ETV Bharat / sitara

রশমিকে বিদায়, সঙ্গে এক টুকরো স্মৃতি রাখলেন তাপসী - তাপসী পান্নুর খবর

'রশমি রকেট'-এর শুটিং শেষ করলেন তাপসী পান্নু । স্মৃতি হিসেবে তিনি রেখে দিলেন রশমির একটা ছোট্ট জিনিস । কী সেটি ? শেয়ার করলেন তাপসী ।

Taapsee Pannu rashmi rocket
Taapsee Pannu rashmi rocket
author img

By

Published : Jan 26, 2021, 2:30 PM IST

মুম্বই : অভিনেতাদের জীবন অদ্ভুত । প্রতিদিন তাদের চরিত্র বদল হয় । মানিসক ও শারীরিকভাবে সেই পরিবর্তনটা মেনে নেওয়া খুব কঠিন । কোনও কোনও চরিত্র থেকে বেরিয়ে আসা বেশ কষ্টের হয়ে দাঁড়ায় অভিনেতাদের জন্য ।

তাপসী পান্নুর কাছে রশমিও তেমন একটি চরিত্র । তিনি নিজেই বারবার জানিয়েছেন তাঁর এই মনোভাবের কথা । তাই 'রশমি রকেট'-এর শুটিং শেষ হওয়ার পর রশমির একটি ছোট্ট জিনিস স্মৃতি করে রেখে দিলেন তাপসী ।

কী সেটি ? রশমির কানের বালা । গুজরাটি রশমি সবসময় সেটি পরে থাকত । তার স্মৃতি হিসেবে সেটিকেই যত্নে রেখে দিলেন তাপসী ।

শুটের শেষ দিনটা সেলিব্রেট করা হল 'রশমি রকেট'-এর সেটে । আগুনের চারপাশে বসে, সুন্দর সময় কাটাল পুরো টিম । সেই ছবিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাপসী । উষ্ণ মুহূর্তটা ক্যামেরাবন্দী করে রেখেছেন তিনি ।

দেখে নিন...

Taapsee Pannu rashmi rocket
সৌজন্যে তাপসীর ইনস্টাগ্রাম

মুম্বই : অভিনেতাদের জীবন অদ্ভুত । প্রতিদিন তাদের চরিত্র বদল হয় । মানিসক ও শারীরিকভাবে সেই পরিবর্তনটা মেনে নেওয়া খুব কঠিন । কোনও কোনও চরিত্র থেকে বেরিয়ে আসা বেশ কষ্টের হয়ে দাঁড়ায় অভিনেতাদের জন্য ।

তাপসী পান্নুর কাছে রশমিও তেমন একটি চরিত্র । তিনি নিজেই বারবার জানিয়েছেন তাঁর এই মনোভাবের কথা । তাই 'রশমি রকেট'-এর শুটিং শেষ হওয়ার পর রশমির একটি ছোট্ট জিনিস স্মৃতি করে রেখে দিলেন তাপসী ।

কী সেটি ? রশমির কানের বালা । গুজরাটি রশমি সবসময় সেটি পরে থাকত । তার স্মৃতি হিসেবে সেটিকেই যত্নে রেখে দিলেন তাপসী ।

শুটের শেষ দিনটা সেলিব্রেট করা হল 'রশমি রকেট'-এর সেটে । আগুনের চারপাশে বসে, সুন্দর সময় কাটাল পুরো টিম । সেই ছবিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাপসী । উষ্ণ মুহূর্তটা ক্যামেরাবন্দী করে রেখেছেন তিনি ।

দেখে নিন...

Taapsee Pannu rashmi rocket
সৌজন্যে তাপসীর ইনস্টাগ্রাম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.