ETV Bharat / sitara

রিয়ার বিরুদ্ধে FIR দায়ের, কী বলছেন কঙ্গনা ? - Rhea Chakraborty

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে পটনার রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করেন সুশান্তের বাবা । আর এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তা নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয় কঙ্গনা রানাওয়াতের টিমের তরফে ।

sdf
sdf
author img

By

Published : Jul 28, 2020, 10:18 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে কেন্দ্র করে সরগরম গোটা দেশ । এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন । প্রায় প্রতিদিনই সামনে আসছে নতুন তথ্য । আর এর মধ্যেই আজ একটি বড় পদক্ষেপ করেন অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং । ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে পটনার রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের তিনি । আর এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তা নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয় কঙ্গনা রানাওয়াতের টিমের তরফে ।

টুইটারে কঙ্গনার টিমের তরফে লেখা হয়, "মৃত্যুর আগে 6 মাস ধরে সুশান্তের সঙ্গে ছিলেন রিয়া । মহেশ ভাটকে তিনি সুশান্তের মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ করেছিলেন । এদিকে অভিনেতার মৃত্যুর দু'দিন আগে অদ্ভুতভাবে সবাই গায়েব হয়ে গেলেন । আনন্দের বিষয় যে এই গোটা বিষয়টাকে নিয়েই তদন্ত হবে ।"

asd
কঙ্গনার টিমের টুইট

এরপর রিয়ার বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলা হয় কঙ্গনার টিমের তরফে । লেখা হয়, "15 কোটি টাকা সুশান্তের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে । জিজ্ঞাসাবাদের সময় মহেশ ভাট পুলিশকে জানিয়েছিলেন, যে রিয়া তাঁকে গুরু বলে মনে করেন । বোঝাই যাচ্ছে প্রতারণা শেখার বিষয় নয় ।"

asd
কঙ্গনার টিমের টুইট

কঙ্গনার টিমের তরফে আরও লেখা হয়, "প্রথমে সুশান্তের মনটাকে ভেঙে দেওয়া হয় । তারপর তাঁকে ব্ল্যাকমেল করা হয় । আর এখন বলছে যে সুশান্ত মানসিকভাবে সুস্থ ছিলেন না । অনেকে আবার আমাদের মানসিক স্বাস্থ্যের পাঠ পড়াচ্ছেন । আগে সুশান্ত হেনস্থার অভিযোগ তুলেছিলেন আর এখন তাঁর বাবা ব্ল্যাকমেলের অভিযোগ তুলছেন ।"

zfcd
কঙ্গনার টিমের টুইট

আজ রিয়ার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পটনার রাজীব নগর থানায় FIR দায়ের করেন সুশান্তের বাবা । কে কে সিংয়ের অভিযোগ, তাঁর ছেলের কাছ থেকে মাঝেমধ্যেই টাকা আদায় করতেন রিয়া । এমনকী, একাধিক দফায় রিয়ার পরিবারও অভিনেতার কাছ থেকে টাকা নিয়েছে । পাশাপাশি রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলেন তিনি ।

এদিকে কে কে সিংয়ের FIR-এর পরই তৎপর হয়ে ওঠে পটনা পুলিশ । তদন্তের জন্য আজই মুম্বইতে পাঠানো হয় পটনা পুলিশের চার সদস্যদের একটি দলকে । সুশান্ত মৃত্যু মামলায় ওই দলটি মহারাষ্ট্র পুলিশকে সাহায্য করবে বলে জানা গিয়েছে । ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছে সেই দল । সুশান্তের ডায়েরি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস খতিয়ে দেখছে তারা ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে কেন্দ্র করে সরগরম গোটা দেশ । এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন । প্রায় প্রতিদিনই সামনে আসছে নতুন তথ্য । আর এর মধ্যেই আজ একটি বড় পদক্ষেপ করেন অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং । ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে পটনার রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের তিনি । আর এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তা নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয় কঙ্গনা রানাওয়াতের টিমের তরফে ।

টুইটারে কঙ্গনার টিমের তরফে লেখা হয়, "মৃত্যুর আগে 6 মাস ধরে সুশান্তের সঙ্গে ছিলেন রিয়া । মহেশ ভাটকে তিনি সুশান্তের মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ করেছিলেন । এদিকে অভিনেতার মৃত্যুর দু'দিন আগে অদ্ভুতভাবে সবাই গায়েব হয়ে গেলেন । আনন্দের বিষয় যে এই গোটা বিষয়টাকে নিয়েই তদন্ত হবে ।"

asd
কঙ্গনার টিমের টুইট

এরপর রিয়ার বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলা হয় কঙ্গনার টিমের তরফে । লেখা হয়, "15 কোটি টাকা সুশান্তের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে । জিজ্ঞাসাবাদের সময় মহেশ ভাট পুলিশকে জানিয়েছিলেন, যে রিয়া তাঁকে গুরু বলে মনে করেন । বোঝাই যাচ্ছে প্রতারণা শেখার বিষয় নয় ।"

asd
কঙ্গনার টিমের টুইট

কঙ্গনার টিমের তরফে আরও লেখা হয়, "প্রথমে সুশান্তের মনটাকে ভেঙে দেওয়া হয় । তারপর তাঁকে ব্ল্যাকমেল করা হয় । আর এখন বলছে যে সুশান্ত মানসিকভাবে সুস্থ ছিলেন না । অনেকে আবার আমাদের মানসিক স্বাস্থ্যের পাঠ পড়াচ্ছেন । আগে সুশান্ত হেনস্থার অভিযোগ তুলেছিলেন আর এখন তাঁর বাবা ব্ল্যাকমেলের অভিযোগ তুলছেন ।"

zfcd
কঙ্গনার টিমের টুইট

আজ রিয়ার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পটনার রাজীব নগর থানায় FIR দায়ের করেন সুশান্তের বাবা । কে কে সিংয়ের অভিযোগ, তাঁর ছেলের কাছ থেকে মাঝেমধ্যেই টাকা আদায় করতেন রিয়া । এমনকী, একাধিক দফায় রিয়ার পরিবারও অভিনেতার কাছ থেকে টাকা নিয়েছে । পাশাপাশি রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলেন তিনি ।

এদিকে কে কে সিংয়ের FIR-এর পরই তৎপর হয়ে ওঠে পটনা পুলিশ । তদন্তের জন্য আজই মুম্বইতে পাঠানো হয় পটনা পুলিশের চার সদস্যদের একটি দলকে । সুশান্ত মৃত্যু মামলায় ওই দলটি মহারাষ্ট্র পুলিশকে সাহায্য করবে বলে জানা গিয়েছে । ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছে সেই দল । সুশান্তের ডায়েরি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস খতিয়ে দেখছে তারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.