মুম্বই : বলিউডের অন্যতম দুই ব্যক্তিত্ব ওয়াহিদা রহমান ও অমিতাভ বচ্চন। কিন্তু, জানেন কী ? একটি ছবির সেটে বিগবিকে কষিয়ে চড় মেরেছিলেন ওয়াহিদা রহমান। আর তাতে বিগবির কী রিক্যাশন ছিল, এত বছর পর সেই ঘটনাই টেলিভিশনের এক শোয়ে শেয়ার করলেন ষাটের দশকের এই অভিনেত্রী।
না রিয়েল চড় নয়, ওয়াহিদা রহমানের চড়টি ছিল রিলের জন্য। অমিতাভ বচ্চন ও ওয়াহিদা রহমান একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন আইকনিক ছবি 'রেশমা অউর শেরা' ছবিতে। আর সেই ছবিতেই একটি দৃশ্য়ে ওয়াহিদা রহমান চড় মারেন অমিতাভকে। সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে সেই স্মৃতি শেয়ার করেন ওয়াহিদা।
কপিল ওয়াহিদাকে প্রশ্ন করেন যে 'রেশমা ও শেরা' ছবিতে আপনার একটি দৃশ্য ছিল যেখানে অমিতাভকে চড় মারতে হয়েছিল। ওয়াহিদা তা শুনে বলেন, "আমি তো অমিতাভকে বলেই ছিলাম যে অমিত কষিয়ে চড় মারব কিন্তু। যখন প্রথম শটটা হল, অমিত বলল ওয়াহিদাজি সত্য়ি খুব ভালো ছিল!"
'রেশমা ও শেরা' বক্স অফিসে হিট করেছিল। শুধু তাই নয়, ছবিটি এখনও বলিউডের অন্যতম একটি ছবি হয়ে রয়ে গেছে।