ETV Bharat / sitara

9 সেপ্টেম্বর পর্যন্ত NCB হেপাজত দীপেশের

NCB সূত্রে জানা গিয়েছে, 4 সেপ্টেম্বর রাতেই সৌভিক, স্যামুয়েল ও দীপেশকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় । তাঁদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণও পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর । এরপর আজ সকাল 11টা নাগাদ আদালতে পেশ করা হয় দীপেশকে । সেখানেই তাঁকে 9 সেপ্টেম্বর পর্যন্ত NCB হেপাজতে থাকার নির্দেশ দেয় আদালত ।

asd
asd
author img

By

Published : Sep 6, 2020, 2:28 PM IST

মুম্বই : মাদক পাচার এবং সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল গ্রেপ্তার করা হয় সুশান্ত সিং রাজপুতের পরিচারক দীপেশ সাওয়ান্তকে । আজ সকালে তাঁকে আদালতে পেশ করা হয় । 9 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) হেপাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত ।

হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে রিয়া চক্রবর্তীর মাদক লেনদেনের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত পান NCB তদন্তকারীরা । এরপর তদন্তে নেমে রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডাকে 4 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় । এছাড়া মাদক পাচার এবং সরবরাহের অভিযোগে গতকাল গ্রেপ্তার করা হয় দীপেশকে ।

NCB সূত্রে জানা গিয়েছে, 4 সেপ্টেম্বর রাতেই সৌভিক, স্যামুয়েল ও দীপেশকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় । তাঁদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণও পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর । এরপর আজ সকাল 11টা নাগাদ আদালতে পেশ করা হয় দীপেশকে । সেখানেই তাঁকে 9 সেপ্টেম্বর পর্যন্ত NCB হেপাজতে থাকার নির্দেশ দেয় আদালত ।

এ প্রসঙ্গে দীপেশের আইনজীবী বলেন, "4 সেপ্টেম্বর থেকেই NCB-র হেপাজতে রয়েছে দীপেশ । তাঁর পরিবারকেও এ বিষয়ে কিছুই জানানো হয়নি । 24 ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে পেশ করা উচিত ছিল । এদিকে 24 ঘণ্টা কেটে যাওয়ার পরও যে তাঁকে আদালতে পেশ করা হয়নি এ বিষয়ে আমরা একটা মামলা দায়ের করেছিলাম । NCB-র থেকে তার উত্তর চেয়েছে আদালত ।"

এদিকে আজ সকালে NCB দপ্তরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয় রিয়াকে । সমন পেয়ে বেলা 12টা নাগাদ NCB-র দপ্তরে হাজিরা দেন অভিনেত্রী । আজই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে । তবে তার জন্য অবশ্য রিয়া প্রস্তুত রয়েছেন বলে জানান তাঁর আইনজীবী সতীশ মানশিন্দে ।

মুম্বই : মাদক পাচার এবং সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল গ্রেপ্তার করা হয় সুশান্ত সিং রাজপুতের পরিচারক দীপেশ সাওয়ান্তকে । আজ সকালে তাঁকে আদালতে পেশ করা হয় । 9 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) হেপাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত ।

হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে রিয়া চক্রবর্তীর মাদক লেনদেনের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত পান NCB তদন্তকারীরা । এরপর তদন্তে নেমে রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডাকে 4 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় । এছাড়া মাদক পাচার এবং সরবরাহের অভিযোগে গতকাল গ্রেপ্তার করা হয় দীপেশকে ।

NCB সূত্রে জানা গিয়েছে, 4 সেপ্টেম্বর রাতেই সৌভিক, স্যামুয়েল ও দীপেশকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় । তাঁদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণও পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর । এরপর আজ সকাল 11টা নাগাদ আদালতে পেশ করা হয় দীপেশকে । সেখানেই তাঁকে 9 সেপ্টেম্বর পর্যন্ত NCB হেপাজতে থাকার নির্দেশ দেয় আদালত ।

এ প্রসঙ্গে দীপেশের আইনজীবী বলেন, "4 সেপ্টেম্বর থেকেই NCB-র হেপাজতে রয়েছে দীপেশ । তাঁর পরিবারকেও এ বিষয়ে কিছুই জানানো হয়নি । 24 ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে পেশ করা উচিত ছিল । এদিকে 24 ঘণ্টা কেটে যাওয়ার পরও যে তাঁকে আদালতে পেশ করা হয়নি এ বিষয়ে আমরা একটা মামলা দায়ের করেছিলাম । NCB-র থেকে তার উত্তর চেয়েছে আদালত ।"

এদিকে আজ সকালে NCB দপ্তরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয় রিয়াকে । সমন পেয়ে বেলা 12টা নাগাদ NCB-র দপ্তরে হাজিরা দেন অভিনেত্রী । আজই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে । তবে তার জন্য অবশ্য রিয়া প্রস্তুত রয়েছেন বলে জানান তাঁর আইনজীবী সতীশ মানশিন্দে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.