মুম্বই : ঘরবন্দী । কিন্তু কোরোনা নিয়ে নিরন্তর ফ্যানেদের সচেতন করে চলেছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার । সোশাল মিডিয়ায় করেছেন একের পর এক পোস্ট । আর এবার লিখে ফেললেন কবিতাও।
টুইটারে চার লাইনের কবিতা পোস্ট করেছেন তিনি । সঙ্গে ফলোয়ারদের ঘরে থাকতে আবেদন জানিয়েছেন । কোরোনা সংক্রমণ ঠেকাতেই এই আবেদন করেছেন তিনি ।
-
I urge you to #StayHomeSaveLives during this #COVID19pandemic
— Dilip Kumar (@TheDilipKumar) April 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Dawa bhi, dua bhi
Auron se faslaa bhi
Ghareeb ki khidmat
Kamzor ki seva bhi
दवा भी दुआ भी
औरों से फासला भी
ग़रीब कि खिदमत
कमज़ोर कि सेवा भी
">I urge you to #StayHomeSaveLives during this #COVID19pandemic
— Dilip Kumar (@TheDilipKumar) April 1, 2020
Dawa bhi, dua bhi
Auron se faslaa bhi
Ghareeb ki khidmat
Kamzor ki seva bhi
दवा भी दुआ भी
औरों से फासला भी
ग़रीब कि खिदमत
कमज़ोर कि सेवा भीI urge you to #StayHomeSaveLives during this #COVID19pandemic
— Dilip Kumar (@TheDilipKumar) April 1, 2020
Dawa bhi, dua bhi
Auron se faslaa bhi
Ghareeb ki khidmat
Kamzor ki seva bhi
दवा भी दुआ भी
औरों से फासला भी
ग़रीब कि खिदमत
कमज़ोर कि सेवा भी
এই আবেদনের সঙ্গে "বাড়িতে থাকুন, জীবন বাঁচান" এই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তিনি ।
এর আগে টুইট করে ফ্যানেদের বার বার সতর্ক করেছেন এই বর্ষীয়ান অভিনেতা । লিখেছিলেন, "আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি নিজেকে এবং অন্যকে বাঁচাতে যতটা সম্ভব ঘরেই থাকুন । কোরোনার সংক্রমণ সমস্ত সীমা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে । স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে চলুন । নিজেদের এবং অন্যদের বাঁচান । "
কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দিলীপ কুমার । আর তারপর থেকে ঘরেই বন্দী রয়েছেন । যদিও সেই সময়টা অন্যকে সচেতন করার কাজে লাগাচ্ছেন তিনি ।
শুধু তিনিই নন, লকডাউনের জেরে সমস্ত শুটিং বন্ধ হয়ে যাওয়ায় বলিউডের অন্য অভিনেতারাও ঘরেই কাটাচ্ছেন । আর তাঁদের মতো অনেকেই দিলীপ কুমারের মতো কোরোনা নিয়ে অন্যদের সচেতন করে চলেছেন । সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন একের পর এক ছবি, ভিডিয়ো ।