ETV Bharat / sitara

১৮ ঘণ্টা শুটিং, অজ্ঞান হয়ে গেলেন বরুণ

বেশ কিছুদিন ধরেই সর্দি-কাশি জ্বরে ভুগছিলেন বরুণ ধাওয়ান। তারপর শুটিংয়ের ধকল। সামলাতে পারলেন না অভিনেতা। শুটিং ফ্লোরেই অজ্ঞান হয়ে গেলেন।

বরুণ ধাওয়ান
author img

By

Published : Jul 27, 2019, 12:35 PM IST

মুম্বই : 'কলঙ্ক'-এর পর এবার 'স্ট্রিট ডান্সার 3D' -তে অভিনয় করছেন বরুণ ধাওয়ান, বিপরীতে শ্রদ্ধা কাপুর। ছবিটিতে ডান্স প্রেজ়েন্টেশনগুলোকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে। চলছে নিরন্তর প্র্যাক্টিস, নিরলস পরিশ্রম। টানা ১৮ ঘণ্টা শুটিং করে তাই শুটিং ফ্লোরেই অজ্ঞান হয়ে গেলেন বরুণ। সেই সময় তিনি একটি ডান্স নাম্বারেরই শুটিং করছিলেন।

বরুণ ধাওয়ান
ছবির পোস্টারে বরুণ

শুটিং টিম ঘনিষ্ঠ এক ব্যক্তি একটি সর্বভারতীয় সংবাদমাধ্য়কে বলেন, "ঘটনাটি ঘটার পর রেমো স্যার (রেমো ডিসুজ়া, ছবির পরিচালক) তৎক্ষণাৎ ডাক্তারকে খবর দেন। ডাক্তার এসে বরুণকে চেকআপ করে বলেন যে, ওঁর ব্লাড প্রেশার কমে গিয়েছে এবং ওঁকে কয়েকদিনের বেডরেস্টে থাকতে বলেছেন। রেমো স্যার তাই দু'দিনের জন্য শুটিং বন্ধ করে দিয়েছেন।"

আগের দিন দুপুর ১ টা থেকে শুরু করে পরের দিন সকাল ৭ টা অবধি টানা শুটিং ফ্লোরে ছিলেন বরুণ। এই অতিরিক্ত পরিশ্রম নিতে পারেনি শরীর। তবে এটা প্রথমবার নয়। বরুণ মাঝে মাঝেই ওভারটাইম করেন কাজের প্রয়োজনে।

কয়েকদিন আগে এই একই ছবির শুটিং করতে গিয়ে পায়ে চোট পান শ্রদ্ধা কাপুর। এসব দেখে একথা বলতেই হয় যে, বরুণ-শ্রদ্ধা ও ছবির অন্যান্য় সদস্যরা কালঘাম ছুটিয়ে শুটিং করছেন 'স্ট্রিট ডান্সার 3D'-কে সফল করতে।

মুম্বই : 'কলঙ্ক'-এর পর এবার 'স্ট্রিট ডান্সার 3D' -তে অভিনয় করছেন বরুণ ধাওয়ান, বিপরীতে শ্রদ্ধা কাপুর। ছবিটিতে ডান্স প্রেজ়েন্টেশনগুলোকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে। চলছে নিরন্তর প্র্যাক্টিস, নিরলস পরিশ্রম। টানা ১৮ ঘণ্টা শুটিং করে তাই শুটিং ফ্লোরেই অজ্ঞান হয়ে গেলেন বরুণ। সেই সময় তিনি একটি ডান্স নাম্বারেরই শুটিং করছিলেন।

বরুণ ধাওয়ান
ছবির পোস্টারে বরুণ

শুটিং টিম ঘনিষ্ঠ এক ব্যক্তি একটি সর্বভারতীয় সংবাদমাধ্য়কে বলেন, "ঘটনাটি ঘটার পর রেমো স্যার (রেমো ডিসুজ়া, ছবির পরিচালক) তৎক্ষণাৎ ডাক্তারকে খবর দেন। ডাক্তার এসে বরুণকে চেকআপ করে বলেন যে, ওঁর ব্লাড প্রেশার কমে গিয়েছে এবং ওঁকে কয়েকদিনের বেডরেস্টে থাকতে বলেছেন। রেমো স্যার তাই দু'দিনের জন্য শুটিং বন্ধ করে দিয়েছেন।"

আগের দিন দুপুর ১ টা থেকে শুরু করে পরের দিন সকাল ৭ টা অবধি টানা শুটিং ফ্লোরে ছিলেন বরুণ। এই অতিরিক্ত পরিশ্রম নিতে পারেনি শরীর। তবে এটা প্রথমবার নয়। বরুণ মাঝে মাঝেই ওভারটাইম করেন কাজের প্রয়োজনে।

কয়েকদিন আগে এই একই ছবির শুটিং করতে গিয়ে পায়ে চোট পান শ্রদ্ধা কাপুর। এসব দেখে একথা বলতেই হয় যে, বরুণ-শ্রদ্ধা ও ছবির অন্যান্য় সদস্যরা কালঘাম ছুটিয়ে শুটিং করছেন 'স্ট্রিট ডান্সার 3D'-কে সফল করতে।

Intro:Body:

১৮ ঘণ্টা শুটিং, অজ্ঞান হয়ে গেলেন বরুণ



বেশ কিছুদিন ধরেই সর্দি-কাশি জ্বরে ভুগছিলেন বরুণ ধাওয়ান। তারপর শুটিংয়ের ধকল। সামলাতে পারলেন না অভিনেতা। শুটিং ফ্লোরেই অজ্ঞান হয়ে গেলেন।



মুম্বই : 'কলঙ্ক'-এর পর এবার 'স্ট্রিট ডান্সার 3D' -তে অভিনয় করছেন বরুণ ধাওয়ান, বিপরীতে শ্রদ্ধা কাপুর। ছবিটিতে ডান্স প্রেজ়েন্টেশনগুলোকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে। চলছে নিরন্তর প্র্যাক্টিস, নিরলস পরিশ্রম। টানা ১৮ ঘণ্টা শুটিং করে তাই শুটিং ফ্লোরেই অজ্ঞান হয়ে গেলেন বরুণ। সেই সময় তিনি একটি ডান্স নাম্বারেরই শুটিং করছিলেন।



শুটিং টিম ঘনিষ্ঠ এক ব্যক্তি একটি সর্বভারতীয় সংবাদমাধ্য়কে বলেন, "ঘটনাটি ঘটার পর রেমো স্যার (রেমো ডিসুজ়া, ছবির পরিচালক) তৎক্ষণাৎ ডাক্তারকে খবর দেন। ডাক্তার এসে বরুণকে চেকআপ করে বলেন যে, ওঁর ব্লাড প্রেশার কমে গিয়েছে এবং ওঁকে কয়েকদিনের বেডরেস্টে থাকতে বলেছেন। রেমো স্যার তাই দু'দিনের জন্য শুটিং বন্ধ করে দিয়েছেন।"



আগের দিন দুপুর ১ টা থেকে শুরু করে পরের দিন সকাল ৭ টা অবধি টানা শুটিং ফ্লোরে ছিলেন বরুণ। এই অতিরিক্ত পরিশ্রম নিতে পারেনি শরীর। তবে এটা প্রথমবার নয়। বরুণ মাঝে মাঝেই ওভারটাইম করেন কাজের প্রয়োজনে।



কয়েকদিন আগে এই একই ছবির শুটিং করতে গিয়ে পায়ে চোট পান শ্রদ্ধা কাপুর। এসব দেখে একথা বলতেই হয় যে, বরুণ-শ্রদ্ধা ও ছবির অন্যান্য় সদস্যরা কালঘাম ছুটিয়ে শুটিং করছেন 'স্ট্রিট ডান্সার 3D'-কে সফল করতে।






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.