ETV Bharat / sitara

"RSS-এ যোগদান করলেন প্রিয়াঙ্কা", কেন বলছে সোশাল মিডিয়া? - প্রিয়াঙ্কা ট্রোল

সোশাল মিডিয়া এখন মতামত প্রকাশের একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আর সেখানে প্রতি মুহূর্তে সেলিব্রিটিদের মনিটর করা হয়। তাঁদের পোশাক, তাঁদের মন্তব্য এইসমস্ত নিয়ে রীতিমতো আলোচনা করেন সাধারণ মানুষ। প্রকাশ করেন নিজেদের মতামত। আর এভাবেই ট্রোলিংয়ের সূত্রপাত হয়। সম্প্রতি আবার ট্রোলিংয়ের মুখে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কা চোপড়া
author img

By

Published : Jun 18, 2019, 7:09 PM IST

Updated : Jun 18, 2019, 7:56 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় ট্রোলড হওয়াটা একটা অভ্যেসের পর্যায় পৌঁছে গেছে প্রিয়াঙ্কার। কয়েকদিন আগে ব্লাউজ় ছাড়া শাড়ি পরে অনেক অশালীন মন্তব্যের মুখোমুখি হয়েছিলেন। আর এবার একটা খাকি শর্টস পরে ট্রোলারদের নজর কাড়লেন তিনি। তিনি নাকি RSS-এ যোগদান করেছেন, এই মন্তব্যে সোশাল মিডিয়া ভাসল।

RSS কর্মীদের মতো একটি খাকি শর্ট পরেছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে কালো টপ আর কালো ব্লেজ়ার পরেছিলেন তিনি। এই পোশাকে নিক জোনাসের সঙ্গে বস্টন থেকে ফিরছিলেন প্রিয়াঙ্কা।

ট্রোলারদের কেউ লিখেছেন, প্রথম ছবি : প্রিয়াঙ্কা শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর সঙ্গে

দ্বিতীয় ছবি : RSS-এ যোগদান করে

প্রিয়াঙ্কা চোপড়া
সোশাল মিডিয়ায় ট্রোলড প্রিয়াঙ্কা

তো আবার কেউ লিখেছেন, "RSS ইন্টারন্যাশনাল অ্যাম্বাসাডার"

প্রিয়াঙ্কা চোপড়া
সোশাল মিডিয়ায় ট্রোলড প্রিয়াঙ্কা

তো কোনও ট্রোলারের মতে, "RSS-এর গুরুত্বপূর্ণ মিটিং থেরে বেরোলেন প্রিয়াঙ্কা"

প্রিয়াঙ্কা চোপড়া
সোশাল মিডিয়ায় ট্রোলড প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা চোপড়া
সোশাল মিডিয়ায় ট্রোলড প্রিয়াঙ্কা

মুম্বই : সোশাল মিডিয়ায় ট্রোলড হওয়াটা একটা অভ্যেসের পর্যায় পৌঁছে গেছে প্রিয়াঙ্কার। কয়েকদিন আগে ব্লাউজ় ছাড়া শাড়ি পরে অনেক অশালীন মন্তব্যের মুখোমুখি হয়েছিলেন। আর এবার একটা খাকি শর্টস পরে ট্রোলারদের নজর কাড়লেন তিনি। তিনি নাকি RSS-এ যোগদান করেছেন, এই মন্তব্যে সোশাল মিডিয়া ভাসল।

RSS কর্মীদের মতো একটি খাকি শর্ট পরেছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে কালো টপ আর কালো ব্লেজ়ার পরেছিলেন তিনি। এই পোশাকে নিক জোনাসের সঙ্গে বস্টন থেকে ফিরছিলেন প্রিয়াঙ্কা।

ট্রোলারদের কেউ লিখেছেন, প্রথম ছবি : প্রিয়াঙ্কা শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর সঙ্গে

দ্বিতীয় ছবি : RSS-এ যোগদান করে

প্রিয়াঙ্কা চোপড়া
সোশাল মিডিয়ায় ট্রোলড প্রিয়াঙ্কা

তো আবার কেউ লিখেছেন, "RSS ইন্টারন্যাশনাল অ্যাম্বাসাডার"

প্রিয়াঙ্কা চোপড়া
সোশাল মিডিয়ায় ট্রোলড প্রিয়াঙ্কা

তো কোনও ট্রোলারের মতে, "RSS-এর গুরুত্বপূর্ণ মিটিং থেরে বেরোলেন প্রিয়াঙ্কা"

প্রিয়াঙ্কা চোপড়া
সোশাল মিডিয়ায় ট্রোলড প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা চোপড়া
সোশাল মিডিয়ায় ট্রোলড প্রিয়াঙ্কা
Intro:Body:

"RSS-এ যোগদান করলেন প্রিয়াঙ্কা", কেন বলছে সোশাল মিডিয়া?



সোশাল মিডিয়া এখন মতামত প্রকাশের একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আর সেখানে প্রতি মুহূর্তে সেলিব্রিটিদের মনিটর করা হয়। তাঁদের পোশাক, তাঁদের মন্তব্য এইসমস্ত নিয়ে রীতিমতো আলোচনা করেন সাধারণ মানুষ। প্রকাশ করেন নিজেদের মতামত। আর এভাবেই ট্রোলিংয়ের সূত্রপাত হয়। সম্প্রতি আবার ট্রোলিংয়ের মুখে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া।



মুম্বই : সোশাল মিডিয়ায় ট্রোলড হওয়াটা একটা অভ্যেসের পর্যায় পৌঁছে গেছে প্রিয়াঙ্কার। কয়েকদিন আগে ব্লাউজ় ছাড়া শাড়ি পড়ে অনেক অশালীন মন্তব্যের মুখোমুখি হয়েছিলেন। আর এবার একটা খাঁকি শর্টস পরে ট্রোলারদের নজর কাড়লেন তিনি। তিনি নাকি RSS-এ যোগদান করেছেন, এই মন্তব্যে সোশাল মিডিয়া ভাসল।



RSS কর্মীদের মতো একটি খাঁকি শর্ট পরেছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে কালো টপ আর কালো ব্লেজ়ার পরেছিলেন তিনি। এই পোশাকে নিক জোনাসের সঙ্গে বস্টন থেকে ফিরছিলেন প্রিয়াঙ্কা।



ট্রোলারদের কেউ লিখেছেন,   প্রথম ছবি : প্রিয়াঙ্কা শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর সঙ্গে

                                              দ্বিতীয় ছবি : RSS-এ যোগদান করে



তো আবার কেউ লিখেছেন, "RSS ইন্টারন্যাশনাল অ্যাম্বাসাডার"




Conclusion:
Last Updated : Jun 18, 2019, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.