ETV Bharat / sitara

কে বলুনতো এই অভিনেত্রী ?

ছবিটি দেখেই বোঝা যাচ্ছে একটি দৌড়নোর ট্র্যাকে দাঁড়িয়ে অভিনেত্রী । পরনে স্পোর্টস টিশার্ট এবং ছাই রঙের জগার্স । পিছন থেকে দেখলে বোঝার উপায় নেই আসলে কে এই তিনি । বলতে পারেন ?

taapsee pannu sports drama
taapsee pannu sports drama
author img

By

Published : Nov 9, 2020, 12:34 PM IST

মুম্বই : ছবির নাম 'রশমি রকেট' । এবার বোঝা যাচ্ছে তো উপরের ছবিটি কার ? হ্যাঁ ইনি তাপসী পান্নু ।

স্পোর্টসওম্যান রশমির জার্নি শুরু হয়েছে সম্প্রতি । রকেটের গতিতে দৌড়য় বলে তার নাম রশমি রকেট । আর প্রতিবারের মতো এই চরিত্রটিও তাপসীর খুব কাছের হয়ে উঠেছে । তাই সোশাল মিডিয়ায় তিনি শুটিংয়ের মুহূর্ত এবং আপডেট শেয়ার করতে থাকছেন ।

উপরের ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "আসুন, এটা করে দেখাই.." রশমির সঙ্গে সঙ্গে তাপসীর কাছেও একটি চ্যালেঞ্জ রয়েছে । বিশ্বাসযোগ্যভাবে এই গল্পকে দর্শকের সামনে তুলে ধরতে হবে, ফের একবার প্রমাণ করতে হবে নিজেকে ।

গুজরাটের একটা ছোটো গ্রাম থেকে উঠে আসে রশমি । অল্প বয়স থেকেই বোঝা যায় যে ভগবান প্রদত্ত ক্ষমতা রয়েছে তার মধ্যে । সে অসম্ভব দ্রুত গতিতে দৌড়তে পারে ।

প্রতিভা লুকিয়ে থাকে না । রশমিও সুযোগ পায় তার প্রতিভাকে শোকেস করার এবং তারপর সে ধীরে ধীরে কোথায় ওঠে সেই নিয়েই এই গল্প । 2021 সালে থিয়েটারে মুক্তি পাওয়ার কথা 'রশমি রকেট'-এর ।

মুম্বই : ছবির নাম 'রশমি রকেট' । এবার বোঝা যাচ্ছে তো উপরের ছবিটি কার ? হ্যাঁ ইনি তাপসী পান্নু ।

স্পোর্টসওম্যান রশমির জার্নি শুরু হয়েছে সম্প্রতি । রকেটের গতিতে দৌড়য় বলে তার নাম রশমি রকেট । আর প্রতিবারের মতো এই চরিত্রটিও তাপসীর খুব কাছের হয়ে উঠেছে । তাই সোশাল মিডিয়ায় তিনি শুটিংয়ের মুহূর্ত এবং আপডেট শেয়ার করতে থাকছেন ।

উপরের ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "আসুন, এটা করে দেখাই.." রশমির সঙ্গে সঙ্গে তাপসীর কাছেও একটি চ্যালেঞ্জ রয়েছে । বিশ্বাসযোগ্যভাবে এই গল্পকে দর্শকের সামনে তুলে ধরতে হবে, ফের একবার প্রমাণ করতে হবে নিজেকে ।

গুজরাটের একটা ছোটো গ্রাম থেকে উঠে আসে রশমি । অল্প বয়স থেকেই বোঝা যায় যে ভগবান প্রদত্ত ক্ষমতা রয়েছে তার মধ্যে । সে অসম্ভব দ্রুত গতিতে দৌড়তে পারে ।

প্রতিভা লুকিয়ে থাকে না । রশমিও সুযোগ পায় তার প্রতিভাকে শোকেস করার এবং তারপর সে ধীরে ধীরে কোথায় ওঠে সেই নিয়েই এই গল্প । 2021 সালে থিয়েটারে মুক্তি পাওয়ার কথা 'রশমি রকেট'-এর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.