ETV Bharat / sitara

অঙ্কের ক্লাস মিস করছেন উর্বশী ! - mathematics classes

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন উর্বশী । সেখানে চোখ বন্ধ অবস্থায় বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর ছবির ক্যাপশনে লেখেন, "x =-b±vb2-4ac/2a, অঙ্কের ক্লাস মিস করছি । আমার দাদু অঙ্কে গোল্ড মেডেল পেয়েছিলেন । যদি আমিও পেতাম..."।

sdf
sdf
author img

By

Published : May 2, 2020, 8:45 PM IST

মুম্বই : লকডাউনের মধ্যে নিজের অঙ্কের ক্লাস মিস করছেন উর্বশী রাউটেলা । সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে একথা জানান তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন উর্বশী । সেখানে চোখ বন্ধ অবস্থায় বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর ছবির ক্যাপশনে লেখেন, "x =-b±vb2-4ac/2a, অঙ্কের ক্লাস মিস করছি । আমার দাদু অঙ্কে গোল্ড মেডেল পেয়েছিলেন । যদি আমিও পেতাম..."।

কিছুদিন আগে হ্যাক করা হয় উর্বশীর ফেসবুক অ্যাকাউন্ট । এই খবর টুইটারে সবাইকে জানান অভিনেত্রী । পাশাপাশি তাঁর ফেসবুকের কোনও পোস্টে ফ্যানদের কমেন্ট ও লাইক করতেও বারণ করে দেন তিনি । যদিও ওইদিনই বিকেলের দিকে উদ্ধার করা হয় তাঁর সেই অ্যাকাউন্ট ।

সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় উর্বশী । প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি পোস্ট করেন তিনি । ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে তাঁর ফ্যানের সংখ্যা কিছু নয় । তাই হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফেরত পেয়ে খুশি হন উর্বশী ।

কাজের দিক থেকে কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর 'বিট পে ঠুমকা' গানটি । 'ভার্জিন বিষ্ণুপ্রিয়া'-র এই গান ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ।

মুম্বই : লকডাউনের মধ্যে নিজের অঙ্কের ক্লাস মিস করছেন উর্বশী রাউটেলা । সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে একথা জানান তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন উর্বশী । সেখানে চোখ বন্ধ অবস্থায় বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর ছবির ক্যাপশনে লেখেন, "x =-b±vb2-4ac/2a, অঙ্কের ক্লাস মিস করছি । আমার দাদু অঙ্কে গোল্ড মেডেল পেয়েছিলেন । যদি আমিও পেতাম..."।

কিছুদিন আগে হ্যাক করা হয় উর্বশীর ফেসবুক অ্যাকাউন্ট । এই খবর টুইটারে সবাইকে জানান অভিনেত্রী । পাশাপাশি তাঁর ফেসবুকের কোনও পোস্টে ফ্যানদের কমেন্ট ও লাইক করতেও বারণ করে দেন তিনি । যদিও ওইদিনই বিকেলের দিকে উদ্ধার করা হয় তাঁর সেই অ্যাকাউন্ট ।

সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় উর্বশী । প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি পোস্ট করেন তিনি । ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে তাঁর ফ্যানের সংখ্যা কিছু নয় । তাই হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফেরত পেয়ে খুশি হন উর্বশী ।

কাজের দিক থেকে কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর 'বিট পে ঠুমকা' গানটি । 'ভার্জিন বিষ্ণুপ্রিয়া'-র এই গান ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.