ETV Bharat / sitara

'আর্য্যা'-র জন্য 30 টা লুক টেস্ট দিয়েছিলেন সুস্মিতা - Sushmita sen Aarya

অবাক লাগলেও এমনটাই বললেন সুস্মিতা সেন ।

sushmita aarya
sushmita aarya
author img

By

Published : Jun 19, 2020, 7:54 PM IST

মুম্বই : তিনি বিশ্বসুন্দরী । তাঁর সৌন্দর্য্য, তাঁর আভিযাত্য দেখে চোখ ফেরানো দায় । তিনি সুস্মিতা সেন । সেই সুস্মিতাকেও 'আর্য্যা'-র জন্য 30টা লুক টেস্ট দিতে হয়েছিল । শুনলে তাজ্জব লাগছে তাই না ?

সুস্মিতা বললেন, "আমি 'আর্য্যা'-র জন্য 30 টা লুক টেস্ট দিয়েছি । আমাদের স্টাইলিস্ট প্রত্যেকের জন্য আলাদা আলাদা লুক চেয়েছিলেন । আর আমার 30 টা লুক দেখার পর তিনি সন্তুষ্ট হন ।"

sushmita aarya
.

এবং এতগুলো লুক টেস্ট করতে একবারও বাঁধেনি সুস্মিতার । তিনি খুব আনন্দের সঙ্গেই প্রতিটা টেস্ট দিয়েছিলেন, জানালেন নিজেই ।

এই সময় দাঁড়িয়ে ক্রাইম থ্রিলারই সিনেপ্রেমীদের মনে রাজত্ব করছে । ব্যতিক্রম নয় 'আর্য্যা'-ও । টানটান চিত্রনাট্যে তীব্র গতি আর টেনশন নিয়েই দেখতে হবে এই ওয়েব সিরিজ় ।

আজই হটস্টারে মুক্তি পেয়েছে 'আর্য্যা' । প্রশংসিত হয়েছে সুস্মিতার অভিনয় । সুস্মিতা ছাড়াও এই সিরিজ়ে রয়েছেন নমিত দাস, মনীষ চৌধুরি, সিকন্দর খের, বিনোদ রাওয়াতের মতো অভিনেতারা ।

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : তিনি বিশ্বসুন্দরী । তাঁর সৌন্দর্য্য, তাঁর আভিযাত্য দেখে চোখ ফেরানো দায় । তিনি সুস্মিতা সেন । সেই সুস্মিতাকেও 'আর্য্যা'-র জন্য 30টা লুক টেস্ট দিতে হয়েছিল । শুনলে তাজ্জব লাগছে তাই না ?

সুস্মিতা বললেন, "আমি 'আর্য্যা'-র জন্য 30 টা লুক টেস্ট দিয়েছি । আমাদের স্টাইলিস্ট প্রত্যেকের জন্য আলাদা আলাদা লুক চেয়েছিলেন । আর আমার 30 টা লুক দেখার পর তিনি সন্তুষ্ট হন ।"

sushmita aarya
.

এবং এতগুলো লুক টেস্ট করতে একবারও বাঁধেনি সুস্মিতার । তিনি খুব আনন্দের সঙ্গেই প্রতিটা টেস্ট দিয়েছিলেন, জানালেন নিজেই ।

এই সময় দাঁড়িয়ে ক্রাইম থ্রিলারই সিনেপ্রেমীদের মনে রাজত্ব করছে । ব্যতিক্রম নয় 'আর্য্যা'-ও । টানটান চিত্রনাট্যে তীব্র গতি আর টেনশন নিয়েই দেখতে হবে এই ওয়েব সিরিজ় ।

আজই হটস্টারে মুক্তি পেয়েছে 'আর্য্যা' । প্রশংসিত হয়েছে সুস্মিতার অভিনয় । সুস্মিতা ছাড়াও এই সিরিজ়ে রয়েছেন নমিত দাস, মনীষ চৌধুরি, সিকন্দর খের, বিনোদ রাওয়াতের মতো অভিনেতারা ।

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.