মুম্বই : সুস্মিতা সেন যে প্রেমপত্র পাবেন সেটা নতুন কিছু নয় । তবে একেবারে সাবেকি স্টাইলে হাতে লেখা প্রেমপত্র পাওয়াটা খুব স্পেশাল ব্যাপার । সেটাই পেলেন অভিনেত্রী ।
একটা সাদা কাগজ, তাও আবার অসমান ভাবে কাটা । লেখানে পেনের কালিতে লেখা কয়েকটা শব্দ..."সুস্মিতা সেন, আই লাভ ইউ" ।
এমন প্রেমপত্র বোধহয় আশা করেননি সুস্মিতা । কোনও রাখঢাক নেই, একেবারে মোদ্দা কথাটা লেখা সেখানে । আর সেই প্রেমপত্রই মনে ধরল সুস্মিতার ।
অভিনেত্রী লিখেছেন, "দ্য আল্টিমেট লাভ লেটার । আমি এত বছর ধরে অনেক ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি । তবে আমি পুরোনোপন্থী..হাতে লেখা চিঠি আমার সবথেকে প্রিয় ।"
দেখে নিন সুস্মিতার পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">