ETV Bharat / sitara

"কণিকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকত", সমর্থনে উর্বশী - Urvashi Rautela on Kanika Kapoor

কণিকা কাপুরের স্বাস্থ্য সচেতনতা নিয়ে মুখ খুললেন তাঁর বন্ধু উর্বশী রটেলা । মিডিয়ার সমস্ত রিপোর্ট যে তিনি বিশ্বাস করতে পারছেন না, এমন ইঙ্গিতও দিলেন অভিনেত্রী ।

Kanika Kapoor and Urvashi Rautela friendship
Kanika Kapoor and Urvashi Rautela friendship
author img

By

Published : Apr 2, 2020, 7:08 PM IST

মুম্বই : লন্ডন থেকে ফিরে কণিকা কাপুর আইসোলেশনে না থেকে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন শহরে, দেখা করেছেন অসংখ্য মানুষের সঙ্গে, পার্টি করেছেন পাঁচতারা হোটেলে । তাঁর দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে সমালোচনার অন্ত নেই দেশজুড়ে । তবে একটু অন্য় সুরে কথা বললেন কণিকার সহকর্মী ও বন্ধু উর্বশী রটেলা । জানালেন, কণিকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকত ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে উর্বশী বলেন, "কণিকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকত, হাইজিন বজায় রাখত । তবে এই ভাইরাসকে আটকাতে সবাইকে আরও অনেক বেশি সচেতন হতে হবে ।"

Kanika Kapoor and Urvashi Rautela friendship
উর্বশী..

মিডিয়া রিপোর্টের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন উর্বশী । তিনি বলেন, "আমি জানি না, এই সমস্ত মিডিয়া রিপোর্টগুলোকে কতটা বিশ্বাস করা যায় । যারা এই রোগে আক্রান্ত হচ্ছেন, তারা যেন তাড়তাড়ি সুস্থ হয়ে ওঠেন, এই আশা করছি ।"

পঞ্চমবার টেস্ট করার পরও কণিকার রিপোর্ট পজ়িটিভ এসেছে । সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন তিনি । রিপোর্ট পজ়িটিভ এলেও, হাসপাতালের ডাক্তাররা আত্মবিশ্বাসী, সেরকম চিন্তার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না তাঁরা ।

এদিকে কণিকা বাড়ি যাওয়ার জন্য উতলা হয়ে উঠেছেন । হাসপাতাল থেকেই সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে চান তিনি । দেখা করতে চান বাচ্চাদের সঙ্গে, পরিবারের সঙ্গে ।

মুম্বই : লন্ডন থেকে ফিরে কণিকা কাপুর আইসোলেশনে না থেকে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন শহরে, দেখা করেছেন অসংখ্য মানুষের সঙ্গে, পার্টি করেছেন পাঁচতারা হোটেলে । তাঁর দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে সমালোচনার অন্ত নেই দেশজুড়ে । তবে একটু অন্য় সুরে কথা বললেন কণিকার সহকর্মী ও বন্ধু উর্বশী রটেলা । জানালেন, কণিকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকত ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে উর্বশী বলেন, "কণিকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকত, হাইজিন বজায় রাখত । তবে এই ভাইরাসকে আটকাতে সবাইকে আরও অনেক বেশি সচেতন হতে হবে ।"

Kanika Kapoor and Urvashi Rautela friendship
উর্বশী..

মিডিয়া রিপোর্টের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন উর্বশী । তিনি বলেন, "আমি জানি না, এই সমস্ত মিডিয়া রিপোর্টগুলোকে কতটা বিশ্বাস করা যায় । যারা এই রোগে আক্রান্ত হচ্ছেন, তারা যেন তাড়তাড়ি সুস্থ হয়ে ওঠেন, এই আশা করছি ।"

পঞ্চমবার টেস্ট করার পরও কণিকার রিপোর্ট পজ়িটিভ এসেছে । সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন তিনি । রিপোর্ট পজ়িটিভ এলেও, হাসপাতালের ডাক্তাররা আত্মবিশ্বাসী, সেরকম চিন্তার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না তাঁরা ।

এদিকে কণিকা বাড়ি যাওয়ার জন্য উতলা হয়ে উঠেছেন । হাসপাতাল থেকেই সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে চান তিনি । দেখা করতে চান বাচ্চাদের সঙ্গে, পরিবারের সঙ্গে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.