মুম্বই : ২০০৮ সালে তনুশ্রী দত্ত গোরেগাওঁতে একটি অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ রিপোর্ট অনুযায়ী, সেখানে কোনও যৌন হেনস্থার উল্লেখ ছিল না। শুধু তাই নয়, এই মামলায় যে ১৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাঁদের কেউই যৌন হেনস্থা হয়েছে বলে স্বীকার করেননি। এতেই খটকা লাগে পুলিশের।
ANI-কে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, "তনুশ্রী যেই অভিযোগ দায়ের করেছিলেন সেখানে বলা ছিল, ডান্স সিকোয়েন্সে পরিবর্তনের কথা অভিনেত্রী জানতেন না। আর তিনি এটাও জানতেন না যে, নানা পাটেকর এই গানের দৃশ্যে রয়েছেন। তবে একাধিক সাক্ষী এই বক্তব্যকে মিথ্যে বলে জানিয়েছেন। তনুশ্রী জানতেন এই পরিবর্তনের কথা।"
আরও পড়ুন : #MeToo : "অপরাধীদের বিরুদ্ধে একা লড়তে লড়তে ক্লান্ত আমি", বললেন তনুশ্রী
পুলিশ আরও জানিয়েছে, "তনুশ্রী ২০০৮ সালে যেই অভিযোগ দায়ের করেছিলেন, সেখানে তিনি প্রযোজনা সংস্থার থেকে পেমেন্ট ডিউ থাকার উল্লেখ করেছিলেন। কোথাও কোনও যৌন হেনস্থার কথা অভিযোগে লেখা ছিল না।"
এইসব অসঙ্গতি দেখে এখন তনুশ্রীর উপরই নজরদারী করার দাবি জানিয়েছে মুম্বই পুলিশ। বলিউডে #MeToo মুভমেন্ট তৈরি করে তোলপাড় ফেলে দিয়েছিলেন তনুশ্রী। এবার কি তাহলে তিনিই প্রশ্নের মুখে? উত্তর দেবে সময়।