মুম্বই : আগামীকাল থেকে খুলছে সিনেমা হলের দরজা । ফের একবার হলে মুক্তি পেতে চলেছে একাধিক পুরোনো ছবি । সেই তালিকায় রয়েছে সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খান অভিনীত 'কেদারনাথ'। যদিও ছবি নির্মাতাদের এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন সুশান্ত অনুরাগীদের একাংশ । তাঁদের মতে, সুশান্তের আবেগকে কাজে লাগিয়ে ফের এই ছবির মাধ্যমে আরও টাকা রোজগার করতে চাইছেন নির্মাতারা ।
সিনেমা হল খোলার সঙ্গে সঙ্গে ফের মুক্তি পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক 'পিএম নরেন্দ্র মোদি', তাপসী পান্নু অভিনীত ছবি 'থাপ্পড়', অজয় দেবগনের 'তানাজি' ও সুশান্তের 'কেদারনাথ'। সম্প্রতি এই খবর ঘোষণা করার পরই ছবি নির্মাতাদের উপর চটে যান সুশান্ত অনুরাগীদের একাংশ ।
এ প্রসঙ্গে একজন ইউজ়ার লেখেন, "সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর লোভী প্রযোজকরা সেই আবেগকে কাজে লাগিয়ে ওই ছবির মাধ্যমে আরও টাকা রোজগার করতে চাইছে । টাকা রোজগারের একটা ভালো পদ্ধতি । কিন্তু, দর্শকরা এতটা বোকা নন ।"
আরও একজন লেখেন, "যখন সুশান্ত বেঁচে ছিলেন তখন তাঁর ছবি মুক্তির জন্য স্ক্রিন পাওয়া যেত না...তাহলে এখন এটা রিলিজ় করার কী মানে ? এর মাধ্যমে তাঁর কি কোনও লাভ হবে ? আত্মহত্যা বা খুন যেটাই বলিউড তাঁর সঙ্গে করেছে সেটা খুবই খারাপ !" কেউ আবার সবাইকে হলে গিয়ে এই সিনেমা না দেখার অনুরোধ করেছেন । লিখেছেন, "দয়া করে হলে যাবেন না...এই ছবির মাধ্যমে সুশান্তের কোনও লাভ হবে না...তাঁর খুনিদের হবে ।"
কয়েকজন আবার ছবির পরিচালক অভিষেক কাপুরকে কটাক্ষ করেছেন । আসলে এই ছবিটি প্রযোজনাও করেছেন তিনি । একজন ইউজ়ার লেখেন, "সুশান্তের মৃত্যুর পর এই ছবির মুক্তির মাধ্যমে টাকা রোজগারের চেষ্টা করছেন অভিষেক কাপুর । এতে আপনার লজ্জা হওয়া উচিত । এই ছবির টিকিট বিক্রির 100 শতাংশ যদি সুশান্তের ফাউন্ডেশনের কাছে না যায়, তাহলে আমরা কেউ ছবি দেখতে যাব না ।"
আবার কেউ লিখেছেন, "দয়া করে এই ছবি কেউ হলে দেখতে যাবে না । বাড়িতে বসে দেখুন ।"