ETV Bharat / sitara

জিমে ঘাম ঝরাচ্ছেন ভিকি - ভিকি কৌশলের খবর

ভিকি কৌশলের ওয়ার্কআউট করা চেহারা দেখে মুগ্ধ নেটিজেনরা ।

vicky kaushal workout
vicky kaushal workout
author img

By

Published : Dec 22, 2020, 10:34 PM IST

মুম্বই : বলিউডের হার্টথ্রব ভিকি কৌশল । তবে যে রোগা পাতলা, শান্ত স্বভাবের ছেলেটা বলিউডে ডেবিউ করেছিল আজ তাঁর চেহারা অনেকটাই বদলে গেছে । এখন পাহাড়ের মতো শরীর বানিয়েছেন অভিনেতা ।

জিমে অনেকটা সময় কাটছে ভিকির । তাই সেখান থেকেই একটি ছবি শেয়ার করেছেন তিনি । কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার লাইক, কমেন্ট....ভিকি কৌশল বলে কথা ।

মাসল ভরতি শরীর নিয়ে মাথায় টুপি পরে জিমে বসে ভিকি । ইউটিউবর ও অভিনেতা ভুবন বাম কমেন্ট সেকশনে মজা করে লিখেছেন, "শ্বাস ধরে রেখে মাসলটা ফুলিয়েছ তাই না ভাই ? সত্যি বলবে ।"

দেখে নিন ভিকির ভোলবদলের ছবি...

ভিকির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ' । সুজিত সরকারের 'সর্দার উদাম সিং'-এর শুটিং করছেন তিনি আপাতত ।

মুম্বই : বলিউডের হার্টথ্রব ভিকি কৌশল । তবে যে রোগা পাতলা, শান্ত স্বভাবের ছেলেটা বলিউডে ডেবিউ করেছিল আজ তাঁর চেহারা অনেকটাই বদলে গেছে । এখন পাহাড়ের মতো শরীর বানিয়েছেন অভিনেতা ।

জিমে অনেকটা সময় কাটছে ভিকির । তাই সেখান থেকেই একটি ছবি শেয়ার করেছেন তিনি । কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার লাইক, কমেন্ট....ভিকি কৌশল বলে কথা ।

মাসল ভরতি শরীর নিয়ে মাথায় টুপি পরে জিমে বসে ভিকি । ইউটিউবর ও অভিনেতা ভুবন বাম কমেন্ট সেকশনে মজা করে লিখেছেন, "শ্বাস ধরে রেখে মাসলটা ফুলিয়েছ তাই না ভাই ? সত্যি বলবে ।"

দেখে নিন ভিকির ভোলবদলের ছবি...

ভিকির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ' । সুজিত সরকারের 'সর্দার উদাম সিং'-এর শুটিং করছেন তিনি আপাতত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.