ETV Bharat / sitara

অসুস্থ অমিতাভ,পেট চলবে কী করে অভিষেকের ? ট্রোলড জুনিয়র বচ্চন - অভিষেক বচ্চনের খবর

কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন । তাঁদের আরোগ্য কামনা করছেন সবাই । তবে কেউ কেউ স্বভাবসিদ্ধভাবেই ট্রোল করছেন তাঁদের । সম্প্রতি একজন অভিষেক বচ্চনের উদ্দেশে বললেন যে, অমিতাভ অসুস্থ হলে তাঁর পেট চলবে কী করে ? এই ট্রোলের মোক্ষম জবাবও দিলেন অভিষেক ।

Abhishek bachchan hits back trollers
Abhishek bachchan hits back trollers
author img

By

Published : Jul 30, 2020, 4:16 PM IST

মুম্বই : সবসময় বেশ ঠাণ্ডা মাথায় ট্রোলের জবাব দেন অভিষেক বচ্চন । এমন একটা উত্তর দেন যে, ট্রোলারই অস্বস্তিতে পড়ে যাবেন । ফের একবার তেমনই ঘটল সোশাল মিডিয়ার পাতায় ।

অমিতাভ আর অভিষেকের জনপ্রিয়তায় ফারাক রয়েছে । অমিতাভ এই বয়সেও সুপারহিট । আর এই বিষয়টি নিয়ে মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় ট্রোলের শিকার হন জুনিয়র বচ্চন । সম্প্রতি এক ট্রোলার অভিষেককে প্রশ্ন করেন যে, অমিতাভ অসুস্থ হলে তাঁর পেট চলবে কী করে ? কে খাওয়াবে তাঁকে ?

ইউজ়ারের এই প্রশ্নে অভিষেক জবাব দেন, "এখন তো দু'জনেই একসঙ্গে হাসপাতালে শুয়ে শুয়ে খাচ্ছি ।"

তাঁর এই জবাবে সেই ইউজ়ার লেখেন, "তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন স্যার । কতজন আর শুয়ে শুয়ে খাওয়ার সৌভাগ্য পায় ?"

এই কথায় অভিষেক জবাব দেন, "আমি আশা করব যে, আপনাকে যেন এমন অবস্থার মধ্যে পড়তে না হয় । সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন । আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ ম্যাম..."

দেখে নিন অভিষেকের মোক্ষম জবাব..

Abhishek bachchan hits back trollers
.

মুম্বই : সবসময় বেশ ঠাণ্ডা মাথায় ট্রোলের জবাব দেন অভিষেক বচ্চন । এমন একটা উত্তর দেন যে, ট্রোলারই অস্বস্তিতে পড়ে যাবেন । ফের একবার তেমনই ঘটল সোশাল মিডিয়ার পাতায় ।

অমিতাভ আর অভিষেকের জনপ্রিয়তায় ফারাক রয়েছে । অমিতাভ এই বয়সেও সুপারহিট । আর এই বিষয়টি নিয়ে মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় ট্রোলের শিকার হন জুনিয়র বচ্চন । সম্প্রতি এক ট্রোলার অভিষেককে প্রশ্ন করেন যে, অমিতাভ অসুস্থ হলে তাঁর পেট চলবে কী করে ? কে খাওয়াবে তাঁকে ?

ইউজ়ারের এই প্রশ্নে অভিষেক জবাব দেন, "এখন তো দু'জনেই একসঙ্গে হাসপাতালে শুয়ে শুয়ে খাচ্ছি ।"

তাঁর এই জবাবে সেই ইউজ়ার লেখেন, "তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন স্যার । কতজন আর শুয়ে শুয়ে খাওয়ার সৌভাগ্য পায় ?"

এই কথায় অভিষেক জবাব দেন, "আমি আশা করব যে, আপনাকে যেন এমন অবস্থার মধ্যে পড়তে না হয় । সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন । আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ ম্যাম..."

দেখে নিন অভিষেকের মোক্ষম জবাব..

Abhishek bachchan hits back trollers
.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.