড় অভিনেতা রাজকুমার আর ভিকিকে স্ক্রিনশেয়ার করতে দেখা যাবে একসঙ্গে । মুখিয়ে দর্শক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.