মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে কেন্দ্র করে সরগরম গোটা দেশ । এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন । প্রায় প্রতিদিনই সামনে আসছে নতুন তথ্য । আর এর মধ্যেই আজ একটি বড় পদক্ষেপ করেন অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং । ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে পটনার রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের তিনি । আর এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তা নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয় কঙ্গনা রানাওয়াতের টিমের তরফে ।
টুইটারে কঙ্গনার টিমের তরফে লেখা হয়, "মৃত্যুর আগে 6 মাস ধরে সুশান্তের সঙ্গে ছিলেন রিয়া । মহেশ ভাটকে তিনি সুশান্তের মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ করেছিলেন । এদিকে অভিনেতার মৃত্যুর দু'দিন আগে অদ্ভুতভাবে সবাই গায়েব হয়ে গেলেন । আনন্দের বিষয় যে এই গোটা বিষয়টাকে নিয়েই তদন্ত হবে ।"
এরপর রিয়ার বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলা হয় কঙ্গনার টিমের তরফে । লেখা হয়, "15 কোটি টাকা সুশান্তের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে । জিজ্ঞাসাবাদের সময় মহেশ ভাট পুলিশকে জানিয়েছিলেন, যে রিয়া তাঁকে গুরু বলে মনে করেন । বোঝাই যাচ্ছে প্রতারণা শেখার বিষয় নয় ।"
কঙ্গনার টিমের তরফে আরও লেখা হয়, "প্রথমে সুশান্তের মনটাকে ভেঙে দেওয়া হয় । তারপর তাঁকে ব্ল্যাকমেল করা হয় । আর এখন বলছে যে সুশান্ত মানসিকভাবে সুস্থ ছিলেন না । অনেকে আবার আমাদের মানসিক স্বাস্থ্যের পাঠ পড়াচ্ছেন । আগে সুশান্ত হেনস্থার অভিযোগ তুলেছিলেন আর এখন তাঁর বাবা ব্ল্যাকমেলের অভিযোগ তুলছেন ।"
আজ রিয়ার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পটনার রাজীব নগর থানায় FIR দায়ের করেন সুশান্তের বাবা । কে কে সিংয়ের অভিযোগ, তাঁর ছেলের কাছ থেকে মাঝেমধ্যেই টাকা আদায় করতেন রিয়া । এমনকী, একাধিক দফায় রিয়ার পরিবারও অভিনেতার কাছ থেকে টাকা নিয়েছে । পাশাপাশি রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলেন তিনি ।
এদিকে কে কে সিংয়ের FIR-এর পরই তৎপর হয়ে ওঠে পটনা পুলিশ । তদন্তের জন্য আজই মুম্বইতে পাঠানো হয় পটনা পুলিশের চার সদস্যদের একটি দলকে । সুশান্ত মৃত্যু মামলায় ওই দলটি মহারাষ্ট্র পুলিশকে সাহায্য করবে বলে জানা গিয়েছে । ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছে সেই দল । সুশান্তের ডায়েরি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস খতিয়ে দেখছে তারা ।