ETV Bharat / sitara

ট্রোলিংয়ের মুখে পড়ে ছবি ডিলিট করলেন তাহিরা

ধ্যানগ্রস্থ বুদ্ধদেব। আর তাঁর কোলে বসে রয়েছেন তাহিরা কাশ্যপ। ছবিটি শেয়ার করে সোশাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়লেন আয়ুষ্মান-পত্নী তাহিরা। বাধ্য় হয়ে ছবি ডিলিট করলেন তিনি।

তাহিরা কাশ্যপ
author img

By

Published : Jun 19, 2019, 8:46 PM IST

মুম্বই : আপাতত পুনের একটি রিসর্টে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তাহিরা কাশ্যপ। সেখান থেকেই বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে এই বিশেষ ছবিটি শেয়ার করেছিলেন তিনি। তবে ছবিটি অনেক মানুষের ভাবাবেগে আঘাত করে। আর তারপরই বাধ্য হয়ে ছবিটি ডিলিট করে দেন তাহিরা।

ক্ষমা চেয়ে তাহিরা সোশাল মিডিয়ায় লিখেছেন, "আমি কখনও কারোর আঘাত ও যন্ত্রণার কারণ হতে চাইনি। অনিচ্ছাকৃত ভাবেই কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবার জন্য ভালোবাসা ও শান্তি কামনা করছি।"

পুনের এই বিলাসবহুল রিসর্টে কাটানো সময়টা তাহিরার জীবনে খুব সুন্দর ও আনন্দদায়ক একটা অভিজ্ঞতা, জানিয়েছেন তিনি। রাতপোশাক পরে ঘুরে বেড়ানো হোক বা জাম কুড়িয়ে খাওয়া হোক, তাহিরা উপভোগ করেছেন প্রতিটা মুহূর্ত।

বুদ্ধদেবের সেই ছবিটি পোস্ট করে কোনও মানুষকে আঘাত করা কোনওভাবেই তাহিরার উদ্দেশ্য ছিল না। তাই সমালোচনা শুরু হতেই ছবিটি ডিলিট করে দেন তিনি।

মুম্বই : আপাতত পুনের একটি রিসর্টে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তাহিরা কাশ্যপ। সেখান থেকেই বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে এই বিশেষ ছবিটি শেয়ার করেছিলেন তিনি। তবে ছবিটি অনেক মানুষের ভাবাবেগে আঘাত করে। আর তারপরই বাধ্য হয়ে ছবিটি ডিলিট করে দেন তাহিরা।

ক্ষমা চেয়ে তাহিরা সোশাল মিডিয়ায় লিখেছেন, "আমি কখনও কারোর আঘাত ও যন্ত্রণার কারণ হতে চাইনি। অনিচ্ছাকৃত ভাবেই কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবার জন্য ভালোবাসা ও শান্তি কামনা করছি।"

পুনের এই বিলাসবহুল রিসর্টে কাটানো সময়টা তাহিরার জীবনে খুব সুন্দর ও আনন্দদায়ক একটা অভিজ্ঞতা, জানিয়েছেন তিনি। রাতপোশাক পরে ঘুরে বেড়ানো হোক বা জাম কুড়িয়ে খাওয়া হোক, তাহিরা উপভোগ করেছেন প্রতিটা মুহূর্ত।

বুদ্ধদেবের সেই ছবিটি পোস্ট করে কোনও মানুষকে আঘাত করা কোনওভাবেই তাহিরার উদ্দেশ্য ছিল না। তাই সমালোচনা শুরু হতেই ছবিটি ডিলিট করে দেন তিনি।

Intro:Body:

ট্রোলিংয়ের মুখে পড়ে ছবি ডিলিট তাহিরার



ধ্যানগ্রস্থ বুদ্ধদেব। আর তাঁর কোলে বসে রয়েছেন তাহিরা কাশ্যপ। ছবিটি শেয়ার করে সোশাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়লেন আয়ুষ্মান-পত্নী তাহিরা। বাধ্য় হয়ে ছবি ডিলিট করলেন তিনি।



মুম্বই : আপাতত পুনের একটি রিসর্টে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তাহিরা কাশ্যপ। সেখান থেকেই বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে এই বিশেষ ছবিটি শেয়ার করেছিলেন তিনি। তবে ছবিটি অনেক মানুষের ভাবাবেগে আঘাত করে। আর তারপরই বাধ্য হয়ে ছবিটি ডিলিট করে দেন তাহিরা।



ক্ষমা চেয়ে তাহিরা সোশাল মিডিয়ায় লিখেছেন, "আমি কখনও কারোর আঘাত ও যন্ত্রণার কারণ হতে চাইনি। অনিচ্ছাকৃত ভাবেই কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবার জন্য ভালোবাসা ও শান্তি কামনা করছি।"



পুনের এই বিলাসবহুল রিসর্টে কাটানো সময়টা তাহিরার জীবনে খুব সুন্দর ও আনন্দদায়ক একটা অভিজ্ঞতা, জানিয়েছেন তিনি। রাতপোশাক পরে ঘুরে বেড়ানো হোক বা জাম কুড়িয়ে খাওয়া হোক, তাহিরা উপভোগ করেছেন এক একটি মুহূর্ত।



বুদ্ধদেবের সেই ছবিটি পোস্ট করে কোনও মানুষকে আঘাত করা কোনওভাবেই তাহিরার উদ্দেশ্য ছিল না। তাই সমালোচনা শুরু হতেই ছবিটি ডিলিট করে দেন তিনি।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.