ETV Bharat / sitara

ভূত আর জলে আমার ভীষণ ভয় : ভিকি - ভিকি কৌশলের খবর

কলকাতায় এসে এমনটাই বললেন ভিকি কৌশল । তাঁর পরবর্তী ফিল্ম 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ'-এ জল আর ভূত দু'টোই রয়েছে । তবু ভিকি সেই স্ক্রিপ্টকে বেছেছেন একটা চ্যালেঞ্জ হিসেবে ।

Vicky Kaushal scared of ghost and water
Vicky Kaushal scared of ghost and water
author img

By

Published : Feb 18, 2020, 8:41 PM IST

মুম্বই : তারকারা সাধারণত নিজেদের দুর্বলতাগুলোকে প্রকাশ্যে আনতে চান না । তবে ভিকি একেবারে অন্যরকম । তিনি জনসমক্ষেই জানালেন যে ভূত আর জলে ভীষণ ভয় তাঁর ।

দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে ছবির প্রোমোশন করতে এসে ভিকি বলছিলেন 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ'-এর স্ক্রিপ্টকে বাছার কারণ । স্ক্রিপ্ট পড়ে একেবারে চুপ করে গেছিলেন তিনি । তাঁর মনে হয়েছিল যে, বহুদিন পর এক আদ্যোপান্ত হরর ফিল্ম হতে চলেছে হিন্দি সিনেমায় । যেখানে কোনও কমেডি নেই, রোম্যান্স নেই । শুধু ভয় আছে ।

ভিকি বললেন, "স্ক্রিপ্টটা আমার এত ভালো লাগে যে, আমি নির্মাতাদের কাছে গিয়ে বলি যে ছবিটা করতে চাই । ভূতে আমার ভীষণ ভয়, জলে আমার ভীষণ ভয় । আর এই ছবিতে দু'টোই আছে । কিন্তু, স্ক্রিপ্টটা ভালো লাগায় আমি ছবিটা নিলাম ।"

দেখে নিন ভিডিয়ো..

ভানু প্রতাপ সিংয়ের পরিচালনায় আসছে 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ' । প্রযোজনায় করণ জোহর ও শশাঙ্ক খৈতান । ছবিটি মুক্তি পাবে 21 ফেব্রুয়ারি, যেদিন মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা অভিনীত 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ।

মুম্বই : তারকারা সাধারণত নিজেদের দুর্বলতাগুলোকে প্রকাশ্যে আনতে চান না । তবে ভিকি একেবারে অন্যরকম । তিনি জনসমক্ষেই জানালেন যে ভূত আর জলে ভীষণ ভয় তাঁর ।

দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে ছবির প্রোমোশন করতে এসে ভিকি বলছিলেন 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ'-এর স্ক্রিপ্টকে বাছার কারণ । স্ক্রিপ্ট পড়ে একেবারে চুপ করে গেছিলেন তিনি । তাঁর মনে হয়েছিল যে, বহুদিন পর এক আদ্যোপান্ত হরর ফিল্ম হতে চলেছে হিন্দি সিনেমায় । যেখানে কোনও কমেডি নেই, রোম্যান্স নেই । শুধু ভয় আছে ।

ভিকি বললেন, "স্ক্রিপ্টটা আমার এত ভালো লাগে যে, আমি নির্মাতাদের কাছে গিয়ে বলি যে ছবিটা করতে চাই । ভূতে আমার ভীষণ ভয়, জলে আমার ভীষণ ভয় । আর এই ছবিতে দু'টোই আছে । কিন্তু, স্ক্রিপ্টটা ভালো লাগায় আমি ছবিটা নিলাম ।"

দেখে নিন ভিডিয়ো..

ভানু প্রতাপ সিংয়ের পরিচালনায় আসছে 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ' । প্রযোজনায় করণ জোহর ও শশাঙ্ক খৈতান । ছবিটি মুক্তি পাবে 21 ফেব্রুয়ারি, যেদিন মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা অভিনীত 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.