ETV Bharat / sitara

উত্তরপ্রদেশে করমুক্ত 'তনহাজি', অনুরোধ সত্ত্বেও ব্রাত্য 'ছপাক'

উত্তরপ্রদেশে করমুক্ত করা হল 'তনহাজি :...'-কে । তবে অনেক অনুরোধ সত্ত্বেও 'ছপাক'-কে করমুক্ত করল না সরকার ।

Tanhaji is tax free in UP
Tanhaji is tax free in UP
author img

By

Published : Jan 14, 2020, 1:15 PM IST

লক্ষ্ণৌ : উত্তরপ্রদেশে 'তনহাজি :...'-কে করমুক্ত করল আদিত্যনাথের সরকার । মারাঠী যোদ্ধা তনহাজির জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগন ।

এই ছবিতে অভিনয় করার পাশাপাশি প্রযোজনাও করেছেন অজয় । অজয় ছাড়াও ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে সইফ আলি খান । রয়েছেন কাজলও ।

সরকারী মুখপাত্র জানান, "ছবিটি তনহাজির স্যাক্রিফাইস ও বীরত্বকে তুলে ধরেছে এবং পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণাদায়ক হতে পারে এই ছবি । তাই এই ছবিকে করমুক্ত করা হয়েছে ।"

  • #Tanhaji is unstoppable on Day 4... Collects in double digits, despite lower ticket rates at multiplexes on weekdays... Day 4 numbers are better than Day 1 at several centres... Fri 15.10 cr, Sat 20.57 cr, Sun 26.26 cr, Mon 13.75 cr. Total: ₹ 75.68 cr. #India biz. 👍👍👍

    — taran adarsh (@taran_adarsh) January 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি এটাও বলেন যে, অজয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন 'তনহাজি :...'-কে করমুক্ত করার জন্য ।

তবে মেঘনা গুলজ়ারের ছবি 'ছপাক' এখনও করমুক্ত হয়নি উত্তরপ্রদেশে । যদিও সেখানকার অ্যাসিড অ্যাটাক সার্ভাইভাররা সরকারের কাছে করমুক্তির দাবী জানিয়ে চলেছেন অনেকদিন ধরে ।

  • #Chhapaak slips on Day 4... Biz is limited to a few premium multiplexes of urban centres... Continues to non-perform at Tier-2 and 3 cities and also mass belt... Fri 4.77 cr, Sat 6.90 cr, Sun 7.35 cr, Mon 2.35 cr. Total: ₹ 21.37 cr. #India biz.

    — taran adarsh (@taran_adarsh) January 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'তনহাজি :...' অজয়ের ক্যারিয়ারের 100 তম বলিউড ফিল্ম । ছবিটি বক্স অফিসেও দারুণ ব্যবসা করছে ।

লক্ষ্ণৌ : উত্তরপ্রদেশে 'তনহাজি :...'-কে করমুক্ত করল আদিত্যনাথের সরকার । মারাঠী যোদ্ধা তনহাজির জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগন ।

এই ছবিতে অভিনয় করার পাশাপাশি প্রযোজনাও করেছেন অজয় । অজয় ছাড়াও ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে সইফ আলি খান । রয়েছেন কাজলও ।

সরকারী মুখপাত্র জানান, "ছবিটি তনহাজির স্যাক্রিফাইস ও বীরত্বকে তুলে ধরেছে এবং পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণাদায়ক হতে পারে এই ছবি । তাই এই ছবিকে করমুক্ত করা হয়েছে ।"

  • #Tanhaji is unstoppable on Day 4... Collects in double digits, despite lower ticket rates at multiplexes on weekdays... Day 4 numbers are better than Day 1 at several centres... Fri 15.10 cr, Sat 20.57 cr, Sun 26.26 cr, Mon 13.75 cr. Total: ₹ 75.68 cr. #India biz. 👍👍👍

    — taran adarsh (@taran_adarsh) January 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি এটাও বলেন যে, অজয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন 'তনহাজি :...'-কে করমুক্ত করার জন্য ।

তবে মেঘনা গুলজ়ারের ছবি 'ছপাক' এখনও করমুক্ত হয়নি উত্তরপ্রদেশে । যদিও সেখানকার অ্যাসিড অ্যাটাক সার্ভাইভাররা সরকারের কাছে করমুক্তির দাবী জানিয়ে চলেছেন অনেকদিন ধরে ।

  • #Chhapaak slips on Day 4... Biz is limited to a few premium multiplexes of urban centres... Continues to non-perform at Tier-2 and 3 cities and also mass belt... Fri 4.77 cr, Sat 6.90 cr, Sun 7.35 cr, Mon 2.35 cr. Total: ₹ 21.37 cr. #India biz.

    — taran adarsh (@taran_adarsh) January 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'তনহাজি :...' অজয়ের ক্যারিয়ারের 100 তম বলিউড ফিল্ম । ছবিটি বক্স অফিসেও দারুণ ব্যবসা করছে ।

Intro:Body:

উত্তরপ্রদেশে করমুক্ত 'তনহাজি', অনুরোধ সত্ত্বেও ব্রাত্য 'ছপাক'



উত্তরপ্রদেশে করমুক্ত করা হল 'তনহাজি :...'-কে । তবে অনেক অনুরোধ সত্ত্বেও 'ছপাক'-কে করমুক্ত করল না সরকার ।



লক্ষ্ণৌ : উত্তরপ্রদেশে 'তনহাজি :...'-কে করমুক্ত করল আদিত্যনাথের সরকার । মারাঠী যোদ্ধা তনহাজির জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগন ।



এই ছবিতে অভিনয় করার পাশাপাশি প্রযোজনাও করেছেন অজয় । অজয় ছাড়াও ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে সইফ আলি খান । রয়েছেন কাজলও ।



সরকারী মুখপাত্র জানান, "ছবিটি তনহাজির স্যাক্রিফাইস ও বীরত্বকে তুলে ধরেছে এবং পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণাদায়ক হতে পারে এই ছবি । তাই এই ছবিকে করমুক্ত করা হয়েছে ।"



তিনি এটাও বলেন যে, অজয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন 'তনহাজি :...'-কে করমুক্ত করার জন্য ।



তবে মেঘনা গুলজ়ারের ছবি 'ছপাক' এখনও করমুক্ত হয়নি উত্তরপ্রদেশে । যদিও সেখানকার অ্যাসিড অ্যাটাক সার্ভাইভাররা সরকারের কাছে করমুক্তির দাবী জানিয়ে চলেছেন অনেকদিন ধরে ।



'তনহাজি :...' অজয়ের ক্যারিয়ারের 100 তম বলিউড ফিল্ম । ছবিটি বক্স অফিসেও দারুণ ব্যবসা করছে ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.