ETV Bharat / sitara

কখনও ভূত দেখেছেন ? উত্তরে ভিকি বললেন... - ভিকি কৌশলের খবর

ভূত নিয়ে সিনেমা তো করেছেন, কিন্তু, রিয়েল লাইফে ভূত দেখেছেন ? এক ফ্যানের এই প্রশ্নে জবাব দিলেন ভিকি কৌশল । যিনি সম্প্রতি 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ'-এ অভিনয় করেছেন ।

vicky kaushal in bhoot part one
vicky kaushal in bhoot part one
author img

By

Published : Apr 22, 2020, 4:44 PM IST

মুম্বই : ইনস্টাগ্রামে ফ্য়ানেদের সঙ্গে একটি লাইভ সেশন করছিলেন ভিকি । ফ্যানেরা সরাসরি তাঁকে প্রশ্ন করছিল । খোলা মনে জবাব দিচ্ছিলেন অভিনেতা । এরই মধ্যে এক ফ্যান প্রশ্ন করে বসেন, "রিয়েল লাইফে ভূত দেখেছেন ?"

উত্তরে ভিকি বলেন, "আমার দু'বার স্লিপ প্যারালিসিস হয়েছিল, সেটা ভীষণ ভয়ের ব্য়াপার ।"

স্লিপ প্য়ারালিসিস হল ঘুম আর স্বপ্নের মাঝামাঝি অবস্থা । ঘুম ভাঙার পরও স্বপ্নের একটা রেশ থেকে যায় । ফলে সেই সময়টা যেন হাত-পা নড়ে না, কথা বলা যায় না, শরীর যেন অবশ হয়ে থাকে । ভিকি সেই অবস্থার কথাই বলতে চেয়েছেন । তবে ভূত যে দেখেছেন, সেই কথা কিন্তু বলেননি ।

নিজে হরর ফিল্মে অভিনয় করলেও ভূতের ছবি দেখতে খুব ভয় পান ভিকি, কথা প্রসঙ্গে এটাও জানিয়েছেন নিজেই ।

সম্প্রতি তাঁর 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ' মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে । সেই নিয়েও বেশ উচ্ছ্বসিত অভিনেতা ।

মুম্বই : ইনস্টাগ্রামে ফ্য়ানেদের সঙ্গে একটি লাইভ সেশন করছিলেন ভিকি । ফ্যানেরা সরাসরি তাঁকে প্রশ্ন করছিল । খোলা মনে জবাব দিচ্ছিলেন অভিনেতা । এরই মধ্যে এক ফ্যান প্রশ্ন করে বসেন, "রিয়েল লাইফে ভূত দেখেছেন ?"

উত্তরে ভিকি বলেন, "আমার দু'বার স্লিপ প্যারালিসিস হয়েছিল, সেটা ভীষণ ভয়ের ব্য়াপার ।"

স্লিপ প্য়ারালিসিস হল ঘুম আর স্বপ্নের মাঝামাঝি অবস্থা । ঘুম ভাঙার পরও স্বপ্নের একটা রেশ থেকে যায় । ফলে সেই সময়টা যেন হাত-পা নড়ে না, কথা বলা যায় না, শরীর যেন অবশ হয়ে থাকে । ভিকি সেই অবস্থার কথাই বলতে চেয়েছেন । তবে ভূত যে দেখেছেন, সেই কথা কিন্তু বলেননি ।

নিজে হরর ফিল্মে অভিনয় করলেও ভূতের ছবি দেখতে খুব ভয় পান ভিকি, কথা প্রসঙ্গে এটাও জানিয়েছেন নিজেই ।

সম্প্রতি তাঁর 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ' মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে । সেই নিয়েও বেশ উচ্ছ্বসিত অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.