ETV Bharat / sitara

Birth Day স্পেশাল : বাঘের মতো কামড় দিতেন শৈশবে, তাই নাম টাইগার

তিরিশটা বসন্ত পার করলেন টাইগার শ্রফ, আজ এই বলিউড হার্টথ্রবের জন্মদিন । দর্শককে মাতাতে তিনি প্রস্তুত তাঁর পরবর্তী রিলিজ় 'বাঘি 3' নিয়ে । আসন্ন শুক্রবার বিগ স্ক্রিনে মুক্তি পাবে সেই অ্যাকশন থ্রিলার । তবে তার আগে আজকের এই বিশেষ দিনে একবার দেখে নেওয়া যাক টাইগার সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য ।

Tiger Shroff Birthday
Tiger Shroff Birthday
author img

By

Published : Mar 2, 2020, 12:43 PM IST

ছোটোবেলায় বাঘের মতো কামড় দিতেন বলে নাম টাইগার । হ্যাঁ, ঠিকই শুনেছেন । জন্মের পরে অভিনেতার নাম দেওয়া হয় জয় হেমন্ত শ্রফ । তবে কামড়ানোর প্রবণতা দেখে বাবা জ্যাকি শ্রফ তাঁর নাম বদলে রাখেন টাইগার ।

মাত্র চার বছর বয়সে মার্শাল আর্টের ট্রেনিং শুরু করেন টাইগার । ছোটো থেকেই স্পোর্টসে ভীষণ আগ্রহী ছিলেন তিনি ।

2014 সালে সাজিদ নাদিয়াওয়ালার 'হিরোপন্তী' ছবি দিয়ে ক্য়ারিয়ার শুরু করে টাইগার । এই ছবির আগে টানা তিন বছর দারুণ পরিশ্রম করেন তিনি । ছবির সমস্ত স্টান্ট টাইগার নিজে পারফর্ম করেন । আর তাঁর ডান্স মুভ নিয়ে তো কথাই হবে না !

ফিটনেস ফ্রিক টাইগার কখনও কোনও নেশা করেননি । মদ বা ধূমপানের থেকে তিনি শতহস্ত দূরে থাকেন । শুটিংয়ের প্রয়োজনে এগুলো করতে হলেও ব্যক্তিগত জীবনে তিনি একেবারে স্বাস্থ্যসচেতন ও নেশামুক্ত ।

পরদার হিরোকে সবসময় ফুল অ্যাকশন ফর্মেই দেখে এসেছেন দর্শক । তবে বাস্তবে টাইগারের স্বভাব একেবারে বিপরীত । তিনি চুপচাপ আর শান্ত থাকতেই বেশি ভালোবাসেন ।

শুনলে অবাক হবেন যে, টাইগার 'হিরোপন্তী' ছবিতে প্রথম নাচ করেন । তার আগে কখনও নাচ করেননি অভিনেতা । এক সাক্ষাৎকারে টাইগারের সহজ স্বীকারোক্তি, "আমি বর্ন ডান্সার নই, তবে আমায় যা শেখানো হয় আমি তা শিখে নিই চট করে ।"

মাত্র ছ'বছরের ক্যারিয়ারে টাইগার একাধিক সফল ছবিতে অভিনয় করেছেন । তার মধ্যে অন্যতম 'হিরোপন্তী', 'বাঘি', 'অ্যা ফ্লাইং জট','মুন্না মাইকেল','বাঘি ২', 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২', 'ওয়ার' ও তাঁর পরবর্তী রিলিজ় 'বাঘি ৩' ।

টাইগারের সঙ্গে দিশা পাটানির সম্পর্কের গুঞ্জন বহুদিন থেকে । বিভিন্ন ইভেন্টে তাঁদের একসঙ্গে দেখাও গেছে । টাইগারের মতো দিশাও এক ফিটনেস ফ্রিক । তবে কেউই তাঁদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কিছু বলেননি ।

দিশা ছাড়াও টাইগারের নাম জড়িয়েছে শ্রদ্ধার সঙ্গে । তাঁরা দু'জনে এক সুন্দর বন্ডিং শেয়ার করেন, অনস্ক্রিন ও অফস্ক্রিনে । অদ্ভুতভাবে শ্রদ্ধার জন্মদিন টাইগারের ঠিক পরের দিন, অর্থাৎ 3 মার্চ ।

'বাঘি 3'-তেও একসঙ্গে দেখা যাবে শ্রদ্ধা-টাইগারকে । টানটান অ্যাকশনে ভরপুর এই ছবি মুক্তি পাবে 6 মার্চ ।

আরও ভালো কাজ করুন টাইগার, এগিয়ে যান লক্ষ্য পূরণের পথে । শুভেচ্ছা রইল ।

ছোটোবেলায় বাঘের মতো কামড় দিতেন বলে নাম টাইগার । হ্যাঁ, ঠিকই শুনেছেন । জন্মের পরে অভিনেতার নাম দেওয়া হয় জয় হেমন্ত শ্রফ । তবে কামড়ানোর প্রবণতা দেখে বাবা জ্যাকি শ্রফ তাঁর নাম বদলে রাখেন টাইগার ।

মাত্র চার বছর বয়সে মার্শাল আর্টের ট্রেনিং শুরু করেন টাইগার । ছোটো থেকেই স্পোর্টসে ভীষণ আগ্রহী ছিলেন তিনি ।

2014 সালে সাজিদ নাদিয়াওয়ালার 'হিরোপন্তী' ছবি দিয়ে ক্য়ারিয়ার শুরু করে টাইগার । এই ছবির আগে টানা তিন বছর দারুণ পরিশ্রম করেন তিনি । ছবির সমস্ত স্টান্ট টাইগার নিজে পারফর্ম করেন । আর তাঁর ডান্স মুভ নিয়ে তো কথাই হবে না !

ফিটনেস ফ্রিক টাইগার কখনও কোনও নেশা করেননি । মদ বা ধূমপানের থেকে তিনি শতহস্ত দূরে থাকেন । শুটিংয়ের প্রয়োজনে এগুলো করতে হলেও ব্যক্তিগত জীবনে তিনি একেবারে স্বাস্থ্যসচেতন ও নেশামুক্ত ।

পরদার হিরোকে সবসময় ফুল অ্যাকশন ফর্মেই দেখে এসেছেন দর্শক । তবে বাস্তবে টাইগারের স্বভাব একেবারে বিপরীত । তিনি চুপচাপ আর শান্ত থাকতেই বেশি ভালোবাসেন ।

শুনলে অবাক হবেন যে, টাইগার 'হিরোপন্তী' ছবিতে প্রথম নাচ করেন । তার আগে কখনও নাচ করেননি অভিনেতা । এক সাক্ষাৎকারে টাইগারের সহজ স্বীকারোক্তি, "আমি বর্ন ডান্সার নই, তবে আমায় যা শেখানো হয় আমি তা শিখে নিই চট করে ।"

মাত্র ছ'বছরের ক্যারিয়ারে টাইগার একাধিক সফল ছবিতে অভিনয় করেছেন । তার মধ্যে অন্যতম 'হিরোপন্তী', 'বাঘি', 'অ্যা ফ্লাইং জট','মুন্না মাইকেল','বাঘি ২', 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২', 'ওয়ার' ও তাঁর পরবর্তী রিলিজ় 'বাঘি ৩' ।

টাইগারের সঙ্গে দিশা পাটানির সম্পর্কের গুঞ্জন বহুদিন থেকে । বিভিন্ন ইভেন্টে তাঁদের একসঙ্গে দেখাও গেছে । টাইগারের মতো দিশাও এক ফিটনেস ফ্রিক । তবে কেউই তাঁদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কিছু বলেননি ।

দিশা ছাড়াও টাইগারের নাম জড়িয়েছে শ্রদ্ধার সঙ্গে । তাঁরা দু'জনে এক সুন্দর বন্ডিং শেয়ার করেন, অনস্ক্রিন ও অফস্ক্রিনে । অদ্ভুতভাবে শ্রদ্ধার জন্মদিন টাইগারের ঠিক পরের দিন, অর্থাৎ 3 মার্চ ।

'বাঘি 3'-তেও একসঙ্গে দেখা যাবে শ্রদ্ধা-টাইগারকে । টানটান অ্যাকশনে ভরপুর এই ছবি মুক্তি পাবে 6 মার্চ ।

আরও ভালো কাজ করুন টাইগার, এগিয়ে যান লক্ষ্য পূরণের পথে । শুভেচ্ছা রইল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.